| ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

তছনছ হয়ে গেছে ক্রিকেটের রেকর্ডবুক, সৃষ্টি হলো নতুন ইতিহাস

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৫ জুলাই ০৬ ১৭:০০:৩৬
তছনছ হয়ে গেছে ক্রিকেটের রেকর্ডবুক, সৃষ্টি হলো নতুন ইতিহাস

ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে রীতিমতো আগুন ঝরছে শুভমান গিলের ব্যাটে। হেডিংলিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৭ রান করেছিলেন, তবে দল জেতেনি।

সেই ক্ষোভ থেকেই কি না গিল এজবাস্টন টেস্টে আরও ধারালো করেছেন নিজের ব্যাটটা। দুই ইনিংস মিলে করেছেন ৪৩০ রান। অথচ ভারতের বাঘা বাঘা ব্যাটারদের কেউই কখনও এক টেস্টে ৪০০ রানের গণ্ডি পেরোতে পারেননি।

দুর্দান্ত ফর্মে থাকা এই ভারতীয় অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে চলমান এই টেস্টের প্রতিদিনই নতুন নতুন রেকর্ডে নাম তুলে চলেছেন। ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ প্রবাদের পুরো বাস্তবায়ন ঘটছে গিলের পারফরম্যান্সে। ইংলিশদের বিপক্ষে চতুর্থ দিন থেকেই ভারত জয়ের সুবাস পেতে শুরু করেছে। প্রথম ইনিংসে তারা ৫৮৭ রান করার পর ইংলিশরা থামে ৪০৭ রানে। ১৮০ রানের সেই লিড মিলিয়ে দ্বিতীয় ইনিংস শেষে সফরকারী ৬০৭ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। জবাবে চতুর্থ দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৩ উইকেটে ৭২ রান।

১০১৪দুই ইনিংস মিলিয়ে ভারত এই টেস্টে ১০১৪ রান করেছে। যা তাদের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার এক হাজার রানের মাইলফলক। সবমিলিয়ে কেবল ৬টি দেশ এক টেস্টে ১০০০ রান করতে পেরেছে। এর মধ্যে ভারতের অবস্থান চারে। এর আগে টেস্টের দুই ইনিংসে ভারতের সর্বোচ্চ রান ছিল ৯১৬ (অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০০৪)।

টেস্টে সর্বোচ্চ ১১২১ রান করার বিশ্বরেকর্ড রয়েছে ইংল্যান্ডের দখলে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৭৮)। এ ছাড়া পাকিস্তান ১০৭৮ (প্রতিপক্ষ ভারত, ২০০৬), অস্ট্রেলিয়া ১০২৮ (প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৯৩৪), অস্ট্রেলিয়া ১০১৩ (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ১৯৬৯) ও দক্ষিণ আফ্রিকা ১০১১ রান (প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৯৩৯) করার নজির আছে।

৪৩০এখন পর্যন্ত মাত্র ৫ জন ব্যাটার এক টেস্টে চারশ’র বেশি রান করেছেন। সেই তালিকায় দুইয়ে উঠে গেলেন শুভমান গিল। এজবাস্টন টেস্টের দুই ইনিংস মিলে তার রান ৪৩০। গিলের ওপরে আছেন কেবল ইংল্যান্ডের গ্রাহাম গুচ (৪৫৬)। এ ছাড়া টেস্টে এমন কীর্তি আছে– অস্ট্রেলিয়ার মার্ক টেলর (৪২৬), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৪২৪) ও ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার (৪০০)।

১১৪৩০ রান করার পথে ইংলিশদের বিপক্ষে ১১টি ছয় হাঁকিয়েছেন গিল। যা এক টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। তার ওপরে আছেন কেবল রোহিত শর্মা (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ ছক্কা) ও যশস্বী জয়সওয়াল (ইংল্যান্ডের বিপক্ষে ১২ ছক্কা)।

১৫০+এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ রান করা গিল দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেছেন। বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে টানা দুই ইনিংসেই ১৫০+ রানের ইনিংস খেললেন তিনি। তার আগে একই কীর্তি আছে কেবল অজি কিংবদন্তি অ্যালান বোর্ডারের। পাকিস্তানের বিপক্ষে তিনি ১৯৮০ সালে লাহোর টেস্টে ১৫০* ও ১৫৩ রানের ইনিংস খেলেন।

এ ছাড়া বিশ্বের প্রথম কোনো ব্যাটার হিসেবে একই টেস্টে আড়াইশ ও দেড়শ রান করার বিশ্বরেকর্ডও হয়েছে গিলের।

৫৮৫এখন পর্যন্ত দুই টেস্ট মিলিয়ে গিলের ব্যাটে এসেছে ৫৮৫ রান। যা বিশ্বের প্রথম কোনো অধিনায়কের শুরুর দুই টেস্টে এত রান।

১০০+১০০+১০০বিশ্বের মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসেবে নিজের প্রথম দুই টেস্টে তিনটি সেঞ্চুরি করেছেন গিল। এর আগে এই রেকর্ডটি ছিল কেবল বিরাট কোহলির। এ ছাড়া সাত অধিনায়কের প্রথম দুই টেস্টে দুটি করে সেঞ্চুরির রেকর্ড আছে– বিজয় হাজারে, জ্যাকি ম্যাকগ্লিউ, গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাস্কার, অ্যালিস্টার কুক, স্টিভেন স্মিথ ও ধনাঞ্জয়া ডি সিলভা।

এ ছাড়া এজবাস্টন টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে আরেকটি তালিকায় নাম লেখান গিল। এদিক থেকে তিনি তৃতীয় ভারতীয় অধিনায়ক। এর আগে এমন রেকর্ড গড়েন গাভাস্কার ও কোহলি।

ফুটবল

ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫: কার বিপক্ষে কে? চূড়ান্ত হলো সেমিফাইনাল সূচি!

ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫: কার বিপক্ষে কে? চূড়ান্ত হলো সেমিফাইনাল সূচি!

নিজস্ব প্রতিবেদক:যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫ এখন চরম উত্তেজনার মোড়কে। ৩২ দলের মহাযুদ্ধ ...

রেকর্ড ও গোল বন্যায় শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

রেকর্ড ও গোল বন্যায় শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

নিজস্ব প্রতিবেদক:নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে প্রথমার্ধেই যা দেখিয়েছে বাংলাদেশ, সেটাই যথেষ্ট ছিল তুর্কমেনিস্তানকে ...



রে