৩০ হাজার টাকা ঘুষ দিয়ে দলে জায়গা পেয়েছে অন্য ক্রিকেটাররা : ক্রিকেটার নাইম

শনিবার (৫ ফেব্রুয়ারি) তাকে আলোচনার জন্য ডেকেছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। আলোচনা শেষে এই ক্রিকেটার জানিয়েছেন ঢাকায় আসার আগে তাকে আক্রমণ করা হয়েছে। যদিও কারা আক্রমণ করেছেন এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তিনি।
এ প্রসঙ্গে নাইম বলেন, 'হ্যাঁ, বাধা দেয়া হয়েছিল। যখন গাড়িতে উঠেছি তখন আমার ওপর আক্রমণ করা হয়। আমি ক্লিয়ারলি বলতে পারছি না তার লোক কিনা। কিন্তু বাগেরহাটের বেশ কয়েকজনের নাম বলেছে। মানে উনার লোক এমনটা বলেছে...। আমার সন্দেহ হচ্ছে যে হতে পারে তার লোক।'
চলতি মাসে অনূর্ধ্ব-১৬ বিভাগীয় পর্যায়ের দল চূড়ান্ত হবে। এরই মধ্যে নড়াইলে তিনটি ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে বাগেরহাট থেকে বাছাই হওয়া ১৫ ক্রিকেটারের। এই ম্যাচগুলোতেই ভালো খেললে খুলনা বিভাগীয় পর্যায়ে অনুশীলন করার সুযোগ পাবেন তারা।
সেখান থেকে ১৫ জনকে বাছাই করা হবে খুলনা বিভাগীয় দলের জন্য। বাগেরহাট থেকে প্রাথমিকভাবে ৩৫ ক্রিকেটারকে বাছাই করা হয়েছিল। এরপর তারা নিজেদের মধ্যে দুটি ম্যাচও খেলেছিল। যেখানে একটি হাফ সেঞ্চুরিসহ ৫৭ রান করেও সুযোগ হয়নি নাইমের।
নিজের অভিযোগ নিয়ে নাইম বলেছেন, 'আমার অভিযোগটা ছিল বাগেরহাটের কোচ আমার কাছে ৩০ হাজার টাকা চেয়েছিল। সেইটা আমি বোর্ডকে মেইল করে জানিয়েছি। তাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বিস্তারিত জানাই। ম্যাচের ব্যাপারে, কিভাবে ম্যাচ হয় আর কিভাবে খেলোয়াড়দের নেয়া হয়।'
বিসিবি তার ব্যাপারটি গুরুত্বসহকারে নিয়েছে বলে জানিয়েছেন নাইম। তিনি বলেন, 'তারা জানতে চেয়েছিল কেমন হয়, তখন আমি তাদের বলেছি যে অনুশীলন ম্যাচে হয়। সেই ম্যাচে যারা ভালো করবে তারাই দলে থাকবে। এটা জানার পর বোর্ড বলছে এটা তো একটু সময়ের ব্যাপার। তারা এটা তদন্ত করে দেখবে। তার কথাও শুনেছে আমার কথাও শুনেছে।'
তিনি অভিযোগ করেছিলেন ঘুষ না দেয়া তাকে দলে জায়গা দেয়া হয়নি। যারা সেই কোচকে ৩০ হাজার টাকা করে দিয়েছিলেন তারাই মূল দলে জায়গা পেয়েছেন বলে জানিয়েছেন এই কিশোর ক্রিকেটার। এই ঘটনার তদন্তে কোচের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে বিসিবি।
- প্রকাশে এলো জুলাই ঘোষণাপত্রে যা যা আছে
- শুধুমাত্র প্রবাসীদের জন্য অনেক বড় সিদ্ধান্ত নিলো সৌদি
- নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সময়সূচি ঘোষণা করলো বিসিবি
- আবার রাজপথে বিএনপি! দেশজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা
- ব্যালট বাক্স এখন মুঠোফোনে: গণতন্ত্রের জন্য একটি ডিজিটাল শপথের সময় এসেছে
- ব্রাজিলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন নেইমার
- নামজারি পেন্ডিং নিয়ে বড় নির্দেশনা দিল ভূমি মন্ত্রণালয়
- এশিয়া কাপের আগে বাংলাদেশ দল নিয়ে বিসিবির নতুন ঘোষণা
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ৫/৮/২০২৫ তারিখ
- এসএসসি পাশ করেই ৬০ হাজার টাকা বৃত্তি! ৬ আগস্টের মধ্যে আবেদন করুন
- হঠাৎ ড: ইউনুসকে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি
- নিস্তব্ধ শাহবাগ যেভাবে দখলে নেয় ছাত্র-জনতা: ৫ আগস্টের বিস্ফোরক মুহূর্ত
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিত রেট: আজ ৫/৮/২০২৫ তারিখ
- তামিম হচ্ছেন নতুন সভাপতি, যা বলছে অন্য ক্রিকেটাররা