অবশেষে বিপিএল নিয়ে পূরণ হলো মাহমুদউল্লাহর ইচ্ছে

যদিও সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মিনিস্টার ঢাকা তাদের অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহকেই বেছে নিয়েছে। ফলে বিপিএলের ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়কের নেতৃত্বেই খেলবে তামিম-মাশরাফিরা। দলটিতে তারা ছাড়াও আছেন রুবেল হোসেন, শফিউল ইসলাম ও শুভাগত হোমের মতো জাতীয় দলে খেলা তারকারা।
দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাহমুদউল্লাহকে প্রশ্ন করা হয়েছিল এই তারকা সমৃদ্ধ দলকে নেতৃত্ব দেয়া চাপের কিনা। মাহমুদউল্লাহ উত্তরে বলেছেন, 'না না, কোনো চাপ নেই। আমার কোনো চাপ নেই। আমি খুবই খুশি, এরকম দল পেয়েছি। আমাদের দলের সবচেয়ে ইতিবাচক দিক হলো যে, অভিজ্ঞ ক্রিকেটার অনেক। পাশাপাশি, ম্যাচ উইনারও অনেক আছে। এটা গুরুত্বপূর্ণ। তবে দিনশেষে, দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। দল হিসেবে ভালো খেলতে পারলে আমরা ভালো কিছু করতে পারব।'
বিপিএলের সাত আসরের প্রত্যেকটিতে খেলেছেন মাহমুদউল্লাহ। যদিও ঢাকার হয়ে খেলার সুযোগ হয়নি তার। বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক জানিয়েছেন তার সুপ্ত বাসনা ছিল ঢাকার হয়ে খেলার। এবার সেই ইচ্ছে পূরণ হয়েছে তাতেই খুশি তিনি।
মাহমুদউল্লাহ বলেন, 'এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। সবচেয়ে বড় কথা হলো, বিপিএলে আমি সবসময়ই ঢাকায় খেলতে চেয়েছি। সেই সুযোগ পেয়েছি এবার। আরও বড় ব্যাপার হলো, তামিম, আমি, রুবেল, মাশরাফি ভাই, আমরা একসঙ্গে খেলছি। এই চারজন সম্ভবত প্রথমবার একসঙ্গে খেলছি। মাঠের বাইরে আমাদের ভালো সময় কাটবে। মাঠেও আশা করি ভালো কিছু করব।'
বিপিএলের এবারের আসরে ঢাকা দল নিয়ে বেশ আশাবাদী মাহমুদউল্লাহ। এই তারকা সমৃদ্ধ দলের কাছ থেকে ভক্ত অনুরাগীদের প্রত্যাশা থাকবে আকাশচুম্বী, সেই কথা মাহমুদউল্লাহ নিজেও জানেন। তিনি মনে করেন তার সতীর্থরা এই চ্যালেঞ্জটি লুফে নেবেন।
তিনি বলেন, 'একটা ব্যাপার শুধু বলতে চাই, এই টুর্নামেন্টে অনেক কিছুই দেখানোর ব্যাপার আছে। আশা করি, আমার সতীর্থরাও ওই চ্যালেঞ্জটা নেবে এবং ভালো করবে। ফলাফল আল্লাহর হাতে, প্রক্রিয়া আমাদের হাতে। প্রক্রিয়া মেনে চললে আশা করি ফলও পক্ষে আসবে।'
- ডাকসু ভোটে লড়াই জমে উঠেছে: জমজমাট প্রার্থী তালিকা
- যে ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন হচ্ছে,দেখেনিন তালিকা
- সেনানিবাসে সাবেক আইজিপির পালানোর চমকপ্রদ কৌশল ফাঁস
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল ও উরুগুয়ের সেমি-ফাইনাল ম্যাচ
- বেতন নিয়ে পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর
- হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও কলম্বিয়া,জেনেনিন সময়
- ৩৯টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন: নির্বাচন কমিশনের খসড়া চূড়ান্ত
- আজকের সিঙ্গাপুর ডলারের রেট কত, কোথায় মিলছে সর্বোচ্চ দাম
- মেসির জাদুতে শেষ হলো ইন্টার মায়ামির নাটকীয় ম্যাচ
- প্রবাসীদের জন্য দারুন সুখবর : নতুন ভিসা চালু করলো সৌদি আরব
- কোপা আমেরিকা ২০২৫: ফাইনালে যে দলের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল
- ক্রিকেটবিশ্বে নতুন ইতিহাস : অধিনায়ক ছাড়াই খেলবে ইংল্যান্ড
- দারুন সুখবর : দেড় বছর পর ফিরলেন সাবেক অধিনায়ক
- বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হ‘ত্যা, অভিযুক্ত নেতাকর্মীরা
- খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহন নিয়ে পাওয়া গেলো নতুন খবর