| ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

২০২১ সালে বাংলাদেশ ক্রিকেটে যত অর্জন-ব্যর্থতা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ ডিসেম্বর ৩১ ০৯:১৯:২৯
২০২১ সালে বাংলাদেশ ক্রিকেটে যত অর্জন-ব্যর্থতা

জয়ের স্মৃতি নিয়ে বছর শুরু: ২০২১ সালের শুরুটা ছিল দারুণ। বছরের প্রথম মাসেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। যদিও আনকোরা দল নিয়ে বাংলাদেশ সফরে আসা ক্যারিবীয়দের বিপক্ষে জয়টা প্রত্যাশিত ছিল। তবুও বড় জয়ে বছর শুরুর করার সুখকর স্মৃতি পেয়েছিল তামিম ইকবালের দল।

সাকিবের বাইশ গজে ফেরা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ সিরিজটি দিয়েই আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে বাইশ গজে ফেরেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজ নিজের মতো করেই রাঙান বিশ্বসেরা অলরাউন্ডার। দলের জয়ে ভূমিকা রেখে সিরিজটিতে ‘ম্যান অব দ্য সিরিজ’ হন সাকিব।

সাদা পোশাকে দুর্দশা: সাদা বলে ভালো শুরুর রেশ বেশিক্ষণ স্থায়ী হলো না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাল বলের ক্রিকেটেই দেখতে হলো বছরের প্রথম হারের মুখ। টেস্ট সিরিজে এই দুর্বল ওয়েস্ট ইন্ডিজের কাছেই হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। বছরের শুরুতে সাদা পোশাকে হওয়া দুর্দশা লেগে থাকে পুরো বছর পর্যন্ত। বছরের শেষটাও হয়েছে পাকিস্তানের কাছে বাজেভাবে হার দিয়ে।

সবমিলিয়ে ২০২১ সালে সাত টেস্টের পাঁচটিতে হারে বাংলাদেশ। স্রেফ একটিতে জয় পায়, আর একটিতে ড্র হয়। ব্যক্তিগত পারফর‍ম্যান্সে সাদা পোশাকে উজ্জ্বল ছিলেন একমাত্র লিটন দাস। এ বছর সাত টেস্টে একটি সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি ফিফটি করেন ডানহাতি এ ব্যাটার।

৪৯ দশমিক ৫০ গড়ে মোট করেছেন ৫৯৪ রান। অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত দুটি করে সেঞ্চুরি করলেও সব ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। বোলিংয়ে উজ্জ্বল ছিলেন তাইজুল ইসলাম। এ বছর টেস্টে তিনি নিয়েছেন ৩০টি উইকেট।

ওয়ানডে ক্রিকেট: ওয়ানডেতে বরাবরই ভালো দল বাংলাদেশ। ২০২১ সালেও মোটামুটি ভালোই ছিল এ ফরম্যাটে। যদিও ওয়ানডেতে এবার ম্যাচ ছিল খুব কম। পুরো বছরে ১২টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে আটটিতে জিতেছে। হেরেছে চারটি ম্যাচে।

এ ১২ ম্যাচই ছিল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। তাতে ৮০ পয়েন্ট নিয়ে এখন দুইয়ে আছে বাংলাদেশ। ফলে, আগামী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করার পথে কিছুটা এগিয়ে আছে বাংলাদেশ। তবে, এর জন্য ২০২২ সালে খুব কঠিন সিরিজে লড়তে হবে বাংলাদেশকে।

ওয়ানডেতে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তামিম ইকবাল। ১২ ইনিংসে এক সেঞ্চুরি এবং চার ফিফটিতে ৩৮.৬৬ গড়ে ৪৬৪ রান করেছেন ওয়ানডে অধিনায়ক। অন্যদিকে, নয় ইনিংস খেলে ৪০৯ রান করেন মুশফিকুর রহিম। ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে বোলিংয়ে সবার ওপরে আছেন মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান নিয়েছেন ৯ ম্যাচে ১৭টি উইকেট।

ক্রিকেট

দারুন সুখবর : এশিয়া কাপে থাকছেন সাকিব আল হাসান

দারুন সুখবর : এশিয়া কাপে থাকছেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে। টুর্নামেন্ট শুরু হতে এখনও মাসখানেক ...

ইংল্যান্ড বনাম ভারত, ৪র্থ টেস্ট: পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেও জমে ওঠেছে লড়াই

ইংল্যান্ড বনাম ভারত, ৪র্থ টেস্ট: পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেও জমে ওঠেছে লড়াই

নিজস্ব প্রতিবেদক:ম্যানচেস্টারের ঐতিহাসিক এমিরেটস ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে আধিপত্য দেখিয়ে প্রথম ইনিংসে ...

ফুটবল

গোল, গোল, জমে উঠেছে ভিসেল কোবে বনাম বার্সেলোনা লাইভ ম্যাচ

গোল, গোল, জমে উঠেছে ভিসেল কোবে বনাম বার্সেলোনা লাইভ ম্যাচ

অবশেষে গোলের দেখা পেল বার্সেলোনা! ম্যাচের ৩৩তম মিনিটে গাভির শট ব্লক হলেও বলের দিকটা ছাড়েননি ...

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমের প্রস্তুতির শুরুটা দারুণভাবে করল বার্সেলোনা। আজ রোববার জাপানের কোবেতে অনুষ্ঠিত প্রাক-মৌসুমের ...

Scroll to top

রে
Close button