টি-২০ বিশ্বকাপে এখন পর্যন্ত টুর্নামেন্ট সেরাদের নাম জেনে নিন
-10.jpg&w=315&h=195)
প্রথম আসর সেরা শহিদ আফ্রিদি-ঃ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০০৭ সালে। আয়োজক দক্ষিণ আফ্রিকা। সে আসরের টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি। পুরো আসরে দুর্দান্ত খেলেছেন সাবেক পাকিস্তানি এই অল-রাউন্ডার। ব্যাট হাতে মোটে ৯১ রান করলেও বল হাতে ছিলেন বিধ্বংসী। মোট ৭ ম্যাচে নেন ১২ উইকেট। অল-রাউন্ডিং পারফর্ম করে জিতে নেন টুর্নামেন্ট সেরা পুরুস্কার।
দ্বিতীয় আসরের সেরা তিলকারত্নে দিলশান-ঃ প্রথমবার অনুষ্ঠিত হওয়ার দুই বছরের মাথায়, ২০০৯ সালে আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার আয়োজক ইংল্যান্ড। ওই আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শ্রীলংকান ব্যাটার তিলকারত্নে দিলশান। টুর্নামেন্টজুড়ে সর্বোচ্চ ৩১৭ রান করেন তিনি ১৪৪.৭৪ স্ট্রাইক রেটে। দুর্দান্ত ব্যাটিং করে দলকে ফাইনালে তলেন দিলশান। ফাইনালে তার ব্যাট কথা না বললেও জিতে টুর্নামেন্ট সেরার পুরুস্কার।
তৃতীয় আসর সেরা কেভিন পিটারসেন-ঃ এক বছর বিরতি দিয়ে আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০০৯ সালের পর ২০১০ সালে। এবারের আয়োজক ওয়েস্ট ইন্ডিজে। ওই আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কেভিন পিটারসেন। তৃতীয় আসরে এসে প্রথম চ্যাম্পিয়ন দলের কেউ টুর্নামেন্ট সেরা নির্বাচিত হলেন। ওই আসরে তার মোট রান ছিল ২৪৮। ফলে তাকেই বেছে নেয়া হয় টুর্নামেন্টের সেরা হিসেবে।
চতুর্থ আসর সেরা খেলোয়াড় শেন ওয়াটসন-ঃ দুই বছর বিরতি দিয়ে আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর, ২০১২ সালে। আয়োজক শ্রীলংকা। ওই আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শেন ওয়াটসন। শ্রীলঙ্কার মাটিতে শেন ওয়াটসনের দল ফাইনাল খেলতে না পারলেও আসরের সর্বোচ্চ রান আসে তারই ব্যাট থেকে। অসি দলের এ মারমুখি ব্যাটারকে ডাকা হত ‘দ্য ডেঞ্জারম্যান’ নামেও। ২০১২ টি-টোয়েন্টি আসরে তার সর্বমোট রান ছিলো ২৪৯। গ্রুপ পর্বেই পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয় তার দল অস্ট্রেলিয়া।
পঞ্চম আসরের সেরা খেলোয়াড় বিরাট কোহলি-ঃ দুই বছর বিরতি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর অনুষ্ঠিত হয় ২০১৪ সালে। এবার আয়োজক বাংলাদেশে। এবার প্রথমবারের মত কোনো ভারতীয় ক্রিকেটার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সেবার আসরের সর্বোচ্চ রানের জায়গাটা ছিল কোহলির দখলে। ওই আসরে কোহলির সর্বমোট রান ছিলো ৩১৯। ফলে তাকেই টুর্নামেন্ট সেরা প্লেয়ার হিসেবে বেঁছে নেয়।
ষষ্ঠ আসরের সেরা খেলোয়াড়ও বিরাট কোহলি-ঃ ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয় ২০১৬ সালে। এবাররে আয়োজক ভারত। ওই আসরেরও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন বিরাট কোহলি। এই প্রথম কোনো ক্রিকেটার পরপর দুইবার টুর্নামেন্ট সেরার জায়গা দখল করে নেন। ওই আসরে সেমিফাইলে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেয় ভারত। এই আসরে কোহলির ব্যাট থেকে আসে ২৭৩ রান। বল হাতেও তিনি ১টি উইকেট নিয়েছিলেন।
মহামারির কারণে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। এক বছর পিছিয়ে ১৭ অক্টোবর (রোববার) থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এবার দেখার পালা কে হন, ২০২১ আসরের সেরা ক্রিকেটার।
- আদালতে ক্রিকেটার নাসির-তামিমা, যে রায় দিলো বিচারক
- প্রধান উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলন
- ৮৯ মিনিটে বদলে গেল ইতিহাস! চেলসি ও পিএসজি ম্যাচের মহা-নায়ক হলেন যে ফুটবলার
- শ্রীলঙ্কাকে হারিয়ে ২ ক্রিকেটারকে নিয়ে কথা বললেন লিটন দাস
- প্রবাসীদের জন্য শেষ সুযোগ! ৩১ জুলাইয়ের পর কঠোর ব্যবস্থা
- চেলসির রাজত্ব ঘোষণা! গোল্ডেন বল,ও গোল্ডেন বুট জিতলেন যে ফুটবলাররা
- পাসপোর্টে তথ্য বদলেই সর্বনাশ! বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- হঠাৎ বাড়ল তেলের দাম
- বাংলাদেশ বনাম নেপাল : ২-০ ব্যবধানে শেষ হলো ৭৫ মিনিটের খেলা
- ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট
- খাজনা না দিলে কত বছরে জমি খাস হয়
- শেষ ওভারে নাটক, অজানা পেসারের বিস্ময়! দ্বিতীয়বারের মতো হলো চ্যাম্পিয়ন
- অচল রাজধানীর মহাখালী রোড: বন্ধ হলো যান চলাচল
- মাত্র ১০ হাজার টাকাতেই শুরু করুন লাভজনক ব্যবসা
- ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি কমেছে ১,৫৭৫ টাকা, জেনেনিন বর্তমান দাম