| ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

রানের বন্যায় ভেসে রেকর্ডবুকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জুলাই ১৭ ১২:০৯:০১
রানের বন্যায় ভেসে রেকর্ডবুকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

জানেমান ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ১৬৯ বলে ১৬ চার ও ৬ ছয়ের মারে ১৭৭ রান করেছেন । আর ডি ককের ১২০ রান করতে লেগেছে ৯১ বল। যেখানে ছিল ১১ চার ও ৫ ছয়ের মার। এ দুজনের ব্যাটে ওলটপালট হয়েছে রেকর্ডবুকের পাতা। নতুন কীর্তিতে নাম তুলেছেন জানেমান।

ম্যাচটিতে দুই ওপেনার মিলে করছেন ২৯৭ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো নির্দিষ্ট ম্যাচে দুই ওপেনারের করা এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। তারা ভেঙেছেন হাশিম আমলা ও রাইলি রুশোর ২০১৫ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ২৮১ রানের রেকর্ড। এছাড়া উদ্বোধনী জুটিতে ২২৫ রান দক্ষিণ আফ্রিকার পক্ষে পঞ্চম সর্বোচ্চ।

ওয়ানডে ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৬ ইনিংসে দুই ফিফটি ও দুই সেঞ্চুরিতে ৪৮৩ রান করেছেন জানেমান মালান। ওয়ানডেতে প্রথম ৬ ইনিংসে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম ৬ ইনিংসে চারশর বেশি রান করা অন্য ক্রিকেটার হলেন ইনজামাম উল হক (৪০৬)।

ক্যারিয়ার সর্বোচ্চ ১৭৭ রানের ইনিংস খেলার পথে ১৬৯ বল খেলেছেন জানেমান। দক্ষিণ আফ্রিকার পক্ষে এক ওয়ানডেতে সর্বোচ্চ বল খেলার রেকর্ড এটি। প্রায় ১৫ বছর আগে ভারতের বিপক্ষে ১৬০ বল খেলেছিলেন জ্যাক ক্যালিস। সেই রেকর্ড ভাঙলেন জানেমান।

সবমিলিয়ে ৫০ ওভারের ওয়ানডে ক্রিকেটে জানেমানের ১৬৯ বলের চেয়ে বেশি খেলার নজির রয়েছে মাত্র দুজন ক্রিকেটারের। ২০১৪ সালের শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রান করার পথে ১৭৩ বল খেলেছিলেন রোহিত শর্মা। ২০০৭ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩৭ রান করতে ১৭২ বল খেলেছিলেন কানাডার আশিষ বাগাই।

সব ইতিবাচক রেকর্ডের ভিড়ে নেতিবাচক কীর্তিও গড়েছেন জানেমান। ওয়ানডে ক্রিকেটে ১৭০-র বেশি রানের ব্যক্তিগত ইনিংস রয়েছে মোট ৫২টি। এর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন স্ট্রাইকরেট জানেমানের (১০৪.৭৫)। এ তালিকায় সবার ওপরে গ্লেন টার্নার। তিনি ১৯৭৫ সালে ২০১ বলে করেছিলেন ১৭১* রান, স্ট্রাইকরেট ছিল ৮৫.০৭ মাত্র।

ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরিতে ১২০ রান করার পথে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ডি কক। তিন ফরম্যাট মিলে ১০ হাজারের বেশি রান করা সপ্তম উইকেটরক্ষক ব্যাটসম্যান তিনি। তবে তার আগের কেউই ৩০ বছর হওয়ার আগে এ কীর্তি গড়তে পারেননি।

দক্ষিণ আফ্রিকার করা ৩৪৬ রানের জবাবে আয়ারল্যান্ডের ইনিংস থেমেছে ২৭৬ রানে। যেখানে বড় অবদান ৮ নম্বরে নেমে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলা সিমি সিংয়ের। ওয়ানডে ক্রিকেটে ৮ বা তার নিচে নেমে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান সিমি সিং। এতদিন ধরে ৮ বার তার নিচে নেমে সর্বোচ্চ ইনিংস ছিল স্যাম কুরান ও ক্রিস ওকসের করা ৯৫ রান।

ক্রিকেট

শ্রীলঙ্কা ছাড়ছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স, থাকছেন না দলের সাথে

শ্রীলঙ্কা ছাড়ছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স, থাকছেন না দলের সাথে

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স ব্যক্তিগত চিকিৎসাজনিত কারণে শ্রীলঙ্কা সফরের মাঝপথেই দল ছেড়ে ...

আইসিসির নতুন র‍্যাঙ্কিং প্রকাশ, শীর্ষে একাদশের দুই ক্রিকেটার

আইসিসির নতুন র‍্যাঙ্কিং প্রকাশ, শীর্ষে একাদশের দুই ক্রিকেটার

আইসিসি বুধবার (২ জুলাই) তাদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। সাপ্তাহিক হালনাগাদে সুসংবাদ পেয়েছেন শুধু বাংলাদেশের ...

ফুটবল

ব্রাজিল বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যা বললেন অধিনায়ক

ব্রাজিল বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যা বললেন অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক : নারী ফুটবলে রচিত হচ্ছে বাংলাদেশের নতুন ইতিহাস। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল ...

বিশ্বকাপের এক বছর আগেই ‘ফাঁস’ হলো আর্জেন্টিনার নতুন জার্সি

বিশ্বকাপের এক বছর আগেই ‘ফাঁস’ হলো আর্জেন্টিনার নতুন জার্সি

নিজস্ব প্রতিবেদক : ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে বাকি এখনও প্রায় এক বছর। কিন্তু ফুটবল ...



রে