| ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

রিপণের ব্যাটিংয়ে বড় লজ্জা থেকে বাঁচলো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২২ জানুয়ারি ১৬ ২১:৫৫:২৬
রিপণের ব্যাটিংয়ে বড় লজ্জা থেকে বাঁচলো বাংলাদেশ

ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন ডান হাতি মিডিয়াম ফাস্ট। স্পিনার নাইমুর রহমানকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে অসাধারণ এক জুটি গড়লেন তিনি।

জুটিটা ৪৬ রানের। তবুও, কিছুটা হলেও লজ্জা তো বাঁচলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের! শেষ পর্যন্ত যদিও দলীয় স্কোরকে তিন অংকের ঘরে নিতে পারেননি। তবুও তো, ৯৭ রান পর্যন্ত টেনে নিতে পেরেছেন রিপণ। ৪১ বল খেলে তিনি অপরাজিত ছিলেন ৩৩ রান করে। নাইমুর ১১ রান করে আউট হয়ে গেলেই শেষ হয়ে যায় বাংলাদেশের দৌড়।

৩৫.২ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে ৯৭ রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ২৪.২ ওভারে পড়েছিল ৯ম উইকেট। এরপর শেষ দুই ব্যাটার মিলে খেলেছেন ১১ ওভার। ধ্বংসযজ্ঞের মুখে চাট্টিখানি কথা নয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এমনিতেই সবার সমীহ অর্জন করছিলো বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এ কেমন শুরু করলো বাংলাদেশের?

ইংলিশ বোলারদের তোপের মুখে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েবাংলাদেশের যুবারা। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে শুরু থেকেই দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতেই পারছে না বাংলাদেশের কোনো ব্যাটার।

মাহফুজুল ইসলাম এবং আরিফুল ইসলাম ইনিংস ওপেন করতে নামেন। কিন্তু ৬ রানের জুটি গড়েই বিচ্ছিন্ন হন দু’জন। ১৭ বলে ৩ রান করে বিদায় নেন মাহফুজুল। এরপর ১৬ বলে ৪ রান করা আরিফুলও আউট হয়ে যান। প্রান্তিক নওরোজ নাবিল মাঠে নেমে ১২ বল খেলে কোনো রানই করতে পারেননি।

আইচ মোল্লাহ’ই কেবল দুই অংকের ঘর স্পর্শ করেন। তিনি আউট হন ১৩ রান করে। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ ফাহিম ১ রান করে রানআউট হয়ে যান। আশিকুর জামান আউট হন ৯ রান করে এবং ৫০ রানের মাথায় ৭ম ব্যাটার হিসেবে আউট হন আবদুল্লাহ আল মামুন।

৮ম ব্যাটার হিসেবে ব্যাট করতে নেমে অধিনায়ক রাকিবুল হাসান আউট হন শূন্য রানে। তার আগে ব্যাট করতে নামা এসএম মেহেরব করেন ১৪ রান। শেষ উইকেট জুটিতে ৪৬ রান যোগ করে নাইমুর আর রিপণ মন্ডল বাংলাদেশকে পৌঁছে দেন ৯৭ রানে। ইংল্যান্ডের হয়ে জসুয়া বয়ডেন নেন ৪ উইকেট। ২ উইকেট নেন থমাস অসপিনওয়াল। ১টি করে উইকেট নেন জেমস সেলস, ফতেহ সিং এবং টম প্রেস্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ, এবার যে সিদ্ধান্ত নিলেন সৌরভ

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ, এবার যে সিদ্ধান্ত নিলেন সৌরভ

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ অবশেষে প্রত্যাহার করে নিয়েছেন তার ...

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সফরে আসার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ গ্রহণ করেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সব কিছু ...

ফুটবল

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

‘বিদ্রুপ থেকে নায়ক’: এভারালদোর জোড়া গোলে ইন্টারকে দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক : এক সময় ব্যর্থতার প্রতীক ছিলেন। ক্লাব বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে নিজ দলের ...

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন চমক, আসল কারণ জানালেন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরের দ্বিতীয় ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে দলে নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেওস কুনহা। ওয়েস্ট ...

Scroll to top

রে
Close button