সব পুরস্কার নিজের ঝুলিতে ভরে যা বললেন সাকিব

আনজুমকে সাকিব মনে করিয়ে দিলেন সেটিই। এরপর লাসিথ মালিঙ্গার কথা মনে করিয়ে দেওয়া হলো সাকিবকে। তবে সাকিব একটু বিস্মিতই হলেন। জবাব দিলেন, ‘আমার মনে হয় না সে এক হাজার রান করেছে।’ আগের ম্যাচেই ড্যান ক্রিশ্চিয়ানের হাতে এক ওভারে ৫ ছক্কা খেয়েছিলেন সাকিব।
সেটা ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম বাজে একটি ওভার। যার সুবাদে সফরে একমাত্র জয়টি পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে সাকিব তো চ্যাম্পিয়ন খেলোয়াড়, ভেঙে পড়ার পাত্র নন। পরের ম্যাচে কী দারুণ প্রত্যাবর্তনটাই না করলেন তিনি! ৩.৪ ওভারে স্রেফ ৯ রান দিয়ে তার শিকার ৪ উইকেট।
সাকিবের এমন প্রত্যাবর্তনে তিনি কি রক্ত-মাংসে গড়া একজন নাকি কোনো অতিমানব! সব পুরস্কার নিজের ঝুলিতে ভরে মুচকি হাসিতে সাকিব জানালেন, তিনি মানব সম্প্রদায়েরই একজন। কৃতিত্ব দিলেন সতীর্থদের ও পারিপার্শ্বিকতাকে।
বললেন, “অবশ্যই আমি মানুষ (হাসি)…(বাজে পারফরম্যান্সে) প্রভাবিত অনেকেই হয়, অনেকে হয় না। আমি হয়তো নিজেকে ওইভাবে তৈরি করে নিতে পেরেছি। আমার চারপাশটাই অমন যেখানে আমাকে প্রভাবিত করার সম্ভাবনা (শঙ্কা) কম থাকে। সেদিক থেকে আমি অনেক ভাগ্যবান।”
এই ম্যাচে সাকিবের প্রাপ্তি শুধু এখানেই নয়। নাম লেখা হয়ে গেছে তার ইতিহাসেও। ম্যাচে চার উইকেটের দ্বিতীয়টি ছিল শততম টি-টোয়েন্টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট ও ১ হাজার রানের ‘ডাবল’ অর্জন করা প্রথম ক্রিকেটার তিনিই।
সাকিব তার এই সাফল্যের কৃতিত্ব দিলেন সতীর্থদের, সঙ্গে প্রত্যয় জানালেন এভাবেই দলে অবদান রেখে যাওয়ার। বললেন, “অবশ্যই ভালো লাগে এরকম কোনো অর্জন যখন হয়। ব্যক্তিগত অর্জনগুলো অবশ্যই অনুপ্রাণিত করে দলের হয়ে ভালো খেলার জন্য।
তবে এ যাবৎকালে যতজন সতীর্থের সঙ্গে খেলেছি, তাদের সাপোর্ট না পেলে এটা কখনোই সম্ভবত হতো না। তাদের সাপোর্ট, কোচিং স্টাফ-দর্শক, সবার সাপোর্ট অনেক গুরুত্বপূর্ণ ছিল। খুবই খুশি (আমি) এবং আমার মনে হয়, আমি আরও অনেক দিন অবদান রাখতে পারব। সেই চেষ্টাই থাকবে আমার।”
- শোক সংবাদ : জামায়াত আমির শফিকুর রহমানের পরিবারে শোকের ছায়া
- বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবে কিনা, জানিয়ে দিল আইসিসি
- বড় দু:সংবাদ : বিপদে বাংলাদেশ ক্রিকেট দল, মহাচিন্তায় অধিনায়ক মিরাজ
- ক্রিকেট ইতিহাসে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের তানভীর ইসলাম
- অপারেশন সিঁদুরে পাকিস্থানের বিরুদ্ধে ভারতীয় সেনা নিহতের সংখ্যা জানলে চমকে যাবেন
- আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ
- মাশরাফির যে এক কথাতেই ভাইরাল বাংলাদেশ ক্রিকেট
- আজ বাংলাদেশের বাজারে ১৮,২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- শেখ হাসিনার লন্ডন যাত্রা নিয়ে যা জানা গেছে
- তছনছ হয়ে গেছে ক্রিকেটের রেকর্ডবুক, সৃষ্টি হলো নতুন ইতিহাস
- নাভিতে যে তেল দিলেই মিলবে যৌ‘বন
- ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫: কার বিপক্ষে কে? চূড়ান্ত হলো সেমিফাইনাল সূচি!
- ২০৫০ সালের মধ্যে হারিয়ে যাবে যে দেশ
- প্রবাসীদের জন্য সুখবর, ডলারসহ সব মুদ্রার সর্বশেষ হালনাগাদ রেট"
- বড় সুখবর! এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু, আসছে নতুন সিস্টেম