আইপিএল মেগা নিলাম : হাসারাঙ্গাকে নিয়ে কাড়াকাড়ি, আকাশ ছোয়া মুল্যে কিনলো যে দল

চলমান এই নিলামে মার্কি ক্যাটাগরি থেকে শিখর ধাওয়ানকে ৮ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। রবিচন্দ্র অশ্বিনকে ৭ কোটি ২৫ রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিলাম থেকে প্যাট কামিন্সকে আবারও দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।
কাগিসো রাবাদাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস, তাকে দলে নিতে প্রীতি জিনতার দল খরচ করেছে ৯ কোটি ২৫ লাখ রুপি। ৮ কোটি রুপিতে ট্রেন্ট বোল্টকে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। শ্রেয়াস আইয়ারকে নিয়ে এই সেটে এক প্রকার কাড়াকাড়িই চলেছে এই সেটে।
শেষ পর্যন্ত ১২ কোটি ২৫ লাখ রুপিতে এই ব্যাটসমানকে দিলে নিয়ে কলকাতা নাইট রাইডার্স। মোহাম্মদ শামিকে নিয়েছে রয়্যাল গুজরাট লায়ন্স। তাকে পেতে দলটি খরচ করেছে ৬ কোটি ২৫ লাখ রুপি। ফাফ ডু প্লেসিকে ৭ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে গিয়েছেন ফাফ ডু প্লেসি।
কুইন্টন ডি ককের নতুন ঠিকানা লক্ষ্ণৌ সুপার জায়েন্টস। তাকে পেতে দলটি খরচ করেছে ৬ কোটি ৭৫ লাখ রুপি। এই সেটে শেষ ক্রিকেটার হিসেবে ডেভিড ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। মার্কি সেটে কামিন্স এবং আইয়ারকে দলে নিয়ে বাজিমাৎ করেছে কলকাতা।
দ্বিতীয় সেটে (ব্যাটসম্যানদের) থেকে ৪ কোটি ৬০ রুপিতে মানিশ পান্ডেকে দলে নিয়েছে লক্ষ্ণৌ। সাড়ে ৮ কোটিতে শিমরন হেটমায়ারকে দলে নিয়েছে রাজস্থান। ২ কোটি রুপিতে রবিন উথাপ্পাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ২ কোটি রুপিতে জেসন রয়কে নিয়েছে গুজরাট টাইটান্স।
এই সেট থেকে বেস প্রাইস এক কোটি রুপিতে দল পাননি ডেভিড মিলার। ডেবদূত পাডিকাল খেলবেন রাজস্থান রয়ালসে। তাকে পেতে দলটি খরচ করেছে ৭ কোটি ৭৫ লাখ রুপি। এই সেট থেকে দল পাননি সুরেশ রায়না ও স্টিভ স্মিথ।
তৃতীয় সেটে (অলরাউন্ডারদের) ডোয়েইন ব্রাভোকে ৪ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই। নিতিশ রানা আবারও খেলবেন কলকাতায়, তাকে পেতে দলটি খরচ করেছে ৮ কোটি। জেসন হোল্ডারকে পেতে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে চলেছে কাড়াকাড়ি। শেষ পর্যন্ত এই অলরাউন্ডারকে ৮ কোটি ৭৫ লাখ রুপিতে গিয়েছেন লক্ষ্ণৌতে।
এই সেটে সাকিব আল হাসান ছিলেন অবিক্রিত। হার্শাল প্যাটেলকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে ব্যাঙ্গালুরু। বেস প্রাইস ৭৫ লাখ হলেও দিপক হুডাকে দলে পেতে ৫ কোটি ৭৫ রুপি খরচ করেছে লক্ষ্ণৌ। এই সেট থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে কাড়াকাড়ি চললেও শেষ পর্যন্ত তাকে দলে পায় রয়্যাল চ্যালেঞ্জার্স।
দশ দলের স্কোয়াড-
চেন্নাই সুপার কিংস : রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড, মঈন আলী
নিলাম থেকে- রবিন উথাপ্পা, ডোয়েইন ব্রাভো
কলকাতা নাইট রাইডার্স : সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার
নিলাম থেকে- প্যাট কামিন্স, শ্রেয়াস আইয়ার, নিতিশ রানা,
সানরাইজার্স হায়দরাবাদ : রিটেইনড- কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক
নিলাম থেকে-
মুম্বাই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড
নিলাম থেকে-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ
নিলাম থেকে- ফাফ ডু প্লেসি, হার্শাল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা,
দিল্লি ক্যাপিটালস : ঋশভ পান্ত, পৃথ্বি শ, অক্ষর প্যাটেল, এনরিক নরকিয়া
নিলাম থেকে- ডেভিড ওয়ার্নার,
রাজস্থান রয়্যালস : স্যাঞ্জু স্যামসন, জস বাটলার, ইয়াসভি জায়সাওয়াল
নিলাম থেকে- রবিচন্দ্র অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদূত পাডিকাল,
পাঞ্জাব কিংস : মায়াঙ্ক আগারওয়াল, আর্শদীপ সিং
নিলাম থেকে- শিখর ধাওয়ান, কাগিসো রাবাদা
গুজরাট টাইটান্স: হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, রশিদ খান
নিলাম থেকে- মোহাম্মদ শামি, জেসন রয়
লক্ষ্ণৌ সুপার জায়েন্টস: লোকেশ রাহুল, রবি বিশ্নই, মার্কাস স্টয়নিস
নিলাম থেকে- কুইন্টন ডি কক, মানিশ পান্ডে, জেসন হোল্ডার, দিপক হুদা,
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- বাংলাদেশকে নতুন নিষেধাজ্ঞা দিলো ভারত
- মালয়েশিয়ার ৮ হাজার প্রবাসীর জন্য সুখবর,থাকছে নতুন সুযোগ ও সুবিধা
- প্রবাসীদের ১২ দফা দাবি: দেখেনিন দাবি গুলো কি কি
- ওমানে ৩ বছরের ভিসা নিয়ে প্রবাসীদের জন্য বড় সুখবর
- স্বর্ণের দাম কমলো প্রতি ভরিতে ১,৫৭৪ টাকা, জেনেনিন আজকের স্বর্ণ-রুপার দাম
- ভারত,কে হারালো সৌদি আরব
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
- শরীরের শক্তি বাড়াতে নিয়মিত খান এসব সুস্বাস্থ্যকর খাবার
- ২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়
- আইপিএল ২০২৬ : যে দলের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১২/৮/২০২৫ তারিখ
- অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন
- আজকের ওমানি রিয়ালের রেট, কোথায় মিলছে সর্বোচ্চ দাম
- ভারতের এশিয়া কাপ স্কোয়াডে বড় চমক, তিন তারকার জায়গা সন্দেহজনক