আইপিএল নিলাম : ৫ কোটি ২৫ লক্ষ টাকায় তারকা ক্রিকেটারকে কিনে নিলো দিল্লি ক্যাপিটালস

গতকাল নিলামে তারকা ক্রিকেটাররা বিক্রি হলেও অবিক্রিত থেকেছেন সাকিব আল হাসান, আদিল রশীদ, ইমরান তাহির,মুজিব উর রহমান, উমেশ যাদব, মোহাম্মদ নবির মত বিশ্বসেরা ক্রিকেটাররা।
যদিও নিলামে দল পেয়েছে ভারতের অনুর্ধ ১৯ দলের বেশ কিছু ক্রিকেটার। এবারের নিলামের সর্বশেষ তথ্য অনুযায়ী তারকা ক্রিকেটাররা না পারলেও চমক দেখাতে পেরেছে কিছু অজানা ক্রিকেটার। এদিকে আজ রবিবার দুপুর ১২টায় শুরু হয়েছে আইপিএল মেগা নিলামের ২য় দিনের নিলামের কার্যক্রম।
চেতেশ্বর পূজারা অবিক্রিত৫০ লক্ষ টাকা বেস প্রাইসের চেতেশ্বর পূজারা অবিক্রিত থাকেন। গতবার চেন্নাই সুপার কিংস দলে নিলেও একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি পূজারার। এবার প্রথম রাউন্ডে তাঁর জন্য দর হাঁকেনি কোনও দল।
অ্যারন ফিঞ্চ অবিক্রিত:১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের অ্যারন ফিঞ্চ অবিক্রিত থাকেন। গতবারের আইপিএল নিলামেও অবিক্রিত ছিলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন।
সৌরভ তিওয়ারি অবিক্রিত:৫০ লক্ষ টাকা বেস প্রাইসের সৌরভ তিওয়ারি অবিক্রিত থাকেন। মুম্বই ইন্ডিয়ান্স সৌরভের জন্য দর হাঁকেনি।
ইয়ন মর্গ্যান অবিক্রিত :১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ইয়ন মর্গ্যানের জন্য কোনও দল দর হাঁকেনি। প্রাক্তন নাইট অধিনায়ক অবিক্রিত থাকেন। কেকেআর পুরনো নাইটদের দলে ফেরাতে আগ্রহী হলেও দীনেশ কার্তিকের মতো মর্গ্যানের জন্যও তারা দর হাঁকেনি। সুতরাং, গতবারের রানার্স দলের ক্যাপ্টেন এবার অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।
লিয়াম লিভিংস্টোনকে বিরাট অঙ্কে দলে নেয় পঞ্জাব :১ কোটি টাকা বেস প্রাইসের লিয়াম লিভিংস্টোনের জন্য দর হাঁকে কেকেআর। লড়াইয়ে যোগ দেয় সিএসকে, পঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস। হায়দরাবাদ শেষ মুহূর্তে লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত পঞ্জাব কিংস ১১ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নেয় লিভিংস্টোনকে।
ডমিনিক ড্রেকসকে দলে নিল গুজরাট টাইটানস ;৭৫ লক্ষ টাকা বেস প্রাইসের ডমিনিক ড্রেকসের জন্য দর হাঁকে গুজরাট ও আরসিবি। শেষমেশ ১ কোটি ১০ লক্ষ টাকায় ড্রেকসকে দলে নেয় গুজরাট টাইটানস।
ওডিন স্মিথ১ কোটি টাকা বেস প্রাইসের ওডিন স্মিথের জন্য দর হাঁকে পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস। পরে লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। দীর্ঘ টানাপোড়েন শেষে ওডিন স্মিথকে ৬ কোটি টাকায় দলে নেয় পঞ্জাব কিংস।
শিবম দুবে৫০ লক্ষ টাকা বেস প্রাইসের শিবম দুবের জন্য দর হাঁকে লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস। লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত ৪ কোটি টাকায় সিএসকে দলে নেয় শিবম দুবেকে।
জেমস নিশাম অবিক্রিত১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের জেমস নিশাম প্রথম রাউন্ডে অবিক্রিত থাকেন। কিউয়ি তারকাকে পরের দিকে কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ইশান্ত শর্মা১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ইশান্ত শর্মা অবিক্রিত থাকেন প্রথম রাউন্ডে।
খলিল আহমেদকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস৫০ লক্ষ টাকা বেস প্রাইসের খলিল আহমেদের জন্য দর হাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। শেষমেশ ৫ কোটি ২৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস দলে নেয় খলিলকে।
আজ নিলামে উঠবে যেসব বিদেশী ক্রিকেটার:
এভিন লুইস, জেমস ভিনস, অ্যারন ফিঞ্চ, ইয়ন মর্গ্যান, ডেভিড মালান, অ্যালেক্স হেলস, ক্রিস লিন, মার্নাস ল্যাবুশান, রাসি ভ্যান ডার দাসেন, এডেন মার্করাম, কলিন মুনরো, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ওডিন স্মিথ, ড্যানিয়েল স্যামস, মিচেল স্যান্টনার, ডারিল মিচেল, ডেভিড ওয়াইজ, নারকো জানসেন, আকিল হোসেন, ডেভন কনওয়েদের দেখা যাবে দ্বিতীয় দিনের নিলামে।
আজ নিলামে উঠবে যেসব ভারতীয় ক্রিকেটার: অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা, সৌরভ তিওয়ারি, এস শ্রীসন্ত, মনোজ তিওয়ারি, শিবম দুবে, বিজয় শঙ্কর, ঋষি ধাওয়ান, করুণ নায়ার, চেতন সাকারিয়া, হনুমা বিহারী, পারভেজ রসুল, মহিপাল লোমরোর, মুরলি বিজয়দের নিলামে তোলা হবে দ্বিতীয় দিনে।
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- বাংলাদেশকে নতুন নিষেধাজ্ঞা দিলো ভারত
- মালয়েশিয়ার ৮ হাজার প্রবাসীর জন্য সুখবর,থাকছে নতুন সুযোগ ও সুবিধা
- প্রবাসীদের ১২ দফা দাবি: দেখেনিন দাবি গুলো কি কি
- ওমানে ৩ বছরের ভিসা নিয়ে প্রবাসীদের জন্য বড় সুখবর
- স্বর্ণের দাম কমলো প্রতি ভরিতে ১,৫৭৪ টাকা, জেনেনিন আজকের স্বর্ণ-রুপার দাম
- ভারত,কে হারালো সৌদি আরব
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
- শরীরের শক্তি বাড়াতে নিয়মিত খান এসব সুস্বাস্থ্যকর খাবার
- ২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়
- আইপিএল ২০২৬ : যে দলের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১২/৮/২০২৫ তারিখ
- অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন
- আজকের ওমানি রিয়ালের রেট, কোথায় মিলছে সর্বোচ্চ দাম
- ভারতের এশিয়া কাপ স্কোয়াডে বড় চমক, তিন তারকার জায়গা সন্দেহজনক