মেসিকে নিয়ে নিজের শেষ ইচ্ছের কথা জানালেন : আলভেস

স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে আলভেস বলেন, “আমি জানি না সে কী ভাবছে বা করতে চায়। মেসি বার্সেলোনায় ফিরে আসতে পারে বছরখানেকের জন্য, আমার সঙ্গে ‘শেষ নাচ’ দিতে। কেন নয়?”
দুজন বার্সেলোনায় কাটিয়েছেন বেশ অনেক বছর। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপা, কোপা দেল'রেসহ আরও অনেক শিরোপা। বার্সেলোনায় বেশ খুশি ছিলেন তিনি। তবে অনেকের মতে, পিএসজিতে যোগ দেওয়ার পর আগের মতো উৎফুল্ল নেই তিনি। তাই মেসি যদি তার পুরোনো ক্লাবে ফিরে আসে, তবেই আবারও তার আগের সুখ ফিরে পাবেন বলে মনে করেন আলভেস।
আলভেস বলেন, ‘এখানকার চেয়ে ভালো জায়গা কোথাও নেই। আমরা বার্সেলোনার চেয়ে কোথাও ভালো থাকতে পারি না। সে ছেড়ে গেছে আর অভিজ্ঞতা নিয়েছে। এখন সে যদি চায়, তাহলে ঘরে ফেরার সময় হয়েছে।’
এদিকে মেসিকে ফেরার কথা বললেও আলভেসের নিজেরই এই মৌসুম শেষে থাকার নিশ্চয়তা নেই। এক বছরের চুক্তিতে বার্সেলোনায় ফিরেছেন এই ব্রাজিলিয়ান তারকা। মৌসুম শেষে চুক্তি নবায়ন হবে কি না, সেটাও অজানা। তবে চুক্তির বিষয়ে ভাবনা নেই বলেই জানিয়েছেন আলভেস।
তিনি বলেছেন, ‘না, আমি আমার প্রথম অধ্যায়ের মতোই চেষ্টা করব, শেষ পর্যন্ত লড়াই করা। আমি যখন কোনো মিশনে থাকি, নিজের সবকিছু সেখানে দিয়ে দিই। আমি নিজের সেরা সংস্করণ দিতে চাই এখানে, ভালো থাকতে চাই। যখন মৌসুম শেষ হয়ে যাবে, তারা আমাকে জানাবে চালিয়ে যেতে পারব কি না।’
যদি এই মৌসুম পর বার্সেলোনা তার সঙ্গে নতুন করে চুক্তি না করতে চায় তাতে কোনো সমস্যা নেই আলভেসের। ক্লাব যে সিদ্ধান্তই নেমে তা মাথা পেতে নেবেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার। আল্ভেস বলেন, ‘আমার এমনিতে কোনো আফসোস নেই। আমাদের বয়স হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে স্বচ্ছতা। যদি তারা আমার কাছে এসে মুখের ওপর বলে দেয় চালিয়ে যেতে পারব না, তাহলেও কোনো সমস্যা নেই।’
২০০৮ সালে সেভিয়া ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আল্ভেস। সেখানে তিনি কাটিয়েছেন ৯ বছর। এরপর য়্যুভেন্তাস, পিএসজি ও সাও পাওলো ঘুরে আবারও বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন বর্তমান যুগের সবচেয়ে বেশি শিরোপাজয়ী এই ফুটবলার।
- এইমাত্র নতুন ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- নতুন প্রজ্ঞাপন জারি, সাধারণ ছুটি ঘোষণা
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক : জানালেন নতুন সিদ্ধান্ত
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
- মাত্র ১২ বলে ১১ ছক্কা হাঁকিয়ে গড়লেন বিশ্বরেকর্ড
- বাংলাদেশকে নিয়ে এইমাত্র নতুন ঘোষণা দিলো দ:কোরিয়া
- "ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়
- বাড়লো সোনার দাম: ১৮, ২১, ২২ ক্যারেট ১ ভোরি সোনা ও রুপার দাম
- কমে গেলো এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম
- আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা: কখন, কোথায় ও কিভাবে দেখবেন
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য হাইকোর্টের যুগান্তকারী রায়
- নুরের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা, যা বললেন চিকিৎসকরা
- মাঠেই লুটিয়ে পড়লেন সৌম্য সরকার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলো
- হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল, ডাকসু নির্বাচন নিয়ে এইমাত্র আসলো নতুন সিদ্ধান্ত