ফ্রি এজেন্ট হয়ে যাবেন রোনালদো, নিয়ে আসবে মেসিরা

খোদ কাতার আমির খলিফা বিন হামাদ আল থানির টুইটার পেজ থেকেই পোস্ট করা হলো একসঙ্গে মেসি এবং রোনালদোর ছবি। যেখানে রোনালাদোর ছবিটাও তৈরি করা হলো পিএসজির জার্সিতে। সেই টুইটে বেশ কয়েকটি ভাষায় লেখা হলো, ‘সম্ভবত।’
অর্থ্যাৎ, পিএসজির মালিক, কাতারের আমির কিংবা তার পরিবার খুবই আশাবাদী যে, সম্ভবত মেসি এবং রোনালদোকে তারা একই ক্লাবে, একই জার্সিতে খেলানোর জন্য নিয়ে আসতে পারবেন একই ছাতার নিচে। ফুটবলের দলবদলের বাজারে এখন যে পরিস্থিতি, এমনটা ঘটলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
বেশ কয়েকদিন আগে থেকেই গুঞ্জন উঠেছে, এ বছর না হোক অন্তত পরের বছর হলেও রোনালদোকে কিনে নিতে পারে পিএসজি। কারণ, আগামী বছর এমনিতেই জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে রোনালদোর। তখন তিনি হয়ে যাবেন ফ্রি এজেন্ট।
এরই মধ্যে লিওনেল মেসি আসার ফলে কিলিয়ান এমবাপেকে আর ধরে রাখতে পারছে না পিএসজি। বেশ কয়েকবার বেশ ভালো কিছু প্রস্তাব দেয়ার পরও এমবাপে সেগুলো প্রত্যাখ্যান করেছেন। যার ফলে পিএসজিও নিশ্চিত হয়ে গেছে যে, এমবাপে আর থাকছেন না পার্ক ডি প্রিন্সেসে। এরই মধ্যে তার মন-প্রাণ সবই চলে গেছে মাদ্রিদে।
সুতরাং, কিলিয়ান এমবাপে যদি চলেই যান, তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিনে নেয়ার ব্যাপারে আরও অনেক দুর এগিয়ে যাবে পিএসজি। রোনালদোরও আর মন টিকছে না জুভেন্টাসে। কারণ, গত ম্যাচে উদিনেসের বিপক্ষে নাকি নিজ ইচ্ছাতেই তিনি বসেছিলেন সাইডবেঞ্চে। এর একটাই কারণ, তোরিনো ছেড়ে আসতে চান সিআর সেভেন।
সব কিছুর পর কাতারি আমিরের আত্মীয়ের টুইট বেশ জ্বল্পনা-কল্পনার ঢাল-পালা গজিয়ে দিয়েছে। যদিও পিএসজি মালিকদের পক্ষ থেকে এমন টুইট কোনোভাবেই মেনে নিতে পারছেন না জুভেন্টাসের মালিক, ইতালিয়ান বিখ্যান ব্যবসায়িক পরিবার- অ্যাগনেলি ফ্যামিলির ল্যাপো এলকান।
তিনি বেশ ক্ষব্ধ হয়েই টুইট করেন, ‘সিআর সেভেন এখনও একজন জুভেন্টাসের ফুটবলার। নিয়মিতভাবেই অন্যকারো জার্সি তার গায়ে জড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো খুবই অসম্মানজনক একটি বিষয়। এমনকি স্টিকার হিসেবে প্রচার করাও মানা যায় না।’
‘যদি সে (রোনালদো) দল পরিবর্তন করে, যেখানেই সে যাক, অবশ্যই একজন মানুষ হিসেবে তিনি সম্মান পাওয়ার যোগ্য। বিশেষ করে একজন ক্রীড়াবীদ হিসেবে। আমাদের কাছে ফুটবলটা হচ্ছে এই প্রজন্মের জন্য একটা আবেগ।’ কাতারি আমির খলিফা বিন হামাদ আল থানি শুধু মেসি-রোনালদোর ছবি একসঙ্গে দিয়েই ক্ষান্ত হয়নি।
তিনি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়ুস জুনিয়রের ছবিও প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আপনার টেলিফোনের দিকে তাকান’। যেখানে ভিনিসিয়ুসের একটি গোল উদযাপন করার ছুবি দেয়া হয়েছে। এটা এখনও কেউ জানে না যে, ভিনিসিয়ুস জুনিয়রের জন্য পিএসজি ঝাঁপিয়েছে নাকি চিন্তা-ভাবনা করছে।
তবে, খলিফা বিন হামাদ আল থানির এই টুইট এখন নানা ধরনের জ্বল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। অতীতে এই ব্রাজিলিয়ান তারকাকে কিনতে চেয়েছিল পিএসজি। তবে তখন তারা রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায়। ওই সময় কিলিয়ান এমবাপেকে ছেড়ে দিয়ে ভিনিসিয়ুসকে কিনে নেয় রিয়াল।
এমবাপে থেকে যায় পিএসজিতে। চলতি মৌসুমে প্রথম দুই ম্যাচেই ৩ গোল করে ফেলেছেন ভিনিসিয়ুস। মনে করা হচ্ছে, সদ্য শুরু হওয়া মৌসুমে স্প্যানিশ লা লিগায় দারুণ কিছু করে দেখাবেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার।
- অবশেষে স্বপ্নপূরণ: প্রশংসার জোয়ারে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেষ সময়ে আবারও গোল : ৭ গোলে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- ৬ সেপ্টেম্বর সরকারি ছুটি: কারা ছুটি পাবেন ও কারা পাবেন না
- পাল্টে গেল বাজার, হঠাৎ কেন এই দাম হলো ইলিশের
- বাংলাদেশ বনাম ভারত:শেষ হলো ৯০ মিনিটের খেলা
- প্রেমিকার ফোন ব্যস্ত, রাগে গোটা গ্রামের বিদ্যুৎ কেটে দিলেন প্রেমিক
- আজ ড. মুহাম্মদ ইউনূসের ভাগ্য নির্ধারিত হতে পারে
- বাংলাদেশ বনাম ভারত: দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল
- ধানমন্ডিতে আওয়ামী লীগের হঠাৎ মিছিল, ককটেল বিস্ফোরণে চাঞ্চল্য
- অবশেষে মুখ খুললেন নুরুল হক নুরের স্ত্রী, মনের কষ্টে যা বললেন তিনি
- চিকিৎসককে যে সমস্যার কথা জানিয়েছেন নুর
- জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি : কড়া হুঁশিয়ারি দিয়ে যা বললো জামায়াত
- বাংলাদেশ বনাম ভারত: আবারও গোল, ৭০ মিনিট শেষ
- সৌদি আরবে আঘাত হানলো ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র
- দুবাই রাজকুমারীর নতুন বাগদান,আংটির দাম জানলে চমকে যাবেন