হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো খুলনা ও কুমিল্লার ম্যাচ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে ১২৩ রানে গুটিয়ে গেছে খুলনা। ১৯.৩ ওভারে অল আউট হওয়া টাইগার্সদের হার ৬৫ রানে।
রান তাড়া করতে নেমে শুধুমাত্র প্রথম ওভারটাই খুলনার পক্ষে ছিল। সেই ওভারে ১৬ রান আনেন আন্দ্রে ফ্লেচার। ইঙ্গিত দেন দারুণ সূচনার। কিন্তু সেই শেষ। এরপর শুধু আসা যাওয়ার মাঝে থেকেছেন খুলনার ব্যাটাররা।
রনি তালুকদার, মুশফিকুর রহিম ও রুয়েল মিয়ার কেউই রানের খাতা খুলতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ.২৬ রান করেছেন থিসারা পেরেরা। তার এই ইনিংস শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে। বাকীদের মধ্যে সৌম্য ২২, ইয়াসির ১৮, ফ্লেচার ১৬ ও মাহেদী ১১ রান করেন।
কুমিল্লার হয়ে একাই .৪ উইকেট নেন আবু হায়দার রনি। এছাড়া নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মঈন আলী প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। অবশ্য টস জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন, এমনটাই জানান কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
এদিন ইনিংস উদ্বোধন করতে নেমে সুবিধা করতে পারেননি মাহমুদুল হাসান জয়। ১৫ বলে মাত্র ১১ রান করেন তিনি। তবে অন্যপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন লিটন দাস। মাত্র ১৭ বলে ৪১ রান করেন তিনি। হাঁকান ৩টি ছক্কা। এরপর কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস ৫ রান করে আউট হন।
ফাফ ডু প্লেসি শুরুতে ধীরে খেললেও পরে আক্রমণের ধার বাড়ান। তিনি করেন ৩৬ বলে ৩৮ রান। তবে ব্যাট হাতে তাণ্ডবে সবাইকে ছাড়িয়ে যান মঈন। মাত্র ২৩ বলে অর্ধশতক পূরণ করেন তিনি। এর মাঝে ছিল ৭টি ছক্কার মার। ব্যক্তিগত ৬৩ রানের পর প্রথম চার হাঁকান এই ব্যাটার!
শেষ পর্যন্ত ৩৫ বলে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেলে আউট হন মঈন। তিনি মোট নয়টি ছক্কা ও একটি চার হাঁকান। আর কোনো ব্যাটারই বলার মতো ইনিংস খেলতে পারেননি। খুলনার হয়ে থিসারা পেরেরা দুটি এবং খালেদ আহমেদ, নাবিল সামাদ, মাহেদী হাসান ও সৌম্য সরকার একটি করে উইকেট নেন।
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- বাংলাদেশকে নতুন নিষেধাজ্ঞা দিলো ভারত
- মালয়েশিয়ার ৮ হাজার প্রবাসীর জন্য সুখবর,থাকছে নতুন সুযোগ ও সুবিধা
- প্রবাসীদের ১২ দফা দাবি: দেখেনিন দাবি গুলো কি কি
- ওমানে ৩ বছরের ভিসা নিয়ে প্রবাসীদের জন্য বড় সুখবর
- ভারত,কে হারালো সৌদি আরব
- স্বর্ণের দাম কমলো প্রতি ভরিতে ১,৫৭৪ টাকা, জেনেনিন আজকের স্বর্ণ-রুপার দাম
- ব্যালন ডি'অর নিয়ে মুখ খুললেন লাপোর্তা, জানালেন আসল মূল্য
- ব্যালন ডি'অর নিয়ে মুখ খুললেন লাপোর্তা, জানালেন আসল মূল্য
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
- শরীরের শক্তি বাড়াতে নিয়মিত খান এসব সুস্বাস্থ্যকর খাবার
- দীর্ঘদিন বন্ধ আমিরাতের শ্রম ভিসা, অনিশ্চয়তায় লাখো বাংলাদেশি প্রবাসী
- আইপিএল ২০২৬ : যে দলের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ
- ২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ১২/৮/২০২৫ তারিখ