যেসব শর্তে মেনে রিয়ালে যেতে পারবে এমবাপে

রিয়াল মাদ্রিদও দলবদলের একেবারে শেষ মুহূর্তে এসে ঝোপ বুঝে কোপটা দিয়েছে। আনুষ্ঠানিকভাবেই ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে ফেলেছে পিএসজিকে। তবে, পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়ে দিয়েছেন, এমবাপে রিয়ালে যেতে পারবেন। তবে তাদের শর্ত মেনেই।
লিওনার্দো ইউরোপের ৫টি মিডিয়ার সঙ্গে কথা বলেন। যেখানে ছিল স্প্যানিশ পত্রিকা মার্কাও। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এমবাপে যেতে চাইলে তারা তার সামনে বাধা হয়ে দাঁড়াবে না। তবে শর্ত হলো, রিয়াল মাদ্রিদ থেকে তার যে ট্রান্সফার মূল্য প্রস্তাব করা হবে তা পিএসজির পছন্দ হতে হবে। না হলে নয়।
রিয়ালের ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাবকে যথেষ্ট মনে করছে না পিএসজি। লিওনার্দো বলেন, ‘রিয়াল মাদ্রিদ প্রস্তাব দিয়েছে। তবে আমরা এই প্রস্তাবকে যথেষ্ট মনে করছি না। আমি হয়তো সংখ্যাটা বলতে পারছি না। তবে সম্ভবত ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে তারা।’
লিওনার্দো আরো বলেন, ‘এটা তো আমরা এমবাপের জন্য যা ব্যায় করেছি (১৮০ মিলিয়ন ইউরো এবং অতিরিক্ত আরো এড অনস ছিল) তার চেয়ে অনেক কম। এত কম দিয়ে তো আমরা কোনো খেলোয়াড়কে ছেড়ে দিতে পারবো না।’
পিএসজির স্পোর্টিং ডিরেক্টর বলেন, ‘আমরা এমবাপেকে রাখার জন্য সবকিছুই করেছি। গত এক সপ্তাহ ধরে তাকে বুঝিয়েছি এবং এখনও পর্যন্ত আমরা আমাদের পরিকল্পনা থেকে সরে আসিনি। কিলিয়ানকে কেন্দ্রবিন্দুতে রেখেই আমরা আমাদের প্রজেক্ট সাজিয়েছি। কিন্তু এসবের কিছুতেই নেই সে।’
তবে লিওনার্দো রিয়ালের সমালোচনা করেন এ সময়। তিনি অভিযোগ করে বলেন, ‘রিয়াল নিয়মিত এমবাপেকে উস্কানি দিয়ে যাচ্ছে। এ কারণেই আমাদের এত সুন্দর প্রস্তাব সত্ত্বেও সে কোনোটাতেই রাজি হচ্ছে না।’
জানা গেছে, এমবাপেকে যখন পিএসজি দলে নিয়েছিল, তখন তাকে প্রতিশ্রুতি দিয়েছিল, যখন সে রিয়ালে যেতে চাইবে তা মেনে নেবে পিএসজি। ২০১৭ সালে এ শর্ত দিয়েই এমবাপেকে দলে নিয়েছিল তারা। এখন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি এবং ডিরেক্টর লিওনার্দো- দু’জনই বলছেন তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। তবে তা তাদের প্রত্যাশার সঙ্গে মিলতে হবে।
- মাহেদির ইতিহাস, হরভজনের ১৩ বছরের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বাংলাদেশের দাপট
- সবাইকে অবাক করে ম্যান অব দ্যা সিরিজ হলেন যে ক্রিকেটার
- নতুন ঘোষণা দিলেন এনসিপির শীর্ষ নেতারা
- আজকের ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হলেন যে টাইগার ক্রিকেটার
- গোপালগঞ্জ নিয়ে নতুন ঘোষণা দিলেন নাহিদ ইসলাম
- আজকের সৌদি রিয়াল রেট (১৭ জুলাই ২০২৫): কিভাবে টাকা পাঠালে বেশি টাকা পাবেন
- সৌদি আরবের নতুন আইন : প্রবাসীদের জন্য দারুন সুযোগ
- রণক্ষেত্র গোপালগঞ্জ
- গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে যা বলছে সরকার
- বেড়ে গেলো আজকের ওমানি রিয়াল রেট (১৬ জুলাই ২০২৫)
- গোপালগঞ্জে উত্তেজনা চরমে: নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিলো বিজিবি
- ৩৯ মিনিটের জন্য বন্ধ আন্তর্জাতিক বিমানবন্দর, আতঙ্কে যাত্রী ও কর্তৃপক্ষ
- শেষ হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-২০ ম্যাচ
- ১৬ জুলাই ২০২৫: মালয়েশিয়া থেকে টাকা পাঠানোর আগে জেনে নিন আজকের রিংগিত রেট
- বেড়েছে কাতার রিয়ালের রেট (১৭ জুলাই ২০২৫)