| ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

কলকাতার অধিনায়ক হওয়ার পর যা বললেন জনপ্রিয় এই তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ মার্চ ০১ ২০:৫৩:৩৯
কলকাতার অধিনায়ক হওয়ার পর যা বললেন জনপ্রিয় এই তারকা ক্রিকেটার

এবং তারপর ফ্র্যাঞ্চাইজি ওয়েবসাইটে কেকেআর অধিনায়ক হিসেবে প্রথম সাক্ষাৎকার দেন তিনি। তিনি যখন বলেন আমাদের একমাত্র লক্ষ্য জয় ও জয়। শ্রেয়াস বলেন, তিনি শুরু থেকেই আইপিএল নিলাম দেখেছেন। কেকেআর শুরু থেকেই তার জন্য ঝাঁপিয়ে পড়তে খুব খুশি ছিল।

শ্রেয়স ভাষায়, ‘আরও কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আমাকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে ছিল। মনে আছে বেশ ভাল লড়াই হয়েছিল। আমরা ভারতীয় দলের সতীর্থরা এক সঙ্গে বসে ছিলাম। টিভিতে দেখছিলাম কী হচ্ছে। স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম আমি। কিন্তু আমার হৃদস্পন্দন বেড়েই যাচ্ছিল। আবেগ চাপতে পারছিলাম না। খানিকটা স্নায়ুর চাপ হচ্ছিল। শেষ পর্যন্ত কেকেআর আমাকে নিল। সেই মুহূর্তের অনুভূতিটা অসাধারণ। আবার কেকেআর-এ আসতে পেরে আমি গর্বিত।’

তরুণ এই ক্রিকেটারের হাতেই এবার নেতৃত্বের গুরু দায়িত্ব তুলে দিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। তাতে অবশ্য ঘাবড়াচ্ছেন না শ্রেয়স। নেতৃত্ব নিয়ে তিনি বলেছেন, ‘এখন আমি অন্য মানসিকতার ক্রিকেটার। সিদ্ধান্ত নেওয়া ও নেতৃত্বের ক্ষেত্রে আমি এখন অনেক পরিণত এবং অভিজ্ঞ।

দলের সকলের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দলের মধ্যে একটা জীবনী শক্তি তৈরি করতে চাই। যেটা আমাদের পারফরম্যান্সকে অন্য মাত্রায় নিয়ে যাবে। দায়িত্বটা ভালবেসেই পালন করব। চাপেই আমার পারফরম্যান্স ভাল হয়।’

তিনি আরও বলেছেন, ‘কেকেআর-এর সদস্য হওয়ার অনুভূতি বলে বোঝাতে পারব না। অতীতে বড় ক্রিকেটাররা অনেক অবদান রেখেছেন এই দলের জন্য। ওঁরা কেকেআর-কে যে ভাবে গড়ে তুলেছেন তা বজায় রাখার চেষ্টা করব। ওঁদের পদাঙ্ক অনুসরণ করতে চাই। ব্যক্তিগত ভাবে মনে করি আমি খেলোয়াড়দের অধিনায়ক। এমন একটা পরিবেশ তৈরি করতে চাই, যেখানে সবাই একই লক্ষ্যের কথা ভাববে। সেটা হচ্ছে জয়।’

কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে কাজ করতে কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছেন শ্রেয়স বলেছেন, ‘উনি খুব আক্রমণাত্মক মানসিকতার। নিউজিল্যান্ডের হয়ে খেলার সময়ও সেটা দেখা যেত। ঝুঁকি নিতে ভালবাসতেন। আমার এই বিষয়টা বেশ ভাল লাগে। নিলামের পর ওঁর সঙ্গে আমার কিছু কথা হয়েছে। ওঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। কেকেআর-এর সাফল্যের পিছনে ওঁর বেশ কয়েক বছরের অবদান রয়েছে।’

আর কেকেআর সমর্থকদের জন্যও বার্তা দিয়েছেন নতুন অধিনায়ক। বলেছেন, ‘বেগুনি, সোনালী জার্সিটা পরার জন্য তর সইছে না। কেকেআর-এর হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। বিপক্ষ শিবিরে থেকে অনেক বার দেখেছি সমর্থকরা সারাক্ষণ ক্রিকেটারদের সমর্থন করেন গ্যালারি থেকে। উৎসাহ দেন।

তাঁদের বলতে চাই, এবার আমি আপনাদের প্রতিনিধি। ৭০-৮০ হাজার দর্শক সমানে উৎসাহ দেন এক সঙ্গে। এটা দারুণ ব্যাপার। এবার ওই উত্তেজনার আঁচ পাব। ক্রিকেটারদের উজ্জীবিত হওয়ার জন্য এটাই যথেষ্ট। আপনাদের জন্যই চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব আমরা। করব, লড়ব, জিতব।’ উল্লেখ্য, এবারের আইপিএল আসর শুরু হবে ২৬ মার্চ আর শেষ হবে ২৯ মে। এবারের আসরে খেলবে ১০টি দল।

ক্রিকেট

বিজয়ের শেষ, নতুনদের শুরু করতে চানপ্রধান নির্বাচক

বিজয়ের শেষ, নতুনদের শুরু করতে চানপ্রধান নির্বাচক

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ায় চার দিনের ম্যাচে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় আর সুযোগ পাচ্ছেন ...

ম্যাক্সওয়েল ঝড়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ হলো দ:আফ্রিকা-অস্ট্রেলিয়ার ম্যাচ

ম্যাক্সওয়েল ঝড়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ হলো দ:আফ্রিকা-অস্ট্রেলিয়ার ম্যাচ

নিজস্ব প্রতিবেদক :দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অলিখিত ফাইনালে আবারও অস্ট্রেলিয়ার ত্রাতা হয়ে ...

ফুটবল

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

প্রিমিয়ার লিগ: শেষ হলো অ্যাস্টন ভিলা-নিউক্যাসল লড়াই

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচটি ...

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

আজ উলভস বনাম ম্যানচেস্টার সিটি লড়াই: লাইভ দেখুন সহজেই

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুম আজ শুরু হচ্ছে এক দুর্দান্ত লড়াই দিয়ে। মোলিনিউক্স ...

Scroll to top

রে
Close button