| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

ব্রেকিংং নিউজ : নেশন্স লিগে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিল

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ ডিসেম্বর ১৮ ১১:০২:৩৩
ব্রেকিংং নিউজ : নেশন্স লিগে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিল

কিন্তু এ বিষয়টি কোনোভাবেই মানতে চাইছে না ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও লাতিন আমেরিকার কনমেবল। এই দুটি মহাদেশীয় সংস্থা সরাসরি ফিফার বিরোধিতা করেছে। ফিফাকে চাপে ফেলতে এবার আরেকবার ঐক্যবদ্ধ হতে যাচ্ছে উয়েফা আর কনমেবল৷ শোনা যাচ্ছে, উয়েফা ২০২৪ সাল থেকে তাদের নেশন্স লিগে যোগ করবে লাতিন আমেরিকার ১০টি দেশ।

মানে ২০২৪ সাল থেকে ব্রাজিল-আর্জেন্টিনার মতো দেশগুলো ইউরোপের নেশন্স লিগে খেলবে। গত সপ্তাহে উয়েফা ও কনমেবল সমঝোতা চুক্তি করে৷ সেই চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত একই সঙ্গে কাজ করবে তারা। তারই অংশ এ প্রচেষ্টা। তবে লাতিন আমেরিকার দলগুলো খেললেও নেশন্স লিগের ম্যাচগুলো তাদের খেলতে হবে ইউরোপেই৷

কারণ নয়তো খেলোয়াড়দের ভ্রমণ নিয়ে বেশ ঝামেলায় পড়তে হবে। অপরদিকে লাতিন আমেরিকার বড় তারকারা যেহেতু ইউরোপের লিগেই খেলেন, তাই তারা সহজেই নেশন্স লিগের ম্যাচগুলোতে খেলতে পারবে৷ এ নিয়ে উয়েফার সহসভাপতি জেবিগ্নিউ বোনিয়েক জানিয়েছেন, ‘এটিই হতে যাচ্ছে পুরনো ফরম্যাটের শেষ নেশনস লিগ।

এরপর থেকে কনমেবলের দলগুলো যোগ দেবে এই টুর্নামেন্টে। ২০২৪ সালের নেশন্স লিগেই দেখা যাবে কনমেবল অন্তর্ভুক্ত দেশগুলোর।’ তিনি ইঙ্গিত করেন কনমেবলের শীর্ষ ৬ দেশ লিগ ‘এ’-তে যোগ দেবে। ব্রাজিল, আর্জেন্টিনার সঙ্গে চিলি, উরুগুয়ে, কলোম্বিয়ার মতো দল অংশ নেবে উয়েফা ন্যাশনস লিগে।

দক্ষিণ আমেরিকার এই দলগুলোর বিপক্ষে ইউরোপের স্পেন, জার্মানি, ফ্রান্সের মতো দলগুলোর ম্যাচগুলোকে ব্লকবাস্টার ম্যাচ বলেও অভিহিত করেছেন তিনি। বলিভিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলার মতো দলগুলোরও সুযোগ থাকছে, তবে তারা যোগ দিতে পারবে ‘বি’ লিগে৷

এতে করে উয়েফার শীর্ষ ২২ দলকে নিয়ে সাজাবে লিগ ‘এ’ এবং পরের ২০ দলকে নিয়ে সাজাবে লিগ ‘বি’। ফিফা ২০২৪ থেকে দুই বছর অন্তর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব করেছিল যেটাতে উয়েফার এই আয়োজন বড় বাধা।

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button