| ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

জয়ের জন্য শেষ ২৪ বল থেকে বাংলাদেশের প্রয়োজন

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ অক্টোবর ২৯ ১৯:২৬:২৪
জয়ের জন্য শেষ ২৪ বল থেকে বাংলাদেশের প্রয়োজন

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ১৬ ওভারে৪ উইকেটে ২৯১১০ রান। জয়ের জন্য শেষ ২৪ বল থেকে বাংলাদেশের প্রয়োজন রান।

সবাইকে অবাক করে দিয়ে এ ম্যাচে বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নাইম শেখের সঙ্গে নামেন সাকিব আল হাসান। তবে সাকিব বা নাইম কেউই পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে পারেননি। পঞ্চম ওভারে আন্দ্রে রাসেলের বলে আউট হওয়ার আগে ১২ বলে ৯ রান করেন সাকিব।

পরের ওভারে জেসন হোল্ডারের বলে বোল্ড হন নাইম। ১৯ বলে ১৭ রান করেন তিনি।

এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নেমেছে টাইগাররা। নুরুল হাসান সোহানের জায়গায় এই ম্যাচে দলে ঢুকেছেন সৌম্য সরকার। এছাড়া নাসুম আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ক্রিস গেইল ও এভিন লুইস। প্রথম দুই ওভার দেখেশুনে খেললেও তৃতীয় ওভারে পথ হারায় উইন্ডিজ। মুস্তাফিজুর রহমানের বল উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন লুইস। অনেকটা পথ দৌড়ে এসে তা তালুবন্দী করেন মুশফিক। লুইস ফেরেন ৬ রানে।

ক্রিস গেইল অফ ফর্ম থেকে বেরোতে পারেননি। তাকে ৬ রানে বোল্ড করার পর আরেক বিপদজনক ব্যাটার শিমরন হেটমেয়ারকেও ফেরান মাহেদী হাসান। এই অফস্পিনারের বলে সৌম্য সরকারের ক্যাচে পরিণত হওয়ার আগে হেটমেয়ার করেন ৯ রান।

দ্রুত ৩ উইকেট হারানোর পর ধরে খেলার চেষ্টা করেন কাইরন পোলার্ড ও রস্টন চেজ। স্বাচ্ছন্দ্যবোধ না করায় ১৬ বলে ৮ রান করে রিটায়ার্ড হার্ট হন পোলার্ড। তার জায়গায় নেমে কোনো বল না খেলেই দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন আন্দ্রে রাসেল।

ক্যারিবীয়রা যখন রান করতে নাভিশ্বাস তুলছে তখন তাদের জন্য আশীর্বাদ হয়ে আসেন নিকোলাস পুরান। এই ব্যাটারের ২২ বলে ৪০ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় উইন্ডিজ। পরের বলেই সাজঘরে ফেরেন ৩৯ রান করা চেজ। দুজনকেই আউট করেন শরিফুল ইসলাম।

একদম শেষ ওভারে ডোয়াইন ব্রাভো ফিরলে আবারো নামেন পোলার্ড। বাকি থাকা পাঁচ বলে তিনটি ছক্কা হাঁকান তিনি ও জেসন হোল্ডার। শেষ পর্যন্ত দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ১৪ ও ১৫ রানে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল।

ক্রিকেট

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস: বাংলাদেশের একাদশ ৩ পরিবর্তন

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস: বাংলাদেশের একাদশ ৩ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। ...

রিয়াদ-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিং, মাতালেন আশরাফুলও

রিয়াদ-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিং, মাতালেন আশরাফুলও

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে জমজমাট পরিবেশে চলছে বিসিএসএ ইউকে আয়োজিত ‘ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট’ টুর্নামেন্ট। প্রবাসী বাংলাদেশিদের ...

ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্নলি: একটি কঠিন লড়াইয়ের পূর্বাভাস

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্নলি: একটি কঠিন লড়াইয়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: ম্যানচেস্টার, ২৪ আগস্ট: ইএফএল কাপ থেকে বিব্রতকর বিদায়ের পর, ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার বিকেলে ...

টটেনহ্যাম হটস্পার বনাম বোর্নমাউথ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ

টটেনহ্যাম হটস্পার বনাম বোর্নমাউথ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ

নিজস্ব প্রতিবেদক: শনিবার রাতে নিজেদের মাঠে বোর্নমাউথকে আতিথ্য দেবে টটেনহ্যাম হটস্পার। এই ম্যাচ জিতে প্রিমিয়ার ...

Scroll to top

রে
Close button