| ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বর্তমানে ফুটবল বিশ্বে সর্বোচ্চ বেতন পাওয়া ১০ ফুটবলারের তালিকা

ফুটবল ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২১ সেপ্টেম্বর ১২ ১৮:৩৩:১৪
বর্তমানে ফুটবল বিশ্বে সর্বোচ্চ বেতন পাওয়া ১০ ফুটবলারের তালিকা

এবারে দলবদলে পাল্টে গেছে অনেক হিসাব-নিকাশ। বার্সা-জুভেন্টাস হারিয়েছে দলের মুল তারকাদের।প্লেয়ারদের অতিরিক্ত বেতন আর লোন মিলিয়ে অনেক দিন থেকেই চাপের মধ্যে ছিল বার্সা।

পরিপেক্ষিতে তাদেরকে হারাতে হয়েছে দলের সেরা প্লেয়ার লিওনেল মেসিকে। যেখানে মেসি নিজের মূল বেতনের অর্ধেক নিতে রাজি থাকা সত্তেও দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছেদ করে চলে যেতে হয়েছে পিএসজিতে।ঠিক একই কারণে জুভেন্টাসকে হারাতে হয়েছে তাদের সেরা তারকা রোনালদোকে ।অতিরিক্ত বেতন,আর প্রত্যাশা পূরণে ব্যার্থতাই রোনালদো জুভেন্টাস ছাড়ার মূল কারণ।তিনি যোগ দিয়েছেন তার কৈশর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।

দলবদল শেষ হবার পর কোন প্লেয়ার কত বেতন পাচ্ছে সেটা নিয়ে চলে তর্ক-বিতর্ক।এবারও তার বিতক্রম হয় নি।আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রকেশ করেছে সবচেয়ে বেশি বেতন প্রাপ্ত প্লেয়ারদের তালিক।দেখে নেয়া যাক এই বছর সবচেয়ে বেশি বেতন প্রাপ্ত প্লেয়ার কারা।

১)লিওনেল মেসি(পিএসজি)

সর্বাধিক বেতন প্রাপ্ত প্লেয়ারদের মধ্যে সবার উপরে অবস্থান করছেন এই আর্জিন্টাইন। শৈশবের ক্লাব বার্সার সাথে ২১ বছরের সম্পর্ক ছেদ করে এইগ্রিষ্মকালীন দলবদলে তিনি যোগ দিয়েছেন পিএসজিতে।প্যারিসের এই ক্লাব থেকে প্রতি সাপ্তাহে মেসি আয় করবেন ১৩লাখ ২৫ হাজার ডলার।

২)নেইমার(পিএসজি)

এই তালিকায় দ্বিতীয় স্হানে অবস্থান করছেন মেসির পিএসজির টিমমেট নেইমার।ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড পিএসজি থেকে সাপ্তাহে বেতন পান ৮লাখ ৩৬ হাজার ডলার।

৩) লুইস সুয়ারেজ (অ্যাতলেতিকো মাদ্রিদ) :

৭ লাখ ৯৩ হাজার ডলার আয় করে তালিকার তৃতীয় স্থানে আছেন এতলেতিকোর এই স্ট্রাইকার।তিনি বার্সা থেকে ২০২০ সালে অ্যাতলেতিকো মাদ্রিদে জয়েন করেন।

৪)গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ) –

অনেক দিন থেকেই অফ ফর্মে এক সময়ের বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।ফর্মহীনতায় ভুগলেও আয়ের দিক থেকে তানি আছেন এই তালিকার ৪ নাম্বারে।প্রতি সপ্তাহে তার আয় ৬ লাখ ৯০ হাজার ডলার।

৫) কিলিয়ান এমবাপে (পিএসজি):

নেক্সট জেনারশনের সেরা প্লেয়ার বলা হয়ে থাকে ফ্রান্সের এই ফরোয়ার্ডকে।মেসি,নেইমারের পর পিএসজিরতৃতীয় প্লেয়ার হিসাবে এই লিস্টে আছে এমবাপে। ৫ লাখ ৬৬ হাজার ডলার সাপ্তাহিক আয় নিয়ে আছেন এই তালিকার ৫ নাম্বারে।

৬) ক্রিস্তিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড):

জুভেন্টাস ছেড়ে ওল্ট ট্রাফডে পাড়ি জমিয়েছেন পৃথিবীর অন্যতম সেরা এই প্লেয়ার।এইবারের দলবদলে সবচেয়ে আলোচিত নাম ছিলেন রোনালদো।ইংলিশ এই ক্লাব থেকে সাপ্তাহে রোনালদো আয় করবেন ৫ লাখ ৩১ হাজার ডলার।

৭) কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি):

সিটির এই মিডফিল্ডার সাপ্তাহে ৫ লাখ ৩১ হাজার ডলার নিয়ে আছেন তালিকার সপ্তম স্থানে।

৮) দাভিদ দি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড):

এই তালিকায় একমাত্র গোলকিপার হিসাবে আছেন দাভিদ দি গিয়া ।সাপ্তাহে ৫ লাখ ১৭ হাজারডলার নিয়ে তালিকার আষ্টম স্থানে আছে রোনালদোর বর্তমান এই সতির্থ।

৯) রবার্ট লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ) –

বায়ার্নের এই গোল মেশিন রয়েছে তালিকার নবম স্থানে।সাপ্তাহে তার ইনকাম ৪ লাখ ৮৩ হাজার ডলার।

১০) আতোঁয়ান গ্রিজমান (অ্যাতলেতিকো মাদ্রিদ):

দলবদলের শেষ দিন গ্রিজমেন ফিরেছেন তার পুরনো ক্লাব এতলেতিকো মাদ্রাদে।এক বছরেরলোনে তিনি ফিরেছেন তার সাবেক ক্লাবে।সেখানে তিনি সাপ্তাহে বেতন পাবেন ২লাখ ৯৭ হাজার ডলার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই

বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শিগগিরই

নিজস্ব প্রতিবেদক: ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে চতুর্থ ম্যাচে জাসপ্রিত বুমরাহকে খেলানো হবে কি না, ...

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কা সফরের টেস্ট ও ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টিতে স্বস্তির জয় নিয়ে দেশে ফিরেছে ...

ফুটবল

বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, নতুন মৌসুমেই আসতে পারে বড় সিদ্ধান্ত

বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, নতুন মৌসুমেই আসতে পারে বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বার্সেলোনার জার্সিতে এক দশক পার করে দেওয়া জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান এবার ...

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তে গোল করে নেপালকে ৩–২ ...

Scroll to top

রে
Close button