মেসির অভিষেকের চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে চমক দেখালো পিএসজি

বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হয় ম্যাচ। সবার আগ্রহ তখন সাইড বেঞ্চে বসে থাকা লিওনেল মেসির ওপর। সবাই যেন অপেক্ষা করছিলেন, কখন পচেত্তিনো ইশারা দেবেন মেসিকে মাঠে নামার। সেই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৬৬ মিনিট পর্যন্ত।
পিএসজি ততক্ষণে ২-০ গোলে এগিয়ে। তখন দশ নম্বর জার্সি পরা নেইমার জুনিয়রকে তুলে নেয়ার সিদ্ধান্ত নিলেন পচেত্তিনো। তার বদলে নামাবেন কাকে? ত্রিশ নম্বর জার্সি পরা লিওনেল মেসিকে। এই জার্সি নম্বরেই বার্সেলোনার হয়ে অভিষেক হয়েছিল মেসির। সেই একই জার্সি নম্বরে এবার পিএসজির হয়ে প্রথম ম্যাচটি খেললেন এ ফুটবল জাদুকর।
মেসির অভিষেকের দিন জয় পেতে কোনো সমস্যাই হয়নি পিএসজির। প্রিয় তারকার অভিষেকে জোড়া গোল করে জয়ের নায়ক তরুণ ফরাসি প্রতিভা কাইলিয়ান এমবাপে। তার দুই গোলেই ২-০ ব্যবধানে জিতেছে পিএসজি, টানা চার জয়ে উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচের শুরুতে অবশ্য কাঁপন ধরিয়েছিল রেইমসই। প্রথম দশ মিনিটে বেশ কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ করে তারা। কিন্তু কোনোটিতেই মেলেনি ফল। উল্টো ১৬ মিনিটের সময় প্রথম গোল হজম করে তারা। অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস থেকে হেড বল জালে জড়ান এমবাপে।
সেই গোলের পর থেকে নিজেদের খুঁজে পায় পিএসজি। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। তবে মেলেনি গোলের দেখা। উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে বসেছিল তারা। কিন্তু রেইমসের খেলোয়াড় অফসাইডে থাকায় ভিডিও এসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে বাতিল করা হয় সেই গোল।
রেইমসকে আর কোনো সুযোগ না দিয়ে ম্যাচের ৬৩ মিনিটের সময় দ্বিতীয় গোল করেন এমবাপে। স্বাগতিকদের আক্রমণ নস্যাৎ করে পাল্টা আক্রমণে ওঠে পিএসজি। ডান দিক থেকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্টে থাকা এমবাপের উদ্দেশ্যে বল বাড়ান আশরাফ হাকিমি। সহজেই বাকি কাজ সারেন এমবাপে।
এর মিনিট তিনেক পরেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। যার জন্য ছিল কোটি মানুষের অপেক্ষা। নিজের প্রিয় বন্ধু নেইমার জুনিয়রের বদলি হিসেবে প্রথমবারের মতো পিএসজির জার্সিতে মাঠে নামেন মেসি। মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যেই প্রথম ছোঁয়া দেন বলে, খেলেন ম্যাচের বাকি ২৪ মিনিটে।
নিজের অভিষেক ম্যাচে কোনো গোল এসিস্ট করতে পারেননি মেসি। তবে স্বভাবসুলভ নিখুঁত পাসিং দেখিয়েছেন, করেছেন ড্রিবলও। মাত্র ২৪ মিনিট মাঠে ছিলেন তিনি। এর মধ্যেই তিনবার ফাউল করা হয় তাকে। যা কি না পুরো ম্যাচের মধ্যে সর্বোচ্চ। তবে কোনো গুরুতর চোটের মুখোমুখি হতে হয়নি মেসিকে।
এমবাপের জোড়া গোলে পাওয়া জয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি। সমান ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পাওয়া রেইমসের অবস্থান ১৭তম। আগামী ১২ সেপ্টেম্বর ক্লারমন্ত ফুটের বিপক্ষে ঘরের মাঠে নিজেদের পরের ম্যাচ খেলবে পিএসজি।
- গোপালগঞ্জের ঘটনা নিয়ে যা বলছে ভারত
- চরম দু:সংবাদ : ৩০ জুনের মধ্যে চিরতরে বাতিল হয়ে যাবে ৬ শ্রেণির দলিল
- ৭৯ রানে ধস, তবুও অপরাজিত থেকে ফাইনালে রংপুর
- পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
- ঋতুপর্ণা-সাবিনার ডাবল হ্যাটট্রিকে ফুটবল ইতিহাসে নজির, ২২-০ গোলে শেষ হলো বাংলাদেশের ম্যাচ
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ
- তৃষ্ণার জোড়া গোলে এইমাত্র শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ
- শুক্রবার মিলবে ১ জিবি ফ্রি ইন্টারনেট, কীভাবে পাবেন জানুন বিস্তারিত
- ভুঁড়ি কমাতে ভাত ছাড়তে হবে না, বদলাতে হবে অভ্যাস
- বেড়ে গেলো আজকের সৌদি রিয়াল রেট (১৮ জুলাই ২০২৫): জেনেনিন কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- আজ মাঠে তিন টি-টোয়েন্টি লড়াই, দেখবেন কোন চ্যানেলে
- বাংলাদেশিদের ভিসা দেয়া নিয়ে মুখ খুললো ভারত
- আজ ১৮ জুলাই, ২০২৫ তারিখ : দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট
- টি-টোয়েন্টির রেকর্ডবুকে মুস্তাফিজ, ইতিহাস গড়লেন কাটার মাস্টার