মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
ডর্টমুন্ডের একাদশ দেখে ক্ষুব্ধ সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক : ওল্ডার ক্লাব স্পোর্টফ্রয়েন্ডে জিগেনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে জার্মান জায়ান্ট বুরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু ম্যাচের পারফরম্যান্স নয়, ম্যাচ শুরুর আগেই দলটির একাদশ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। বিশেষ করে জুলিয়ান ব্র্যান্ডটকে অধিনায়ক হিসেবে দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। কেউ কেউ বলছেন, "ব্র্যান্ডটকে ব্যান্ডেজ সহকারে দেখেই নতুন মৌসুমে আগ্রহ হারিয়ে ফেলেছি।"
মিডফিল্ড ঘিরেই যত বিতর্কডর্টমুন্ডের ঘোষিত শুরুর একাদশে ছিলেন—জুলিয়ান ব্র্যান্ডট, পাস্কাল গ্রস ও মার্সেল সাবিৎসার। এই তিনজন দীর্ঘদিন ধরেই পারফরম্যান্স ঘিরে সমালোচনার শিকার। ভক্তদের মতে, এই তিনজন একসঙ্গে মাঠে নামলে ডর্টমুন্ডের মাঝমাঠ হয় "বারমুডা ট্রায়াঙ্গেল", যেখানে বল গেলে আর ফিরে আসে না!
একজন রসিকতা করে লিখেছেন—"এমনকি প্রস্তুতি ম্যাচেও বারমুডা ট্রায়াঙ্গেল দেখতে হচ্ছে "
আরেকজন তাচ্ছিল্য করে বলেন—"ব্র্যান্ডট, গ্রস, সাবিৎসার—এই তিনজন থাকলে ম্যাচ দেখারই দরকার নেই।"
'কনফারেন্স লিগ স্কোয়াড'—ব্যঙ্গ বিদ্রুপে ভরপুর ফ্যান কমিউনিটিসমর্থকরা শুধু খেলোয়াড় নির্বাচনেই ক্ষুব্ধ নন, বরং পুরো স্কোয়াড নিয়ে ক্ষোভ ঝাড়েন অনেকে। কেউ বলেন—"এই দলটা দেখে মনে হচ্ছে কনফারেন্স লিগ খেলার প্রস্তুতি নিচ্ছে ডর্টমুন্ড!"
অন্যজন লিখেছেন—"নতুন মৌসুম শুরু হতে না হতেই হতাশার ঘ্রাণ পাচ্ছি। যদি এমন দল নামানো হয়, তাহলে আসলে কারও কিছু বলার থাকে না।"
অধিনায়ক ব্র্যান্ডট নিয়ে প্রশ্নজুলিয়ান ব্র্যান্ডটের প্রতি ভক্তদের অনাস্থা নতুন নয়। অনেকেই মনে করেন, তার মাঝে নেতৃত্বগুণের অভাব রয়েছে। ফলে তাকে অধিনায়ক বানানো নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক।
"ব্র্যান্ডট যখনই ব্যান্ডেজ পড়ে অধিনায়ক হিসেবে নামেন, মনে হয় নতুন মৌসুমে না খেলাই ভালো,"—এমন মন্তব্য করেছেন একজন ভক্ত।
কিছু ভক্তের আশা এখনো টিকে আছেতবে সব সমর্থকই হতাশ নন। কিছু অনুরাগী মনে করছেন, এটি তো কেবল প্রস্তুতি ম্যাচ। এখনই চূড়ান্ত মূল্যায়ন করা উচিত নয়। ক্লাবের নতুন কোচ নিকো কোভাচ সময় নিয়ে হয়তো উপযুক্ত স্কোয়াড গড়ে তুলবেন।
উপসংহারডর্টমুন্ডের সামনে নতুন মৌসুম শুরু হতে এখনো বেশ কিছুদিন বাকি। তবে ভক্তদের মনস্তত্ত্ব বলছে, সময় খুব একটা বেশি নেই। প্রাক-মৌসুম থেকেই যদি সমালোচনার মুখে পড়তে হয়, তবে মাঠের লড়াইয়ে নামার আগে দলের আত্মবিশ্বাসেই চিড় ধরতে পারে।
ডর্টমুন্ডের কর্তৃপক্ষ এবং কোচিং স্টাফদের জন্য এটি একটি স্পষ্ট সতর্কবার্তা—ভক্তরা আর ভুলের পুনরাবৃত্তি দেখতে চায় না। তারা চায় শক্তিশালী, ভারসাম্যপূর্ণ ও নেতৃত্বগুণে ভরপুর একাদশ। তা না হলে হয়তো কনফারেন্স লিগ-ই তাদের ভবিতব্য হয়ে উঠবে!
- ডাকসু ভোটে লড়াই জমে উঠেছে: জমজমাট প্রার্থী তালিকা
- ‘এত দিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন’ নীলা ইস্রাফিলের
- যে ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন হচ্ছে,দেখেনিন তালিকা
- সেনানিবাসে সাবেক আইজিপির পালানোর চমকপ্রদ কৌশল ফাঁস
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল ও উরুগুয়ের সেমি-ফাইনাল ম্যাচ
- ছুটি কমছে প্রাথমিক ও মাধ্যমিকের
- হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও কলম্বিয়া,জেনেনিন সময়
- বেতন নিয়ে পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর
- ৩৯টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন: নির্বাচন কমিশনের খসড়া চূড়ান্ত
- আজকের সিঙ্গাপুর ডলারের রেট কত, কোথায় মিলছে সর্বোচ্চ দাম
- প্রবাসীদের জন্য দারুন সুখবর : নতুন ভিসা চালু করলো সৌদি আরব
- কোপা আমেরিকা ২০২৫: ফাইনালে যে দলের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
- ক্রিকেটবিশ্বে নতুন ইতিহাস : অধিনায়ক ছাড়াই খেলবে ইংল্যান্ড
- খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহন নিয়ে পাওয়া গেলো নতুন খবর
- বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হ‘ত্যা, অভিযুক্ত নেতাকর্মীরা