ব্যালন ডি অর জিততে না পেরে অবিশ্বাস্য প্রত্যুত্তর দিলেন লেভান্ডভস্কি

তবে আলোচনায় এসেছে তার পরের মন্তব্যটা। যেখানে তিনি জানান মেসির বক্তব্যটা আরেকটু আন্তরিক হলেই খুশি হতেন। সেখানে তার কথাকে ফাঁকা বুলি মনে হয়েছে, এমন ইঙ্গিতও দিয়েছেন পোলিশ এই স্ট্রাইকার।
২০২০-২১ মৌসুমে লেভান্ডভস্কি সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪০ ম্যাচ, করেছেন ৪৮ গোল, করিয়েছেন আরও ৯ গোল। দল বায়ার্ন মিউনিখকে এনে দিয়েছেন বুন্ডেসলিগা, জার্মান সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা। চলতি মৌসুমে ১৪ ম্যাচ খেলে করেছেন ১৬ গোল।
ইউরোয় অবশ্য পোল্যান্ডের হয়ে পারফর্ম করতে পারেননি তিনি। সার্বিক দিক বিচারে এই পুরস্কার দেওয়া হয় বলে ক্লাব ও জাতীয় দলের হয়ে সমানভাবে পারফর্ম করা মেসির হাতেই উঠেছে এবারের পুরস্কার। তবে তাই বলে লেভার আগুনে ফর্ম তো আর মিথ্যে হয়ে যায় না! এমন ছন্দে থাকার পরও জেতেননি ব্যালন ডি’অর। তাই স্বাভাবিকভাবেই হতাশা, দুঃখ ঘিরে ধরেছে বায়ার্ন ফরোয়ার্ডকে।
সম্প্রতি পোলিশ সংবাদ মাধ্যম কানালে স্পোর্টোভিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উগরেও দিয়েছেন সেটা। বলেছেন, ‘আমাকে দুঃখ ছুঁয়ে গিয়েছিল, একে অস্বীকার করার সুযোগ নেই আমার।’
তিনি আরও যোগ করেন, মেসির সঙ্গে লড়াই করার বিষয়টাই তার মাহাত্ম্য তুলে ধরে। বলেন, ‘আমি বলতে পারিনা আমি খুশি। বরং উল্টোটাই বলবো আমি। আমি দুঃখ পেয়েছি। মেসিকে আমি সম্মান করি, যেভাবে তিনি খেলেন, যা তিনি অর্জন করেছেন, তাতে তার তা প্রাপ্য। তার সঙ্গে আমি লড়াই করেছি, এটা দেখায় যে আমি কোন পর্যায়ে পৌঁছে গেছি।’
তবে এরপরই তিনি রীতিমতো বোমাই ফাটিয়েছেন। মেসির মন্তব্যের প্রত্যুত্তর দিয়েছেন তীর্যক ভাষায়। আর্জেন্টাইন মহাতারকা রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জেতার পর বলেছিলেন, ‘তোমার সঙ্গে লড়াই করতে পারাটা সম্মানের, রবার্ট। ২০২০ সালের ব্যালন ডি’অরটা তোমারই পাওনা ছিল।’
তবে এরপরই তিনি রীতিমতো বোমাই ফাটিয়েছেন। মেসির মন্তব্যের প্রত্যুত্তর দিয়েছেন তীর্যক ভাষায়। আর্জেন্টাইন মহাতারকা রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জেতার পর বলেছিলেন, ‘তোমার সঙ্গে লড়াই করতে পারাটা সম্মানের, রবার্ট। ২০২০ সালের ব্যালন ডি’অরটা তোমারই পাওনা ছিল।’
মেসির এই কথাটাকেই ফাঁপা, মেকি বলে মনে হচ্ছে লেভান্ডভস্কির। তিনি সরাসরিই বলে দিয়েছেন, ‘২০২০ সালের পুরস্কারটা জেতার জন্য আমার কোনো আগ্রহই নেই। একজন মহান খেলোয়াড়ের কাছ থেকে বক্তব্যটা (মেসির ব্যালন ডি’অরের বক্তব্য) ফাঁকা বুলি না হয়ে, আরেকটু আন্তরিক, ও বিনয়ী হলেই বেশি পছন্দ করতাম।’
- চরম দু:সংবাদ : ৩০ জুনের মধ্যে চিরতরে বাতিল হয়ে যাবে ৬ শ্রেণির দলিল
- গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বলছে ভারত
- ৭৯ রানে ধস, তবুও অপরাজিত থেকে ফাইনালে রংপুর
- ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ফুটবল ইতিহাসে নজির, ২২-০ গোলে শেষ হলো বাংলাদেশের ম্যাচ
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ
- তৃষ্ণার জোড়া গোলে এইমাত্র শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১৮ জুলাই ২০২৫): জেনেনিন কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে যা বললো ভারত
- আজ মাঠে তিন টি-টোয়েন্টি লড়াই, দেখবেন কোন চ্যানেলে
- বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে মুখ খুললো ভারত
- টি-টোয়েন্টির রেকর্ডবুকে মুস্তাফিজ, ইতিহাস গড়লেন কাটার মাস্টার
- আজ ১৮ জুলাই, ২০২৫ তারিখ : দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট
- ৮ বিভাগে ৮ দিনে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব
- বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই