বিপিএলে চমক দেখাতে পারেন ১১ ক্রিকেটার

পারভেজ হোসেন ইমন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) : বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতক হাঁকানোর রেকর্ডটি এখন পারভেজ হোসেন ইমনের দখলে। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাত্র ৪২ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। এই শতকের পথে ইমন ভেঙেছিলেন তামিম ইকবালের ৫০ বলে শতক হাঁকানোর রেকর্ড। ফলে স্বাভাবিকভাবেই এবার বিপিএলে ইমনের ওপর থাকবে বিশেষ নজর।
এবারই প্রথম বিপিএলে খেলবেন ১৯ বছর বয়সী ইমন। এর আগে বিপিএল খেলা না হলেও স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৪টি ম্যাচ খেলেছেন তিনি। একটি শতক ও দুইটি অর্ধশতকে ইমনের মোট সংগ্রহ ৫৬৩ রান। ছক্কা হাঁকিয়েছেন ৩৬টি। স্ট্রাইকরেট ১২৩.৭৩।
রিশাদ হোসেন (মিনিস্টার ঢাকা) : এবার বিপিএল প্লেয়ার ড্রাফটে কোনো দলই রিশাদের প্রতি দেখায়নি। তবে সেই ড্রাফটের দিনেই বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দক্ষিণাঞ্চলের পক্ষে পাঁচটি উইকেট শিকার করেন ১৯ বছর বয়সী রিশাদ। ড্রাফট শেষের কয়েক ঘণ্টা পরই তাই রিশাদকে দলে ভেড়ায় মিনিস্টার ঢাকা। বিপিএলে আগেও রংপুর রাইডার্সের দলে ছিলেন রিশাদ। ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি শিকার করেছেন ছয়টি উইকেট।
তানভীর ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) : ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ স্পিনার তানভীর ইসলাম। বিসিবি একাদশ ও ‘এ’ দলের পক্ষেও বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে তানভীর ২০টি উইকেট শিকার করেছিলেন। ২১টি টি-টোয়েন্টি ইনিংসে মাত্র ৫.৯১ ইকোনমিট রেটে তানভীরের শিকার ২৬টি উইকেট।
মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে) : অনেক সম্ভাবনাময় একজন অলরাউন্ডার মৃত্যুঞ্জয়। ক্যারিয়ার শুরু থেকেই চোটের সাথে সখ্যতা তার। ছিলেন যুব বিশ্বকাপজয়ী স্কোয়াডেও। তবে চোটের কারণে বিশ্বকাপ শুরুর আগেই ফিরতে হয়েছিল দেশে। বাঁহাতি এই পেস অলরাউন্ডার টি-টোয়েন্টি খেলেছেন কেবল ৬টি। সম্প্রতি এনসিএল, বিসিএল ও ইন্ডিপেনডেন্স কাপে দারুণ বোলিং করে আবার আলোচনায় এসেছেন মৃত্যুঞ্জয়।
তৌহিদ হৃদয় (ফরচুন বরিশাল) : ইতোমধ্যে হৃদয়ের বিপিএল অভিষেক হয়েছে। ২৫ টি-টোয়েন্টি ম্যাচে ১১৬ স্ট্রাইকরেটে তার সংগ্রহ ৫৮৭ রান। সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও ইন্ডিপেনডেন্স কাপে রানের বন্যা বইয়ে নজর কেড়েছেন হৃদয়। সেই ফর্ম বিপিএলে ধরে রাখতে পারেন কিনা তা দেখার সময় এখন।
আকবর আলি (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) : ২০ বছর বয়সী আকবর আলি ছিলেন বিশ্বকাপজয়ী দলটির অধিনায়ক। তিনিও এবারই প্রথম বিপিএলে খেলবেন। ইতোমধ্যে ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আকরব। তার ব্যাট থেকে এসেছে ৩৩৭ রান। নেই কোনো অর্ধশতক। স্ট্রাইকরেট ১২৬.৬৯। উইকেটরক্ষক হিসেবে ১৪টি ক্যাচের পাশাপাশি স্ট্যাম্পিং করেছেন ছয়টি।
