| ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বিপিএলের ‘৭’ আসরের ফাইনাল ও টুর্নামেন্ট ‘সেরা’ যারা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ জানুয়ারি ১৭ ১৯:১৫:৪২
বিপিএলের ‘৭’ আসরের ফাইনাল ও টুর্নামেন্ট ‘সেরা’ যারা

সাকিব আল হাসান : বিপিএলের প্রথম আসরে ১১ ইনিংসে বল হাতে ১৫ উইকেট ও ব্যাট হাতে ২৮০ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন সাকিব। সেবার তিনি খেলেছিলেন খুলনা রয়্যাল বেঙ্গলের পক্ষে। আসরটিতে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

দ্বিতীয় আসরেও টুর্নামেন্ট সেরার পুরস্কার ওঠে সাকিবের হাতে। এবার তিনি ছিলেন চ্যাম্পিয়ন দল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের স্কোয়াডে। ঢাকার জার্সিতে সাকিব ১২ ম্যাচে করেন ৩২৯ রান ও শিকার করেন ১৫টি উইকেট। ২০১৮-১৯ আসরে আবারও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত এই বাঁহাতি অলরাউন্ডার। রানার্সআপ ঢাকার সাকিব ব্যাট হাতে ৩০১ রান ও বল হাতে নেন ২৩ উইকেট। আসরটিতে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আসার জাইদি : প্রথম দুই আসরের টুর্নামেন্ট সেরার পুরস্কারই সাকিবের হাতে ওঠার পর ২০১৫ আসরে নতুন টুর্নামেন্ট সেরার মুখ দেখে বিপিএল। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশি ক্রিকেটার আসার জাইদি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পাকিস্তানের এই অলরাউন্ডার ১১ ম্যাচে করেন ২১৫ রান ও বল হাতে নেন ১৭ উইকেট। তার কাছে বেশ কিছু ম্যাচজয়ী ইনিংস ও বোলিং স্পেল পেয়েছিল কুমিল্লা।

মাহমুদউল্লাহ রিয়াদ : সাকিব ব্যতীত একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে রিয়াদের হাতে উঠেছে টুর্নামেন্ট সেরার পুরস্কার। বিপিএলে বরাবরই অধিনায়কের ভূমিকায় দেখা গেছে রিয়াদকে। খুলনা টাইটান্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতাতে না পারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই অলরাউন্ডার।

২০১৬ আসরে ১০ ম্যাচে ৩৯৬ রান করেন ও বল হাতে ১০টি উইকেট শিকার করেন রিয়াদ। এই পারফরম্যান্সে তিনিই হন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। আসরটিতে চ্যাম্পিয়ন হয়েছিল সাকিবের দল ঢাকা ডায়নামাইটস।

ক্রিস গেইল : ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল বিপিএলের নিয়মিত মুখ। বরাবরই ব্যাটিং ঝড়ে বিপিএলের দর্শকদের মন মাতান তিনি। ২০১৭ সালের বিপিএলে রংপুর রাইডার্সের পক্ষে খেলেন গেইল। আরও একবার তার ব্যাটিং তাণ্ডব দেখে বিপিএল।

ফাইনাল ম্যাচে শতক হাঁকিয়ে রংপুরকে চ্যাম্পিয়ন করেন গেইল। সেই আসরে গেইলের ব্যাট থেকে আসে ৪৮৫ রান। ফলে গেইল ছাড়া আর কাউকে টুর্নামেন্ট সেরার পুরস্কার দেওয়ার কথা ভাবেইনি কর্তৃপক্ষ।

আন্দ্রে রাসেল : সর্বশেষ আসরের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন আন্দ্রে রাসেল। তার দল রাজশাহী রয়্যালসও ২০২০ আসরেই প্রথমবারের মতো শিরোপা জয় করে। অলরাউন্ডার রাসেলের ব্যাট থেকে আসে ২২৫ রান এবং বল হাতে তিনি শিকার করেছিলেন ২০টি উইকেট।

ক্রিকেট

মহারাজ ও ম্লাবার বড় জয়, সিএসএ বর্ষসেরা পুরস্কার পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ

মহারাজ ও ম্লাবার বড় জয়, সিএসএ বর্ষসেরা পুরস্কার পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (CSA) ২০২৪-২৫ মৌসুমের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলো ছড়ালেন দুই ...

ইংল্যান্ড বনাম ভারত ৫ম টেস্ট : ভারতের স্কোর আপডেট

ইংল্যান্ড বনাম ভারত ৫ম টেস্ট : ভারতের স্কোর আপডেট

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার ৫ম ও শেষ ...

ফুটবল

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক : এক সময় ব্যর্থতার প্রতীক ছিলেন। ক্লাব বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে নিজ দলের ...

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরের দ্বিতীয় ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে দলে নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেওস কুনহা। ওয়েস্ট ...

Scroll to top

রে
Close button