‘আমাকে ছেড়ে দাও’ রোনাল্ডোর মিনতি

নতুন ক্লাবের খোঁজে তার এজেন্ট হোর্হে মেন্দেজ বেরিয়েও পড়েছেন। আর জুভেন্টাসও তাকে বিক্রি করতে ইচ্ছুক। তবে সেটা হতে হবে তাদের শর্তে। জুভেন্টাসের সঙ্গে রোনাল্ডোর চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। কিন্তু এরইমধ্যে তুরিন ছাড়তে ব্যাকুল হয়ে উঠেছেন সিআর সেভেন।
কিন্তু মাঝপথে ক্লাব ছেড়ে দিতে চাওয়ায় যেসব শর্ত বেঁধে দিয়েছে জুভেন্টাস, তাতে বিষয়টি জটিল হয়ে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতিতে ক্লাব কর্মকর্তাদের কাছে রোনাল্ডো আকুল আবেদনে বলেছেন – আমাকে ছেড়ে দাও তোমরা। দলবদলবিষয়ক নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো তার টুইট পোস্টে এমনটাই জানিয়েছেন।
সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, জুভেন্টাস সতীর্থদের কাছে বিদায়ও নিয়ে নিয়েছেন রোনাল্ডো। তার এজেন্ট হোর্হে মেন্দেজ ম্যান সিটির কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন। জুভেন্টাসের সবশেষ ম্যাচে উদিনেসের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না তিনি।
জানা গেছে, একাদশে না রাখার জন্য কোচ কার্লো অ্যানচেলত্তিকে নিজেই অনুরোধ জানিয়েছিলেন রোনাল্ডো। এম্পোলির বিপক্ষে আগামী ম্যাচেও রোনাল্ডোকে দেখা যাবে না বলে জানিয়েছেন রোমানো। যে কোনো মূল্যে ম্যান সিটিতে যেতে ইচ্ছুক রোনাল্ডো।
ইনডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদক মিগেল ডেলানি জানিয়েছেন, সিটিতে রোনাল্ডো সপ্তাহে ২ লাখ ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) বেতনের একটি প্রস্তাবনার কথা শোনা যাচ্ছে। অর্থাৎ মাসে ১০ লাখ পাউন্ড বা বছরে ১২০ লাখ পাউন্ড। যা বাংলাদেশি ১৪০ কোটি ৪৬ লাখ টাকা।
এদিকে স্প্যানিশ স্পোটর্স ডেইলির দাবি, ম্যানসিটি থেকে রোনাল্ডোকে বছরে ১৫ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি ১৫০ কোটি টাকা) প্রস্তাব দেওয়া হচ্ছে, যা তুরিনে পাওয়া তার বেতনের অর্ধেক। জুভেন্টাসে রোনাল্ডো বছরে পেয়েছেন ৩১ মিলিয়ন ইউরো।
যাইহোক ইউরোপের প্রায় সব গণমাধ্যমের দাবি, ম্যান সিটি রোনাল্ডোকে ১৫ মিলিয়নের বেশি বেতনের প্রস্তাব দিচ্ছে না। এদিকে গত ১০ আগস্ট ৩৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মূদ্রায় প্রায় ৩৫০ কোটি টাকা) বেতনে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি।
সে অর্থে মেসির অর্ধেকেরও কম বেতনে কোনো ক্লাবে যোগ দিতে চলেছেন রোনাল্ডো! জানা গেছে, এতেই রাজি হয়ে যেতে পারেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। আরো একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার নেশায় নাকি এমন সিদ্ধান্ত নিতে চাইছেন পর্তুগিজ যুবরাজ।
প্রসঙ্গত, ২০১৭ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনাল্ডো। যদিও সেরিআয় তুরিনের ক্লাবটিকে বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। তার লক্ষ্য আরো একবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা। তাই ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবে ভিড়তে চাইছেন সিআর সেভেন।
- মাহেদির ইতিহাস, হরভজনের ১৩ বছরের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বাংলাদেশের দাপট
- সবাইকে অবাক করে ম্যান অব দ্যা সিরিজ হলেন যে ক্রিকেটার
- নতুন ঘোষণা দিলেন এনসিপির শীর্ষ নেতারা
- আজকের ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন যে টাইগার ক্রিকেটার
- গোপালগঞ্জ নিয়ে নতুন ঘোষণা দিলেন নাহিদ ইসলাম
- পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
- আজ অধিনায়ক হিসেবে সাকিবের নতুন মিশন শুরু
- আজকের সৌদি রিয়াল রেট (১৭ জুলাই ২০২৫): কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- ভুঁড়ি কমাতে ভাত ছাড়তে হবে না, বদলাতে হবে অভ্যাস
- সৌদি আরবের নতুন আইন : প্রবাসীদের জন্য দারুন সুযোগ
- বেড়ে গেলো আজকের ওমান রিয়েল রেট
- গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে যা বলছে সরকার
- শুক্রবার মিলবে ১ জিবি ফ্রি ইন্টারনেট, কীভাবে পাবেন জানুন বিস্তারিত
- গোপালগঞ্জে উত্তেজনা চরমে: নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিলো বিজিবি
- বিদায় বেলায় দেশের সেরা অধিনায়কের নাম বলে গেলেন ইমরুল কায়েস