| ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলে ওপেনিংয়ে ব্যাট করতে পারে দুই টাইগার

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ১০ ১১:৪৪:৪১
আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলে ওপেনিংয়ে ব্যাট করতে পারে দুই টাইগার

ইভেন্টে তামিম ইকবাল দুর্দান্ত পারফর্ম করেন। তবে টি-টোয়েন্টি দলে নেই তিনি। তাদের উত্তরসূরি কে হবেন তা এখনো ঘোষণা করেনি নির্বাচকরা । তামিমের পর চলতি আসরে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন এনামুল হক। সৌম্য সরকার ও লিটন কুমার দাসও রানে ফেরেন। তবে ফরচুন বরিশালের মুনিম শাহরিয়ার ভিন্ন রূপ নিয়েছেন। সংস্করণ ভিন্ন হলেও আফগান সিরিজে জায়গা পেলেও দলে জায়গা পেতে পারেন জাতীয় দলের জার্সি পরা মাহমুদুল হাসান জয়।

পুরোনোদের মধ্যে যদি কাউকে সুযোগ দেওয়া হয় তাহলে সে জায়গাটা নতুন করে পেতে পারেন এনামুল হক বিজয়। চলতি বিপিএলে সিলেট সানরাইজার্স ব্যর্থ হলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বিজয়। ৮ ম্যাচে ৩১ গড়ে তিনি করেছেন ২৪৮ রান। স্ট্রাইকরেটটাও ১২১ এর উপরে। খেলেছেন সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস।

আফগান টি-টোয়েন্টি সিরিজে যদি বিসিবি চমক নিয়ে হাজির হন, তাহলে সে চমকের শিরোনাম হতে পারে মুনিম শাহরিয়ার। চলতি বিপিএলে মাত্র তিন ম্যাচ খেললেও মারমুখী ব্যাটিংয়ে ইতোমধ্যে নজরে এসেছেন সবার। ৩ ম্যাচে ৯৭ রান করা মুনিমের স্ট্রাইকরেটটা ১৭৬ এর বেশি। টি-টোয়েন্টি ক্রিকেটে যেমন ব্যাটার আসলে দেশের প্রয়োজন।

দেশি ওপেনারদের মধ্যে তামিম, বিজয়ের পরে তৃতীয় সর্বোচ্চ রান মাহমুদুল হাসান জয়ের। ৬ ম্যাচে ৩৩ গড়ে তার রান সংখ্যা ১৬৫। ১২৫ স্ট্রাইরেটে চলতি বিপিএলে তার সর্বোচ্চ রানের ইনিংস ৬৫। লিটন, সৌম্যের মধ্যে কাকে আবার সুযোগ দেয়া হবে সে প্রশ্নে এগিয়ে লিটন। ৫ ম্যাচে ২৫.২০ গড়ে তার রান সংখ্যা ১২৬। সৌম্য থেকে তিনি এগিয়ে স্ট্রাইরেটের দিক থেকে। লিটন যেখানে ১৩২ স্ট্রাইরেটে ব্যাট করেছেন, সেখানে সৌম্যের স্ট্রাইকরেট ১১৫ এর কাছাকাছি। সৌম্য অবশ্য ৬ ম্যাচে ২৮ গড়ে করেছেন ১৪০ রান। দুজনেই আসরে একটি করে ফিফটির দেখা পেয়েছেন।

নতুন করে আলোচনায় আসা ইমরুল কায়েস অবশ্য স্ট্রাইকরেটে তাদের চেয়ে এগিয়ে। ১৩৪ স্ট্রাইকরেটে ৭ ম্যাচে তার রান সংখ্যা ১৫২। ৮১ রানের একটি ইনিংস ছাড়া বলার মতো তার আর বড় কোনো ইনিংস নেই।

এদিকে নির্বাচক হাবিবুল বাশার তার দল ভাবনা নিয়ে জানান, এক দুই ম্যাচ ভালো করা কাউকে তারা দলে নেবেন না। বরং বিপিএলের সঙ্গে ঘরোয়া লিগের পারফরম্যান্স পরখ করে দেখে তারপর সিদ্ধান্ত নিবেন। অবশ্য ১১ বছর পর বাংলাদেশে পা রাখা জেমি সিডন্সকে নিয়ে বিপিএলের সব ম্যাচ পর্যবেক্ষণ করছেন বাশার। তাদের চোখে কারা দলের যোগ্য সেটা জানা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ব্রেভিসের ৪১ বলের ঝড়ো সেঞ্চুরিতে মুগ্ধ এ বি ডিভিলিয়ার্স

ব্রেভিসের ৪১ বলের ঝড়ো সেঞ্চুরিতে মুগ্ধ এ বি ডিভিলিয়ার্স

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪১ বলে শতক হাঁকিয়ে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ...

২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়

২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে চলমান ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৫-এর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে রোববার (১০ আগস্ট) ঘটেছে ...

ফুটবল

রদ্রিগোর দিকে নজর ম্যানসিটির! রিয়ালের দাবি ১০০ মিলিয়ন ইউরো

রদ্রিগোর দিকে নজর ম্যানসিটির! রিয়ালের দাবি ১০০ মিলিয়ন ইউরো

নিজস্ব প্রতিবেদক : ট্রান্সফার মার্কেটে জমজমাট লড়াই শুরু হয়ে গেছে ইউরোপের বড় ক্লাবগুলোর মধ্যে। এবার ...

অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন

অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আবাহনী ঢাকা এশিয়ার নতুন প্রতিযোগিতা AFC চ্যালেঞ্জ লিগে প্রথমবারের মতো ...

Scroll to top

রে
Close button