| ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

যে কারনে কাতার বিশ্বকাপের সুচিকে পাগলামো বললেন আর্জেন্টিনার কোচ

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ডিসেম্বর ০২ ১৫:০৪:৩৫
যে কারনে কাতার বিশ্বকাপের সুচিকে পাগলামো বললেন আর্জেন্টিনার কোচ

হাতে মাত্র ২ দিন। সূচি নিয়ে তাই বিরক্ত আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনের সংক্ষিপ্ত অংশ প্রশ্নোত্তর আকারে কালবেলা পাঠকের জন্য তুলে ধরা হলো…

দুই দিন পরই আবার নামতে হবে…

স্কালোনি : স্রেফ পাগলামো। আমার মনে হয়, দুই দিনের মধ্যে আরেকটি ম্যাচ খেলতে নামা পুরোপুরি পাগলামো। সেটাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর। আমার মাথায় কিছুতেই ঢুকছে না, এটা কী করে সম্ভব। এখন সময় কত? রাত ১টা বেজে গেছে প্রায়। মানে বৃহস্পতিবার হয়ে গেছে এর মধ্যেই। কালকে আমাদের প্রস্তুতি নিতে হবে, পরদিনই আবার খেলা। এখানকার কন্ডিশনও খুব ভালো নয়, তবে তা সবার জন্য একই। কিন্তু আমরা তো গ্রুপের সেরা, আরেকটু বিশ্রাম আমরা পেতে পারতাম। যা হোক ফিফার সিদ্ধান্ত, কিছু করার নেই।

পরের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে নিয়ে কী বলবেন ...

স্কালোনি : আমরা কমবেশি অস্ট্রেলিয়া দলটাকে দেখেছি। তবে ম্যাচ ধরে ধরে আমরা এগোতে চাই। শেষ দুই ম্যাচে আমরা শতভাগ দিতে পেরেছি। তবে সব সময় আপনার প্রতিপক্ষকে চোখে চোখ রাখতে হবে। তাদের সম্পর্কে পরিষ্কার ধারণাও রাখতে হবে। প্রতিপক্ষকে চুলচেরা বিশ্লেষণের পর মাথায় রাখতে হবে কীভাবে তাদের হারানো যায়।

শেষ ষোলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে অস্ট্রেলিয়া কি তুলনামূলক সহজ…

স্কালোনি : যারা অস্ট্র্রেলিয়াকে প্রতিপক্ষ হিসেবে সহজ ভাবছে, তা ভুল। যখন কেউ বিশ্বকাপের মতো আসরে দেশের প্রতিনিধিত্ব করে, তখন শক্তি কয়েকগুণ বেড়ে যায়। প্রথম ম্যাচে সৌদি আরব আমাদের হারিয়ে দিয়েছিল, যা কেউ আন্দাজ করতে পারেনি। ইউরোপিয়ান, এশিয়ান বা উত্তর আমেরিকান যে কোনো দল যে কাউকে হারাতে পারে। ফুটবল খুব সাম্যের খেলা।

গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষ হওয়ার পর দল সম্পর্কে আপনার মূল্যায়ন কী ...

স্কালোনি : ভালো ফুটবল খেলেও আপনি হারতে পারেন। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদির কাছে হারার পর এটাই মনে হয়েছিল। সেখান থেকে উপলব্ধি, জিততে হলে আপনাকে চূড়ান্ত ভালো খেলতে হবে। প্রথম ম্যাচ হারের ভুল থেকে আমরা শিখেছি। উন্নতি করেছি। তবে হারটা আমাকে আহত করেছিল। কারণ আমরা ওরকমভাবে হেরে যাওয়া দল ছিলাম না।

প্রথম ম্যাচ হারাতে কী লাভ হয়েছে…

স্কালোনি : উপলব্ধি যেমনই হোক আমি মনে করি না যে, কোনো ম্যাচ হেরে গেলে লাভবান হওয়া যায়। প্রথম ম্যাচের পর আমরা জেনে গিয়েছিলাম, পরের দুটি ম্যাচে জিততেই হবে। তা ছাড়া একটা ম্যাচ হেরে গেলে আমার এই দলটা খেলার ধরনে পরিবর্তন করে না।

দারুণভাবে দুটি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর...

স্কালোনি : দল হিসেবে আমরা আগে যা ছিলাম, তাই আছি। শিরোপার দাবিদার কিংবা ফেভারিট ভাবতে চাই না নিজেদের।

পোল্যান্ডের রক্ষণাত্মক ফুটবলের সুযোগ নিয়ে কি এত ভালো খেলেছে আর্জেন্টিনা?

স্কালোনি : পোল্যান্ড যেভাবে খেলতে চেয়েছিল, আমরা তাদের সেই পরিকল্পনা ভণ্ডুল করেছিলাম। ওরা প্রতি আক্রমণে গোল করতে চেয়েছিল। তাই আমি বলব, ওদের রক্ষণাত্মক ফুটবলের সুযোগে আমরা ভালো করেছি, এটা ঠিক নয়। আমাদের প্রতিভার কারণে ওরা খারাপ খেলতে বাধ্য হয়েছে। আর কথা না বাড়িয়ে খেলাটা উপভোগ করা যাক। আমরা নিজেদের খেলা নিয়ে খুশি। যেভাবে ছেলেরা খেলেছে, তা দেখে আমি তৃপ্ত। ওভাবে খেলাটা মোটেই সহজ ছিল না। আমরা এমন একটা দলের বিপক্ষে জিতেছি, যারা যোগ্যতা অর্জনের পর থেকে দারুণ ফুটবল খেলছিল। ম্যাচ নিয়ে আমাদের ব্যাখ্যা এটাই।

প্রতি ম্যাচে আপনি অনেককে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছেন...

স্কালোনি : আমাদের ম্যাচ রিডিং আছে, কাদের খেলালে আমরা সেরাটা পাব। দলের ভালোর কথা ভেবেই আমরা সবকিছু করি। ব্যক্তিস্বার্থ, তারকা প্রথায় আমার বিশ্বাস নেই। দলীয় চেষ্টায় আস্থা রাখি। কখনো কখনো সেটা ভালো কাজে দেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক

মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক

নিজস্ব প্রতিবেদক : ম্যাঞ্চেস্টার টেস্টের শেষ বিকেলে এক অনাকাঙ্ক্ষিত নাটকীয়তার জন্ম দিয়েছে ইংল্যান্ড। আর সেই ...

ওভাল টেস্টের আগে ভারত শিবিরে বড় স্বস্তির খবর

ওভাল টেস্টের আগে ভারত শিবিরে বড় স্বস্তির খবর

নিজস্ব প্রতিবেদক : ভারতের জন্য আসন্ন ওভাল টেস্টকে সামনে রেখে স্বস্তির খবর নিয়ে এলেন প্রধান ...

ফুটবল

২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি ভক্তদের জন্য দারুন সুখবর

২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি ভক্তদের জন্য দারুন সুখবর

নিজস্ব প্রতিবেদক : কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের মধ্য দিয়ে ফুটবল ক্যারিয়ারের পরিপূর্ণতা পেয়েছিলেন লিওনেল মেসি। ...

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমের প্রস্তুতির শুরুটা দারুণভাবে করল বার্সেলোনা। আজ রোববার জাপানের কোবেতে অনুষ্ঠিত প্রাক-মৌসুমের ...

Scroll to top

রে
Close button