বাস থেকে ফিরিয়ে এনে টাইব্রেকার, বাংলাদেশের ফুটবল যেন এক সার্কাস

সূচির অসঙ্গতি ও খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবে ঝুঁকিপূর্ণ টার্ফে না খেলার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে বাফুফেকে জানিয়ে দেয় বসুন্ধরা। তাই গ্রুপে দল এখন দুটি, কোয়ার্টার ফাইনালে কে চ্যাম্পিয়ন ও রানার্সাপ হিসেবে খেলবে তা নির্ধারণ হতো এই ম্যাচের ফলাফলের উপর।
কিন্তু নির্ধারিত নব্বই মিনিট ১-১ গোলে সমতায় থাকার পাশাপাশি দুই দলের কার্ড সংখ্যাও সমান হওয়ায় শুরু হয় নাটকীয়তা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের ফ্লাড লাইটের বাতি নিভে গিয়েছে। পোশাক (জার্সি) পরিবর্তন করে মোহামেডানের খেলোয়াড়েরা বসে পড়েছেন বাসের সিটে। প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘের কিছু খেলোয়াড় ড্রেসিংরুমে পোশাক পরিবর্তন করছেন আর কিছু খেলোয়াড় মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন তাদের বাসের অপেক্ষায়।
ঠিক সে সময় বাফুফে থেকে সিদ্ধান্ত আসে টাইব্রেকারের মাধ্যমে চূড়ান্ত করা হবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সাপ। কিছু সময়ের মধ্যে দুই দলের খেলোয়াড়রা আবার মাঠে ফিরে কিছুটা গা গরম করে টাইব্রেকারে অংশ নেয়। যেখানে ৪-৩ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আটে যায় মোহামেডান। একটি দেশের শীর্ষস্থানীয় পর্যায়ের ফুটবলে এমন ঘটনা কখনো ঘটেছে কিনা তা বলা মুশকিল। ম্যাচ শেষে মোহামেডানের গোলরক্ষক মোহাম্মদ সুজন বলেন, “আমাদের তো টাইব্রেকারের কথা বলা হয়নি। তাই ম্যাচ শেষে ফ্রেশ হয়ে বাসে চলে যায়। পরে জানানো হয় টাইব্রেকার হবে।”
দীর্ঘদিন জাতীয় দলে খেলা মোহামেডানের কোচিং স্টাফের এক সদস্য বলেন, “খেপের মাঠে এরকম হতে দেখেছি। কিন্তু দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে এমনটা ভাবা যায় না।” এবারের ফেডারেশন কাপ যেনো এক প্রকার হাস্যরসে ভরপুর। টুর্নামেন্ট শুরুর আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে তিন দল। টুর্নামেন্ট শুরু দিনে মাঠে গড়ায়নি কোনও ম্যাচ। একটি দল মাঠে না আসায় ম্যাচ না খেলেই তিন পয়েন্ট করে পাচ্ছে প্রতিপক্ষ দল। আর গতাকাল (সোমবার) ঘটলো তো ‘সার্কাসের’ মত কাহিনী। তবে সব কিছু ছাপিয়ে এটা বলাই যায়, বাফুফে কি আদৌ এসব বিষয়ে সতর্ক? নাকি উদাসীন?
- গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বলছে ভারত
- ৭৯ রানে ধস, তবুও অপরাজিত থেকে ফাইনালে রংপুর
- পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
- ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ফুটবল ইতিহাসে নজির, ২২-০ গোলে শেষ হলো বাংলাদেশের ম্যাচ
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- তৃষ্ণার জোড়া গোলে এইমাত্র শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ
- শুক্রবার মিলবে ১ জিবি ফ্রি ইন্টারনেট, কীভাবে পাবেন জানুন বিস্তারিত
- ভুঁড়ি কমাতে ভাত ছাড়তে হবে না, বদলাতে হবে অভ্যাস
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১৮ জুলাই ২০২৫): জেনেনিন কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ
- বিদায় বেলায় দেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস
- আজ মাঠে তিন টি-টোয়েন্টি লড়াই, দেখবেন কোন চ্যানেলে
- বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে মুখ খুললো ভারত
- ওমানের ভিসা নিয়ে অনেক সুখবর
- আজ ১৮ জুলাই, ২০২৫ তারিখ : দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট