| ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

ইচ্ছার বিরুদ্ধে তামিমকে খেলানো কতটা যৌক্তিক

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ ফেব্রুয়ারি ০৪ ১৫:৫৩:০৮
ইচ্ছার বিরুদ্ধে তামিমকে খেলানো কতটা যৌক্তিক

পুরো বাংলাদেশ দলকে মনস্তাত্ত্বিকভাবে অনেক বেশি এগিয়ে রাখে। তবে যত কথাই হোক তামিম ইকবাল ও দিনশেষে একজন রক্ত মাংসের মানুষ। সেও ক্লান্ত হয় তার শরীরের ও বিশ্রামের দরকার হয়। তবে এ স্বাভাবিক বাস্তবতা গুলোই বিসিবি থেকে অনেক সাধারণ মানুষই মানতে নারাজ। বিগত কয়েকদিন যাবৎ তার অবসর নিয়ে অনেক জল্পনা-কল্পনা হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রেস কনফারেন্স করেন তামিম ইকবাল। সেখানে তিনি স্পষ্ট বলেছেন তিনি ছয় মাসের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে কোন ধরনের চিন্তাভাবনা করতে চাচ্ছে না।

এবং তার বিশ্বাস তরুণ ক্রিকেটারদের অসাধারণ পারফরম্যান্সের পর ভবিষ্যতে তার প্রয়োজন আর অনুভব হবে না। তবে কোনো কারণে তরুণ ক্রিকেটাররা যদি প্রত্যাশামতো জ্বলে উঠতে না পারে তাহলে বিশ্বকাপের আগে তিনি প্রত্যাবর্তনের কথা চিন্তা করবেন। তামিমের এসব স্টেটমেন্টে একটি কথা স্পষ্ট যে তিনি টি-টোয়েন্টি খেলার ব্যাপারে কোন প্রকার আগ্রহ বোধ করছেন না। এ করতে বলতে বিসিবি এবং মিডিয়া থেকে এক ধরনের চাপে পড়ে যেন বাধ্য হয়ে ছয় মাস পর প্রত্যাবর্তন করতে পারেন বলে স্টেটমেন্ট দিয়েছেন। যত কথাই হোক তামিমের বয়স বর্তমানে ৩১। সামনের বছর গুলোতে দেশকে ভালোভাবে সার্ভিস দিতে চাইলে একটি ফরমেট কোন খেলাই ভালো বলে অনেক ক্রীড়া সংগঠক মতামত প্রকাশ করেছে।

এবং তামিম নিশ্চয়ই এ ব্যাপারটি উপলব্ধি করেছে বলেই হয়তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি এড়িয়ে চলছেন। নির্ধিদ্ধায় তামিম বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। এবং যে কোন ফরমেটে তার অনুপস্থিতি বাংলাদেশের জন্য এক ধরনের বড় দুশ্চিন্তার কারণ। তবে তাও কি একজন খেলোয়ার কে তার ইচ্ছার বিরুদ্ধে এক ধরনের জোর করে খেলা যুক্তিযুক্ত। ক্রিকেট কিংবা যেকোন ধরনের খেলা আগ্রহ এবং ভালোবাসার সাথে না খেললে সেখানে সাফল্য পাওয়া সম্ভব নয়।

এই ক্ষেত্রে তামিমের টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে খুব একটা আগ্রহ না থাকা সত্ত্বেও তামিমকে আবার টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করা সুফল বয়ে আনবে তো? তামিম ৬ মাস সময় চাওয়ার পরও বিসিবির এক পক্ষ খোলামেলায ভাবে বলেছে প্রয়োজন পড়লে তামিমকে আরো আগে আনার চেষ্টা করবে তারা। এভাবে একজন নির্দিষ্ট খেলোয়াড়ের কাছে বারবার যাওয়াটা বিসিবির মত প্রভাবশালী বোর্ডের একদমই মানায় না। সামনে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ। সে সিরিজে দলের নেতৃত্বের ভার তামিম ইকবালের কাঁধে।

ওয়ানডে এবং টেস্ট উভয় ফরমেটে টাইগার সমর্থকদের প্রত্যাশার অপার চাপ রয়েছে তামিমের উপর। এত চাপের পরও যদি জোর করে তাকে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলানো হয় তাহলে তার খেলায় প্রভাব পড়তে পারে বলে মত প্রকাশ করেছেন অনেক ক্রীড়া সংগঠক।

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ সহ টিভিতে আজকের খেলার সময়সূচি

বাংলাদেশের ম্যাচ সহ টিভিতে আজকের খেলার সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: আজকের দিনটি খেলাধুলার ভক্তদের জন্য দারুণ কিছু উত্তেজনার বার্তা নিয়ে এসেছে। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ...

এশিয়া কাপ ২০২৫: এশিয়া পাকের স্কোয়াড ঘোষণা করল আফগানিস্তান

এশিয়া কাপ ২০২৫: এশিয়া পাকের স্কোয়াড ঘোষণা করল আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ ২০২৫-এর আগে বড় চমক দিয়ে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ...

ফুটবল

নেইমারের জোড়া গোল, আলো ছড়ালেন সান্তোস সুপারস্টার

নেইমারের জোড়া গোল, আলো ছড়ালেন সান্তোস সুপারস্টার

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলিয়ান লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন নেইমার। সোমবার রাতে সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে ...

তিন বছর পর নেইমারের দুর্দান্ত প্রত্যাবর্তন

তিন বছর পর নেইমারের দুর্দান্ত প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ইনজুরি, বিতর্ক আর ধারাবাহিকতা হারিয়ে হারিয়ে খুঁজছিলেন নিজেকে। কিন্তু এবার হয়তো নিজ ...

Scroll to top

রে
Close button