| ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

বল টেম্পারিং নয়, আসল রহস্যের কারন জানালেন বোপারা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ১০ ১১:০৯:০৭
বল টেম্পারিং নয়, আসল রহস্যের কারন জানালেন বোপারা

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার খুলনা টাইটানসের মুখোমুখি হয়েছিল স্বাগতিক সিলেট দল। ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো বল হাতে নেন সিলেটের নতুন অধিনায়ক বোপারা। সেই ওভারের চতুর্থ বলটি করার আগেই বল বিকৃত করার চেষ্টা করতে দেখা যায় বোপারাকে।

নিজের দুই হাতের নখ দিয়ে বলের চামড়ার ওপর ঘষতে থাকেন তিনি। যা নজর এড়ায়নি মাঠের দুই আম্পায়ারের। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সিলেট অধিনায়কের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। বোপারার উত্তরে যে সন্তুষ্টি মেলেনি আম্পায়ারদের, তা স্পষ্টই বোঝা যাচ্ছিল।

যে কারণে চতুর্থ আম্পায়ারকে ডেকে বল পরিবর্তন করে দেন মাঠের দুই আম্পায়ার। তবে এটুকুটেই মুক্তি মেলেনি। সেই ওভারের পর আনুষ্ঠানিক সিদ্ধান্তের ভিত্তিতে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করার কারণে ৫ রান পেনাল্টি করা হয় সিলেটকে।

তবে বুধবার সংবাদ সম্মেলনে বোপারা দাবি করলেন, তিনি আসলে বল টেম্পারিং করেননি, পুরো বিষয়টিই ছিল ভুল বোঝাবুঝি। সংবাদ সম্মেলনে বল হাতে নিয়ে গ্রিপ দেখিয়ে ইংলিশ অলরাউন্ডার বলেন, আসলে আমার নাকল বলকেই টেম্পারিং ভেবে ভুল হয়েছে।

বোপারা বলেন, ‘আমি যখন নাকল বল করি, দৌড় দেওয়ার সময় বলটা লুকিয়ে রাখি। মাঝেমধ্যে আমি বলটাকে এভাবে-ওভাবে (গ্রিপ দেখিয়ে) ধরি। এই গ্রিপটা সহজ নয়। বিশেষ করে ভেজা বলে। এটার জন্য আপনাকে বলের সেরা অংশটা খুঁজে বের করতে হবে। সেটা করতে না পারলে যদি বল ভেজা থাকে, তবে উড়ে যাবে, এমনকি নো-বলও হয়ে যেতে পারে।’

বলের সুবিধাজনক অংশটা বের করতে গিয়ে নখ দিয়ে বারবার জায়গা পরিবর্তন করতে হয়, দেখিয়ে বোপারা বলেন, ‘আমার মনে হয়, এই ব্যাপারটিকেই ভুল বোঝা হয়েছে। এটা হতাশাজনক। কিন্তু এটাই জীবন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ব্রেভিসের ৪১ বলের ঝড়ো সেঞ্চুরিতে মুগ্ধ এ বি ডিভিলিয়ার্স

ব্রেভিসের ৪১ বলের ঝড়ো সেঞ্চুরিতে মুগ্ধ এ বি ডিভিলিয়ার্স

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৪১ বলে শতক হাঁকিয়ে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ...

২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়

২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে চলমান ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৫-এর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে রোববার (১০ আগস্ট) ঘটেছে ...

ফুটবল

রদ্রিগোর দিকে নজর ম্যানসিটির! রিয়ালের দাবি ১০০ মিলিয়ন ইউরো

রদ্রিগোর দিকে নজর ম্যানসিটির! রিয়ালের দাবি ১০০ মিলিয়ন ইউরো

নিজস্ব প্রতিবেদক : ট্রান্সফার মার্কেটে জমজমাট লড়াই শুরু হয়ে গেছে ইউরোপের বড় ক্লাবগুলোর মধ্যে। এবার ...

অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন

অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আবাহনী ঢাকা এশিয়ার নতুন প্রতিযোগিতা AFC চ্যালেঞ্জ লিগে প্রথমবারের মতো ...

Scroll to top

রে
Close button