পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সেই বরিশাল ছিনিমিনি খেললো চট্টগ্রামের ভাঙা মন নিয়ে

চট্টগ্রামকে মাত্র ১৫০ রানের লক্ষ্য দিয়েও নিখুঁত বোলিংয়ে দলকে জেতালেন সাকিব-মুজিবরা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার উইল জ্যাকস প্রথম ওভারেই বিদায় নেন রানের খাতা খোলার আগে।
দ্বিতীয় উইকেট জুটিতে আফিফ হোসেন ও শামিম হাসান রান তোলেন দ্রুত গতিতে। দুজনের ৭০ (৬০) রানের জুটি ভাঙে ৩৯ (৩২) রানে আফিফের বিদায়ে। সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
এক ওভার পরে শামিম হাসানও বিদায় নেন ২৯ (৩১) রান করে মেহেদী হাসান রানার বলে ক্যাচ দিয়ে। দলনেতা নাইম ইসলামকে (০) এলবি’র ফাঁদে ফেলে বিদায় করেন সাকিব।
দলের অন্যতম ব্যাটার বেনি হাওয়েল এই ম্যাচেও ব্যর্থ। ১৩তম ওভারের চতুর্থ বলে মাত্র ১ রান করে বোল্ড হন মুজিব উর রহমানের বলে। পরের বলেই আকবর আলীকে (০) বোল্ড করে মোড় ঘুরিয়ে দেন ম্যাচের।
নেতৃত্বে হারানো মেহেদী মিরাজ এদিন আট নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে ব্রাভোর বলে বোল্ড হয়ে বিদায় নিলে বাকিরা ইনিংসও শেষ করতে পারেননি। ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে চ্যালেঞ্জার্সরা আটকে যায় ১৩৫ রানে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো বরিশাল।
দলের পক্ষে ৩টি করে উইকেট নেন মুজিব ও ব্রাভো। ২টি করে উইকেট নেন সাকিব ও মেহেদি।
এর আগে সন্ধ্যায় টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ভরাডুবি দেখতে হয় বরিশালকেও। আসরে প্রথম ম্যাচ খেলতে নামা ওপেনার মুনিম শাহারিয়ারকে (১) প্রথম ওভারেই ফেরান শরিফুল ইসলাম।
ক্রিস গেইল এদিন ১৯ বলে ২৫ রান করে ফেরেন বাউন্ডারি হাঁকাতে গিয়ে তালুবন্দি হয়ে। নাজমুল হোসেন শান্তকে ২৮ (২৯) রানে বিদায় করেন আফিফ হোসেন।
ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৩০ বলে পঞ্চাশ রানের ইনিংস খেলে সাকিব ফেরেন মৃত্যুঞ্জয়ের বলে ক্যাচ দিয়ে। ১৯তম ওভারে মৃত্যুঞ্জয় তুলে নেন ৩ উইকেট। নুরুল হাসানকে শূন্য, ইরফান শুক্কুরকে ৫ ও মুজিব উর রহমানকে ১ রানে ফেরান সাজঘরে। বরিশাল অলআউট হয় ১৯.১ ওভারে ১৪৯ রান তুলে।
চট্টগ্রামের পক্ষে ৪ উইকেট নেন মৃত্যুঞ্জয়, ২ উইকেট নেন শরিফুল ইসলাম। ১টি করে উইকেট নেন উইল জ্যাকস, আফিফ ও বেনি হাওয়েল।
- বাংলাদেশিদের জন্য চালু হলো নতুন ভিসা
- ক্লাব থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা, বাদ পড়লেন যারা
- জিম করতে গিয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু, শোকস্তব্ধ ক্রিকেট জগৎ
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- হার্টের রিংয়ে রেকর্ড দাম কমালো সরকার, সর্বোচ্চ কমেছে ৮৮ হাজার টাকা
- প্রকাশে এলো জুলাই ঘোষণাপত্রে যা যা আছে
- এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়কের নাম ঘোষণা, দলে রয়েছে বড় চমক
- আগামী ১০ তারিখ থেকে ভারতীয় ভিসা ইস্যুতে আসছে বড় পরিবর্তন
- বেড়েছে আজকের সৌদি রিয়ালের রেট, জেনেনিন আজকের রেট
- আবার রাজপথে বিএনপি! দেশজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা
- ব্রাজিলে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন নেইমার
- নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সময়সূচি ঘোষণা করলো বিসিবি
- ছক্কার রেকর্ড গড়লেন সাব্বির রহমান
- শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন নিয়ে বিশাল সুখবর