মাহমুদুল হাসান জয় (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) : যুব বিশ্বকাপজয়ী ব্যাটার জয় ইতোমধ্যে জাতীয় দলেও খেলেছেন। টেস্টে ধৈর্যশীল ব্যাটিং করে কুড়িয়েছেন প্রশংসা। ধৈর্যশীল ব্যাটিংয়ের পাশাপাশি মারকুটে ব্যাটিংও করতে পারেন ২১ বছর বয়সী ব্যাটার। ১৭ টি-টোয়েন্টি ইনিংসে জয়ের সংগ্রহ ৫১২ রান। স্ট্রাইকরেট ১২০.৪৭। সেরা ইনিংস অপরাজিত ৮৫ রান।
শামীম হোসেন পাটোয়ারি (চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে) : বিশ্বকাপজয়ী আরেক ক্রিকেটার শামীমও ইতোমধ্যে জাতীয় দলে খেলেছেন। অভিষেক সিরিজেই জিম্বাবুয়ের বিপক্ষে টর্নেডো ইনিংস খেলে নজর কেড়েছিলেন। যদিও তারপর আর তেমন চমক দেখাতে পারেননি। তাই শামীমের নিজেকে প্রমাণ দেওয়ার কঠিন চ্যালেঞ্জ এবারের বিপিএল। ইতোমধ্যে ৩৫টি টি-টোয়েন্টি ইনিংসে শামীমের সংগ্রহ ৫৬০ রান। সেরা ইনিংস অপরাজিত ৫২। স্ট্রাইকরেট ১৩৬.৯১।
মুকিদুল ইসলাম মুগ্ধ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) : পেসার মুগ্ধ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীতে খেলেছিলেন। আসর জুড়ে ভালো বোলিং করে নজর কেড়েছিলেন তিনি। প্রথম শ্রেণির ম্যাচেও ভালো বোলিং করেছেন এই পেসার। জাতীয় দলের সাথে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন তিনি। ৩১ টি-টোয়েন্টি ম্যাচে ৩১টি উইকেট আছে তার।
মুনিম শাহরিয়ার (ফরচুন বরিশাল) : ২০২১ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে আবাহনী লিমিটেডের পক্ষে ইনিংস উদ্বোধনে নেমে দুইটি অর্ধশতক হাঁকিয়ে পাদপ্রদীপের আলোয় আসেন। এ পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে মুনিমের সংগ্রহ ৩৫৮ রান। স্ট্রাইকরেটও আকর্ষণীয়, ১৪০.৩৯। বিপিএলের ড্রাফটে দল না পেলেও পরবর্তীতে তাকে দলে ভেড়ায় ফরচুন বরিশাল।
রেজাউর রহমান রাজা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) : নেট বোলার থেকে উঠে আসা রেজা হঠাৎ করেই গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছিলেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীতে খেলেছিলেন রাজা। হঠাৎ জাতীয় দলে ডাক পাওয়া ও ম্যাচ না খেলেই আবার বাদ পড়া ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসারের ওপরেই তাই এবার থাকবে বাড়তি নজর। তিনি ১৬ ম্যাচে শিকার করেছেন ১৫টি উইকেট।
- শোক সংবাদ : সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী
- বেতন বাড়লো সর্বোচ্চ : জেনেনিন কত টাকা বাড়লো বেতন
- ঢাকা দখলের চেষ্টাই আ.লীগ
- তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস
- মেসির জাদুতে শেষ হলো ইন্টার মায়ামির নাটকীয় ম্যাচ
- ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনকারী দেশের নাম ঘোষণা
- আজ ৩১ জুলাই ২০২৫ তারিখ,টিভিতে আজকের সকল খেলার সময় সূচি
- চরম দু:সংবাদ : হঠাৎ বন্ধ হলো ভিসা
- চরম দু:সংবাদ : বাংলাদেশিদের জন্য ভিসা ফি দ্বিগুণ ঘোষণা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা পতন, দেশে কমেছে দাম
- বয়কট করলো ভারত, ফাইনালে পাকিস্তান, বিশ্ব ক্রিকেটে সমালোচনার ঝড়
- জ্বালানি তেলের দাম নিয়ে স্বস্তির খবর দিল সরকার
- দেশে স্বর্ণের দাম কমল, রুপা অপরিবর্তিত , জেনে নিন ৩১ জুলাইয়ের সর্বশেষ বাজারদর
- ইংল্যান্ড বনাম ভারত ৫ম টেস্ট : ভারতের স্কোর আপডেট
- মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ রেট আজ ৩১ জুলাই ২০২৫