আরিফুলের টানা দ্বিতীয় শতকে বাংলাদেশের রানের পাহাড়

এর আগে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ১১৯ বল মোকাবিলা করে ১০০ রানের ইনিংস খেলেন আরিফুল। আর বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সপ্তম স্থান নির্ধারণি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৩ বল মোকাবিলা করে খেলেন ১০২ রানের ইনিংস। তার ইনিংসটি ৯টি চার ও ৩টি ছক্কার মারে সাজানো ছিল। তার অনবদ্য ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের যুবাদের সংগ্রহ ৮ উইকেট হারিয় ২৯৩ রান।
এর আগে অ্যান্টিগার কুলিজ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রাকিবুল হাসান। দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজের প্রথম উইকেটে বাংলাদেশকে ৫৭ রান এনে দেন। মাহফিজুল ২৯ এবং নাবিল ৩৮ রান করে মাঠ ছাড়েন।
তবে যুব ব্যাটিংয়ের আশার আলো আইচ মোল্লা এদিনও হতাশ করে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে নামা আরিফুল এদিনও ছিলেন স্পটলাইটে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চলতি আসরে দলকে উপহার দেন দ্বিতীয় শতক। এরপর মোহাম্মদ ফাহিম ও মেহেরব সমান ৩৬ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন। আর তাতেই প্রোটিয়াদের বিপক্ষে জয়ের জন্য লড়াকু সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশের যুবারা।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবার যুবারা পা রেখেছিল টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দিয়ে। তানজিম সাকিব, রাকিবুল হাসানরা গত আসরে আফ্রিকা জয় করে দেশকে প্রথম শিরোপা এনে দিয়েছিল। এবার তারা আরও পরিণত, স্বপ্নটাও তাই বড়। কিন্তু ক্যারিবীয় দ্বীপে পা রাখার পর থেকে হতাশাই সঙ্গী হয়েছে যুবা টাইগারদের।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এবার রাকিবুলদের শুরুটাও হয়েছে লেজেগোবরে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে যুবাদের ব্যাটিংয়ের দৈন্যদশা ছিলো স্পষ্ট। মাত্র ৯৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ৭ উইকেটের হারে আসর শুরু লাল সবুজের প্রতিনিধিদের। পরের ম্যাচে কানাডার বিপক্ষে ৮ উইকেটের জয় পায় যুবারা। গ্রুপের তৃতীয় ম্যাচে দুর্বল আরব আমিরাত বধে নিশ্চিত হয়েছিলো কোয়ার্টার ফাইনাল।
কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ গত আসরের রানার্সআপ ভারত। যাদের হারিয়ে প্রথমবার আইসিসির বড় কোনো শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। বিশ্বকাপে জিতলেও গত বছরের ডিসেম্বরে যুব এশিয়া কাপে বাংলাদেশকে বিদায় করে প্রতিশোধ নিয়েছিলো ইয়াশ ধুলের দল। সে হারের প্রতিশোধ বাংলার যুবারা নিতে পারেনি বিশ্বকাপের মঞ্চেও। বাজে হারে শেষ হয় সেমিতে ওঠার স্বপ্ন।গত আসরের চ্যাম্পিয়নরা ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১১১ রানেই গুটিয়ে যায়।
এরপর অবশ্য ব্যাট হাতে স্বস্তি এনে দিয়েছিল আরিফুল। টুর্নামেন্টের ৫ম স্থান নির্ধারণী ম্যাচে তার দুর্দান্ত সেঞ্চুরি শত কষ্টের মধ্যেও আশার আলো দেখিয়েছে বাংলাদেশ দলকে। বাকিদের ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটি হারে ৬ উইকেটের ব্যবধানে।
- প্রকাশে এলো জুলাই ঘোষণাপত্রে যা যা আছে
- শুধুমাত্র প্রবাসীদের জন্য অনেক বড় সিদ্ধান্ত নিলো সৌদি
- নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সময়সূচি ঘোষণা করলো বিসিবি
- আবার রাজপথে বিএনপি! দেশজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা
- ব্যালট বাক্স এখন মুঠোফোনে: গণতন্ত্রের জন্য একটি ডিজিটাল শপথের সময় এসেছে
- ব্রাজিলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন নেইমার
- নামজারি পেন্ডিং নিয়ে বড় নির্দেশনা দিল ভূমি মন্ত্রণালয়
- এশিয়া কাপের আগে বাংলাদেশ দল নিয়ে বিসিবির নতুন ঘোষণা
- বেড়েছে সিঙ্গাপুর ডলারের রেট, আজ ৫/৮/২০২৫ তারিখ
- এসএসসি পাশ করেই ৬০ হাজার টাকা বৃত্তি! ৬ আগস্টের মধ্যে আবেদন করুন
- হঠাৎ ড: ইউনুসকে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি
- নিস্তব্ধ শাহবাগ যেভাবে দখলে নেয় ছাত্র-জনতা: ৫ আগস্টের বিস্ফোরক মুহূর্ত
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিত রেট: আজ ৫/৮/২০২৫ তারিখ
- তামিম হচ্ছেন নতুন সভাপতি, যা বলছে অন্য ক্রিকেটাররা