| ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

এইমাত্র পাওয়া : পাল্টে যাচ্ছে বাংলাদেশের অধিনায়ক

খেলাধুা ডেস্ক . স্োর্টস আওয়ার ২৪
২০২১ অক্টোবর ২৩ ১১:৪৬:১৭
এইমাত্র পাওয়া : পাল্টে যাচ্ছে বাংলাদেশের অধিনায়ক

বিসিবি প্রধান বলেন, ‘আমাদের ক্যাপ্টেন ছিল সাকিব। কিন্তু সে নিষেধাজ্ঞায় পড়ে যাওয়ায় আমরা পরিবর্তন করতে বাধ্য হয়েছিলাম। আমরা মমিনুলকে দিলাম টেস্টের দায়িত্ব। তামিমকে নিয়ে আসলাম ওডিআইতে। এছাড়া মাহমুদউল্লাহকে দেওয়া হলো টি-টোয়েন্টির দায়িত্ব।’

পাপন আরও যোগ করেন, এখন পর্যন্ত যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে, একদিনের ম্যাচে তামিম ঠিক আছে, কোনো সমস্যা দেখছি না। এছাড়া টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর নেতৃত্বে বলতে গেলে আমরা সর্বোচ্চ সাফল্যই পেয়েছি। তো সেও ঠিক আছে। তবে মূল সমস্যা আমাদের টেস্টে।

যদিও এর মমিনুলকে দোষারোপ করে লাভ নেই বলেও জানিয়েছেন বিসিবি বস। তিনি বলেন, ক্রিকেটের এই ফরম্যাটে আমরা এমনিতেই দুর্বল। আরও যোগ করেন, এই মুহুর্তেই যে আমরা পরিবর্তন নিয়ে ভাবছি তা নয়, তবে পরিবর্তন আসাটা স্বাভাবিক। যদিও কোন ফরম্যাটে পরিবর্তন আসছে সেটা স্পষ্ট করে বলেননি তিনি।

এর আগে একই দিন আরও এক বিস্ফোরক খবর দেন। টি-টোয়েন্টি ক্রিকেট থেকেই নাকি অবসর নিতে চেয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে তা হতে দেননি খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ খবর জানিয়েছেন বোর্ড প্রধানই।

বিসিবি সভাপতি বলেন, তামিম প্রতিটা সিদ্ধান্তই আমার সঙ্গে আলাপ করে নিয়েছে। গত নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই আমাকে জানিয়েছিল যে, সে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে চায়। এই ফর‌ম্যাটে আর খেলতে চায় না।

পাপন আরও বলেন, সেসময় আমিই তাকে বলেছি, তুমি এখন এসব কিছু করো না, আগে ঘুরে আসো তারপর দেখা যাবে। উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল। গত ৮-১০ বছর ধরে সব ফরম্যাটে বাংলাদেশের বেশিরভাগ সাফল্যের অন্যতম স্বার্থক রূপকারও বাঁ-হাতি এ ওপেনার।

অন্যদিকে, বিশ্বকাপের আগেই টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন পাপন।

খবরটা কদিন ধরেই ভেসে বেড়াচ্ছিল। বিভিন্ন সূত্রের বরাতে জানা যাচ্ছিল যে, চুক্তির মেয়াদ বাড়ছে টাইগার হেড কোচের। এছাড়া এর আগে তার কোচিংয়ে সন্তুষ্ট বোর্ড প্রধানও আভাস দিয়েছিলেন চুক্তি বাড়ানোর। শেষ পর্যন্ত তাই হলো।

নাজমুল হাসান পাপন বলেন, ‘তার (রাসেল ডমিঙ্গো) সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে।’ এদিকে জানা গেছে, আগামী এক বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলেও তাকে চাকরিচ্যুত করতে পারবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০: সম্ভাব্য একাদশ, ম্যাচের সময়সূচী ও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০: সম্ভাব্য একাদশ, ম্যাচের সময়সূচী ও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! আবারও মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল—বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টি-২০ ...

লজ্জার রেকর্ড : মাত্র ২৭ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

লজ্জার রেকর্ড : মাত্র ২৭ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট ইতিহাসে লজ্জার এক অধ্যায় রচনা করল ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকার স্যাবিনা পার্কে অনুষ্ঠিত দিবারাত্রির ...

ফুটবল

চেলসির রাজত্ব ঘোষণা! গোল্ডেন বল,ও গোল্ডেন বুট জিতলেন যে ফুটবলাররা

চেলসির রাজত্ব ঘোষণা! গোল্ডেন বল,ও গোল্ডেন বুট জিতলেন যে ফুটবলাররা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়ল ইংলিশ জায়ান্ট চেলসি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ ...

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তে গোল করে নেপালকে ৩–২ ...

Scroll to top

রে
Close button