| ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

লিজেন্ডস লিগে আফ্রিদি শোয়েবদের সাথে একই দলে মাঠ মাতাবেন বাসার

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ জানুয়ারি ১৭ ১১:২০:৪৯
লিজেন্ডস লিগে আফ্রিদি শোয়েবদের সাথে একই দলে মাঠ মাতাবেন  বাসার

পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটারদের নিয়ে এশিয়া লায়ন্স দল গঠন করা হয়েছে। প্রথমে এই দলে বাংলাদেশের কেউ না থাকলেও শেষমুহুর্তে দলে নেওয়া হয়েছে বাশারকে।

বাশার ছাড়াও এশিয়া লায়ন্সে আছেন শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরনের মত কিংবদন্তিরা। ওয়ার্ল্ড জায়ান্টসে দেখা যাবে কেভিন পিটারসেন, জন্টি রোডস, ব্রেট লি, ড্যানিয়েল ভেট্টোরির মত কিংবদন্তিদের। এছাড়া ভারত মহারাজাস দলে বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, হরভজন সিংয়ের মত মাঠ কাঁপানো প্রাক্তন ক্রিকেটারদের দেখা যাবে।

২০ জানুয়ারি শুরু হয়ে লিজেন্ডস লিগের পর্দা নামবে ২৯ জানুয়ারি, ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে।একনজরে টুর্নামেন্টের সূচি ২০ জানুয়ারি – ভারত মহারাজাস বনাম এশিয়া লায়ন্স২১ জানুয়ারি – ওয়ার্ল্ড জায়ান্টস বনাম এশিয়া লায়ন্স২২ জানুয়ারি – ওয়ার্ল্ড জায়ান্টস বনাম ভারত মহারাজাস২৪ জানুয়ারি – এশিয়া লায়ন্স বনাম ভারত মহারাজাস২৬ জানুয়ারি – ভারত মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস২৭ জানুয়ারি – এশিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস২৯ জানুয়ারি – ফাইনাল

একনজরে তিন দলের স্কোয়াডভারত মহারাজাসবীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, সঞ্জয় বাঙ্গার, আরপি সিং, প্রজ্ঞান ওঝা, সুব্রামানিয়াম বদ্রিনাথ, নোমান ওঝা, মুনাফ প্যাটেল, মনপ্রীত গনি, নয়ন মঙ্গিয়া, হেমাঙ্গ বাদানি, ভেনুগোপাল রাও, মোহাম্মদ কাইফ, স্টুয়ার্ট বিনি।

এশিয়া লায়ন্সশোয়েব আখতার, শহীদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাস, রমেশ কালুভিথারানা, তিলাকারত্নে দিলশান, হাবিবুল বাশার, অজন্তা মেন্ডিস, আজহার মাহমুদ, উপুল থারাঙ্গা, মিসবাহ-উল-হক, মোহম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ ইউসুফ, উমর গুল, ইউনিস খান, দিলহারা ফার্নান্দো ও আসগর আফগান।

ওয়ার্ল্ড জায়ান্টস কেভিন পিটারসেন, জন্টি রোডস, ব্রেট লি, ড্যারেন স্যামি, হার্শেল গিবস, ইমরান তাহির, ড্যানিয়েল ভেট্টোরি, কোরি অ্যান্ডারসন, মরনে মরকেল, ব্র্যাড হাডিন, কেভিন ও’ব্রায়েন, ব্রেন্ডন টেলর, মন্টি পানেসার, অ্যালবি মরকেল ও ওয়াইজ শাহ।

লিজেন্ডস লিগে আফ্রিদি শোয়েবদের সাথে খেলবেন বাসার অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে চলতি সপ্তাহে শুরু হবে লিজেন্ডস লিগ। এতে অংশ নেবেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।লেজেন্ডস ক্রিকেট লিগ বা এলসিএলে মোট তিনটি দল অংশ নেবে। একটি দলে ভারতীয় ক্রিকেটার থাকবেন, একটি দলে ভারত ছাড়া অন্য দলের ক্রিকেটার থাকবেন এবং অন্যটিতে অন্যান্য দেশের ক্রিকেটার থাকবেন।

পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটারদের নিয়ে এশিয়া লায়ন্স দল গঠন করা হয়েছে। প্রথমে এই দলে বাংলাদেশের কেউ না থাকলেও শেষমুহুর্তে দলে নেওয়া হয়েছে বাশারকে।

বাশার ছাড়াও এশিয়া লায়ন্সে আছেন শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরনের মত কিংবদন্তিরা। ওয়ার্ল্ড জায়ান্টসে দেখা যাবে কেভিন পিটারসেন, জন্টি রোডস, ব্রেট লি, ড্যানিয়েল ভেট্টোরির মত কিংবদন্তিদের। এছাড়া ভারত মহারাজাস দলে বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, হরভজন সিংয়ের মত মাঠ কাঁপানো প্রাক্তন ক্রিকেটারদের দেখা যাবে।

২০ জানুয়ারি শুরু হয়ে লিজেন্ডস লিগের পর্দা নামবে ২৯ জানুয়ারি, ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে।একনজরে টুর্নামেন্টের সূচি ২০ জানুয়ারি – ভারত মহারাজাস বনাম এশিয়া লায়ন্স২১ জানুয়ারি – ওয়ার্ল্ড জায়ান্টস বনাম এশিয়া লায়ন্স২২ জানুয়ারি – ওয়ার্ল্ড জায়ান্টস বনাম ভারত মহারাজাস২৪ জানুয়ারি – এশিয়া লায়ন্স বনাম ভারত মহারাজাস২৬ জানুয়ারি – ভারত মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস২৭ জানুয়ারি – এশিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস২৯ জানুয়ারি – ফাইনাল

একনজরে তিন দলের স্কোয়াডভারত মহারাজাসবীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, সঞ্জয় বাঙ্গার, আরপি সিং, প্রজ্ঞান ওঝা, সুব্রামানিয়াম বদ্রিনাথ, নোমান ওঝা, মুনাফ প্যাটেল, মনপ্রীত গনি, নয়ন মঙ্গিয়া, হেমাঙ্গ বাদানি, ভেনুগোপাল রাও, মোহাম্মদ কাইফ, স্টুয়ার্ট বিনি।

এশিয়া লায়ন্সশোয়েব আখতার, শহীদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাস, রমেশ কালুভিথারানা, তিলাকারত্নে দিলশান, হাবিবুল বাশার, অজন্তা মেন্ডিস, আজহার মাহমুদ, উপুল থারাঙ্গা, মিসবাহ-উল-হক, মোহম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ ইউসুফ, উমর গুল, ইউনিস খান, দিলহারা ফার্নান্দো ও আসগর আফগান।

ওয়ার্ল্ড জায়ান্টস কেভিন পিটারসেন, জন্টি রোডস, ব্রেট লি, ড্যারেন স্যামি, হার্শেল গিবস, ইমরান তাহির, ড্যানিয়েল ভেট্টোরি, কোরি অ্যান্ডারসন, মরনে মরকেল, ব্র্যাড হাডিন, কেভিন ও’ব্রায়েন, ব্রেন্ডন টেলর, মন্টি পানেসার, অ্যালবি মরকেল ও ওয়াইজ শাহ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ, এবার যে সিদ্ধান্ত নিলেন সৌরভ

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ, এবার যে সিদ্ধান্ত নিলেন সৌরভ

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ অবশেষে প্রত্যাহার করে নিয়েছেন তার ...

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সফরে আসার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ গ্রহণ করেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সব কিছু ...

ফুটবল

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক : এক সময় ব্যর্থতার প্রতীক ছিলেন। ক্লাব বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে নিজ দলের ...

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরের দ্বিতীয় ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে দলে নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেওস কুনহা। ওয়েস্ট ...

Scroll to top

রে
Close button