| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্য: মাত্র ২৮ মিনিটে কেইনের ‘দুর্দান্ত, অনবদ্য, অসাধারণ’ হ্যাটট্রিক

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ নভেম্বর ১৩ ১৪:২২:৪৪
অবিশ্বাস্য: মাত্র ২৮ মিনিটে কেইনের ‘দুর্দান্ত, অনবদ্য, অসাধারণ’ হ্যাটট্রিক

আলবেনিয়ার বিপক্ষে কেইনের এই হ্যাটট্রিক মাহাত্ম্য আছে আরও। কেননা কেইন গোল তিনটি করেছেন ডান পা, বাঁ পা এবং হেডে। ফুটবলীয় ভাষায় যাকে ‘পারফেক্ট হ্যাটট্রিক’ বলে আর কী।

ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ৯ম মিনিটে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়াইর হেডে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর শুরু কেইন জাদুর। মাঝে হেন্ডারসন ২৮ মিনিটে দারুণ একটি গোল করেন বটে। তবে দুর্দান্ত সব গোলে পুরো আলোটাই কেড়ে নেন কেইন।

ওই হেন্ডারসনের ক্রসেই ১৮ মিনিটে প্রথম গোলটি করেন কেইন। ফাঁকা পোস্টে হেডে বল পাঠান তিনি। এরপর ৩৩ মিনিটে রাহিম স্টার্লিংয়ের কাছ থেকে বল পেয়ে তার নেয়া বাঁ পায়ের বুলেট গতির শট খুঁজে নেয় জাল।

কেইনের হ্যাটট্রিক গোলটি ছিল চোখ ধাঁধানো। ফিল ফোডেন নেয়া কর্নার থেকে বল আয়ত্তে আসতেই সিজার কিক এই স্ট্রাইকারের। আলবেনিয়া গোলরক্ষক চেষ্টা করেছিলেন বটে, তবে তিনি বলের গতিপথ পরিবর্তন করতে পারেননি।

পাঁচ গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া ইংল্যান্ড দ্বিতীয়ার্ধে প্রথম অর্ধের মতো অতটা তেড়েফুঁড়ে খেলেনি। ফলে আসেনি কোনো গোলও। আলবেনিয়াও কমাতে পারেনি হারের ব্যবধান।

ইংল্যান্ডের বড় জয়ের দিন তাদের হারিয়ে ইউরো জেতা ইতালি করেছে ড্র। সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আজ্জুরিরা। তবে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার সুযোগ পেয়েছিল ইতালি। কিন্তু ইনজুরি সময়ে জর্জিনহো পেনাল্টি মিস করায় তা আর সম্ভব হয়নি।

কাল রাতে পয়েন্ট খোয়ানোয় কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা হলো না ইতালির। ৭ ম্যাচ শেষে দলটির পয়েন্ট ১৫। সমান ম্যাচে সমান পয়েন্ট সুইজারল্যান্ডের। ইউরোপিয়ান বাছাইপর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হলে মেলে বিশ্বকাপের টিকিট। শেষ ম্যাচে ইতালির তাই জয় পেলেই চলবে। কেননা গোল ব্যবধানে সুইজারল্যান্ডের চেয়ে এগিয়েই আছে আজ্জুরিরা।

এদিকে, ইংল্যান্ডের বিশ্বকাপ টিকিট প্রায় নিশ্চিত আলবেনিয়ার বিপক্ষে জয়ে। ৯ ম্যাচ শেষে ইংলিশদের সংগ্রহ ২৩ পয়েন্ট। আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। দুইয়ে থাকা পোল্যান্ডের পয়েন্ট ২০। শেষ ম্যাচে তাই ড্র করলেই কাতার বিশ্বকাপ জায়গা নিশ্চিত করবে গ্যারেথ সাউথগেটের ছাত্ররা।

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button