| ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

নেইমারের উপর চরম খেপেছেন এমবাপে

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ সেপ্টেম্বর ২৮ ১৩:৫৭:০৬
নেইমারের উপর চরম খেপেছেন এমবাপে

কিন্তু দুই ক্লাবের বনিবনা না হওয়ায় এমবাপ্পেকে পিএসজিতেই থাকতে হচ্ছে। এবার শোনা যাচ্ছে, বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকার সঙ্গে নাকি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সম্পর্কের অবনতি হয়েছে!

এইতো কদিন আগেও কিলিয়ান এমবাপের দিকে তেড়ে যাওয়ায় মেতজ গোলরক্ষক আলেকসান্দ্রে ওদিকজার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন নেইমার। দুই জনের মধ্যকার সম্পর্ক চার বছর ধরেই। কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যে নেইমারের উপর বেজায় ক্ষেপে আছেন এমবাপে।

২০১৭ সালে একই ট্রান্সফার উইন্ডোতে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার ও এমবাপে। তখন থেকেই দুই জনের মধ্যে রসায়নটা জমে ওঠে। দলের অনেক জয়ের নায়কও এ দুই তারকা। কিন্তু মপেঁলিয়ের বিপক্ষে ম্যাচে ভুল বোঝাবোঝি সৃষ্টি হয় তাদের মধ্যে!

তবে বিষয়টি যে শুধু ভুল বোঝাবোঝির মধ্যে নেই তা দেখা ম্যাচের শেষ দিকে। নেইমারের উপর উপর রীতিমতো খেপেছেন এ তরুণ। জুলিয়ান ড্রাক্সলারের গোলে নেইমারের অবদান দেখেই রাগ উগলে দেন তিনি।

৮৯তম মিনিটে ড্রাক্সলারকে দারুণ এক দিয়েছিলেন নেইমার। আর জার্মান তারকা তার নিখুঁত ফিনিশিং করেন। অথচ তার মিনিট খানেক আগেই এমবাপের জায়গায় বদলি হিসেবে মাঠে খেলতে নামেন তিনি।

গোলের পরই পাশে বসা সতীর্থ ইদ্রিসা গুইয়ের কাছে ক্রোধ প্রকাশ করেন এমবাপে, ‘আমাকে একবারও এমন একটি পাস দেয়নি সে (নেইমার)।’ আর সে দৃশ্য ম্যাচের সম্প্রচারকারী সংস্থা চ্যানেল প্লাসের ধরা সে ভিডিও ফুটেজ এখন ভাইরাল। ম্যাচে অবশ্য এমন তিনটি সুযোগ পেয়েছিলেন এমবাপে। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। এমন সুযোগ পেতে পারতেন আরও বেশি। বেশ কয়েকবার ফাঁকায় থাকা অবস্থায় তাকে পাস দেননি নেইমার। হয়তো তাতেই খেপেছেন এমবাপে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ফুটবল

বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, নতুন মৌসুমেই আসতে পারে বড় সিদ্ধান্ত

বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, নতুন মৌসুমেই আসতে পারে বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বার্সেলোনার জার্সিতে এক দশক পার করে দেওয়া জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান এবার ...

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তে গোল করে নেপালকে ৩–২ ...

Scroll to top

রে
Close button