| ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

আফগান সিরিজ দিয়ে মাঠে ফিরছে জুনিয়র টাইগাররা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জুলাই ২৮ ১৪:৩৮:০২
আফগান সিরিজ দিয়ে মাঠে ফিরছে জুনিয়র টাইগাররা

সূচি অনুযায়ী আগামী বিশ্বকাপ এক বছরও বাকি নেই। কিন্তু এখনো আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর নতুন দলটির। করোনাভাইরাসের কারণে থমকে গেছে সব।

গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল যুব টাইগারদের। ভারতে হওয়ার কথা ছিল দুই দলের লড়াই। শেষপর্যন্ত এই সিরিজ আর মাঠে গড়ায়নি। এরপর প্রায় বন্ধ হয়ে আছে অনূর্ধ্ব-১৯ দলের কার্যক্রম। ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে আবার ব্যস্ততা বাড়ছে অনূর্ধ্ব-১৯ দলের। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগান যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগেই শুরু হবে অনুশীলন ক্যাম্প।

বিসিবির গেম ডেভলপমেন্টের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দলের একটি হোম সিরিজ আছে আগামী সেপ্টেম্বরে‌। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল এখানে খেলতে আসবে। আমরা আশাবাদী, এই সিরিজের আগে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আমরা দুই সপ্তাহের একটি ক্যাম্প শুরু করব।’

পাকিস্তানের সঙ্গে আমাদের আলোচনা চলছে। ওদের কিছু কমিটমেন্ট আছে, আমাদেরও কিছু কমিটমেন্ট আছে। অনেক সময়ই ওদের কমিটমেন্টের সঙ্গে আমাদের কমিটমেন্ট মিলছে না, আবার আমাদের সঙ্গে ওদের কমিটমেন্ট মিলছে না। দেখা যায় আমাদের দল যে সময় ফ্রি আছে, তখন তারা সময় বের করতে পারছে না।আবু এনাম মোহাম্মদ কায়সার, ম্যানেজার, গেম ডেভেলপমেন্ট বিভাগ, বিসিবিমার্চে আফগানিস্তানের বিপক্ষে স্থগিত হওয়া সিরিজে ৫টি ওয়ানডে ম্যাচের সঙ্গে ১টি চার দিনের ম্যাচ খেলার কথা ছিল জুনিয়র টাইগারদের। সেই সিরিজটিই এবার ঘরের মাঠে হচ্ছে বলে জানালেন কায়সার।

এদিকে একমাত্র চারদিনের ম্যাচের সঙ্গে ৫টি ওয়ানডে ম্যাচ খেলতে গত এপ্রিলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশে আসার কথা ছিল। সেই সিরিজটি স্থগিত হয়ে যায় করোনাভাইরাসের কারণে। এই সিরিজ নিয়েও আলোচনা চলছে দুই বোর্ডের। বিশ্বকাপে আগে ফাঁকা সময়ে মাঠে গড়াবে এই সিরিজ।

কায়সার বলছিলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের আলোচনা চলছে। ওদের কিছু কমিটমেন্ট আছে, আমাদেরও কিছু কমিটমেন্ট আছে। অনেক সময়ই ওদের কমিটমেন্টের সঙ্গে আমাদের কমিটমেন্ট মিলছে না, আবার আমাদের সঙ্গে ওদের কমিটমেন্ট মিলছে না। দেখা যায় আমাদের দল যে সময় ফ্রি আছে, তখন তারা সময় বের করতে পারছে না।’

সঙ্গে যোগ করেন তিনি, ‘তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। বিশ্বকাপের আগে সুবিধাজনক সময়ে এই সিরিজ হবে। হোম সিরিজ হোক বা অ্যাওয়ে সিরিজ হোক, পাকিস্তানের সঙ্গে আমরা সিরিজ খেলব। তবে এখনই নির্দিষ্ট কোন দিনক্ষণ চূড়ান্ত নয়।’

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলে আকবর আলীর দল। এবার চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার মিশন নতুন অনূর্ধ্ব-১৯ দলের সামনে। তবে করোনাভাইরাসের কারণে আকবর-শামীমদের মতো প্রস্তুতি নিতে পারছে না এবারের দলটি। কায়সার জানালেন, তবুও অন্যদের তুলনায় প্রস্তুতিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বেশ এগিয়ে।

বিসিবির গেম ডেভলপমেন্টের ম্যানেজার বলেন, ‘গতবছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের পর থেকে অনূর্ধ্ব-১৯ এর কোন দলই ম্যাচ খেলেনি। যদি কোন দল খেলে, আমরাই প্রথম দল হিসেবে খেলতে নামব।’আরও জানান কায়সার, ‘গতবারের তুলনাই এবার অনুশীলনে তো অবশ্যই ঘাটতি আছে। তবে তখনকার সঙ্গে এখনকার পরিস্থিতি তুলনা করা ঠিক হবে না। এবার কিন্তু কোনো দলই প্রস্তুত না। তবে এতটুকু বলতে পারি, অন্যান্য দলগুলোর তুলনায় প্রস্তুতিতে আমরা এগিয়ে আছি। আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ এখনো খেলা হয়নি যদিও, কিন্তু প্রস্তুতিতে আমরাই এগিয়ে আছি।’

ক্রিকেট

শান্তরপর দল থেকে বাদ পড়লেন আরও এক ক্রিকেটার, আবারও দল ঘোষণা করল বিসিবি

শান্তরপর দল থেকে বাদ পড়লেন আরও এক ক্রিকেটার, আবারও দল ঘোষণা করল বিসিবি

চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম ম্যাচ, যেখানে ...

“স্মিথ-ব্রুকের ৩০৩ রানের রেকর্ডজুটি! ইংল্যান্ডে শঙ্কিত ভারত এক ডিগ্রী এগিয়ে”

“স্মিথ-ব্রুকের ৩০৩ রানের রেকর্ডজুটি! ইংল্যান্ডে শঙ্কিত ভারত এক ডিগ্রী এগিয়ে”

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়েছিল ইংল্যান্ড। সেখান ...

ফুটবল

মেসি : ৮, রোনালদো : ৫, ব্যালন ডি’অর থেকে জনপ্রিয়তা, আবারও জমে উঠেছে 'গোট' বিতর্ক

মেসি : ৮, রোনালদো : ৫, ব্যালন ডি’অর থেকে জনপ্রিয়তা, আবারও জমে উঠেছে 'গোট' বিতর্ক

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সের কাঁটা ছুঁয়ে ...

বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: আজ নতুন সময়ে শুরু হবে ম্যাচ, জেনেনিন সূচি

বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: আজ নতুন সময়ে শুরু হবে ম্যাচ, জেনেনিন সূচি

নিজস্ব প্রতিবেদক:এক সময় বাংলাদেশ নারী ফুটবল মানেই ছিল গ্যালারির নীরবতা, মানুষের অনাগ্রহ আর ধারাবাহিক হতাশা। ...



রে