| ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

গুরু শিষ্যের লড়াইয়ে মাঠে নামছে রোনালদো

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ সেপ্টেম্বর ২০ ২২:৩৫:২৫
গুরু শিষ্যের লড়াইয়ে মাঠে নামছে রোনালদো

তিনটি ম্যাচ অবশ্য তিন দিক থেকে আলাদা। প্রথমে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে অভিষেক ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো। এরপর উয়েফা চ্যাম্পিয়নস লিগেও প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি। যদিও সেই ম্যাচে জিততে পারেনি তার দল। রোনালদোর দারুণ পারফরম্যান্সে অবশ্য জয়ে ফিরেছে ইউনাইটডে। ইংলিশ লিগে অ্যাওয়ে ম্যাচে ওয়েস্টহামের মাঠে পিছিয়ে থেকেও ম্যানইউ জিতেছে ২-১ গোলে।

ইংলিশ লিগে হোম ও অ্যাওয়ের প্রথম ম্যাচেই গোল করলেন রোনালদো। এখন বাকি আছে ইংলিশ লিগ কাপ ও ইংলিশ এফএ কাপ। তাহলেই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবধরনের প্রতিযোগিতায় ‌'অভিষেক' ম্যাচে গোলের কীর্তি হবে রোনালদোর। সেই কীর্তি ৩৬ বছর বয়সী তারকা গড়তে পারবেন কিনা সেটার উত্তর তোলা থাকল ভবিষ্যতের হাতে। তবে একটা নতুন অর্জনের মালিক যে তিনি হতে যাচ্ছেন এটা প্রায় নিশ্চিত।

রোনালদোর সামনে ক্লাবের বর্তমান প্রধান কোচ ও সাবেক সতীর্থ ওলে গানার সুলশারকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি আছে। এ জন্য পর্তুগিজ যুবরাজের দরকার মাত্র পাঁচটি গোল। কার্যত ম্যানইউর হয়ে ১২২টি গোল হয়েছে রোনালদোর। ক্লাবের হয়ে প্রথম মেয়াদে ২৯২ ম্যাচে ১১৮টি গোল করে রিয়াল মাদ্রিদে চলে গিয়েছিলেন তিনি। সবমিলিয়ে ক্লাবের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনালদো এখন ১৭তম।

১২৬ গোল করে তার ওপরে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ সুলশার। কাল রাতে ওয়েস্টহামের বিপক্ষে গোল করে রোনালদো ছাড়িয়ে গেছেন ক্লাবের সাবেক ফুটবলার অ্যান্ডি কোলকে। তবে রেড ডেভিলসদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনি। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যানইউর হয়ে ২৫৩টি গোল করেছেন। স্যার ববি চার্লটনের গোল ২৪৯টি। ডেনিস ল ২৩৭ গোল করে তালিকার তৃতীয়তে আছেন।

ফুটবল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেইগোল

নিজস্ব প্রতিবেদক: ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫। টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ...

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াই: ব্রাইটন–ম্যানসিটি ও লিভারপুল–আর্সেনাল ম্যাচে চোখ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ফুটবলের ব্যস্ততম সপ্তাহান্তে জমজমাট লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ...

Scroll to top

রে
Close button