কফি খাচ্ছিলাম, চিল করছিলাম—মুহূর্তেই দেখি পাঁচ উইকেট নেই : তাসকিন

ওয়ানডে ক্রিকেটে ২৪৫ রানের লক্ষ্য এখনকার সময়ে আর খুব একটা চ্যালেঞ্জিং মনে হয় না। বিশেষ করে যখন ১৬ ওভার শেষে স্কোরবোর্ডে ভেসে ওঠে ১০০ রান আর হাতে থাকে ৯ উইকেট—তখন তো কাজটা আরও সহজ! কিন্তু রান তাড়া করতে নামা দলটা যখন বাংলাদেশ তখন তো কিছুটা চিন্তা থাকেই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল যেন নিজেদের পুরোনো চেনা পথেই হাঁটল। একেবারে অপ্রত্যাশিতভাবে ধসে পড়ল ব্যাটিং লাইনআপ, হারিয়ে ফেলল ৯ উইকেট মাত্র ২৫ রানের ব্যবধানে।
ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কার ২৪৫ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানে। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হলো নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দলকে।
ম্যাচ শেষে হতাশা আর বিস্ময়ের সুর তাসকিন আহমেদের কণ্ঠে। সংবাদ সম্মেলনে এসে নিজের হতভম্ব অবস্থা জানিয়ে দেন এই ডানহাতি পেসার, ‘অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি।
আমরা খুব ফুরফুরে মেজাজে ছিলাম, কফি খাচ্ছিলাম, চিল করছিলাম। কিন্তু মুহূর্তেই দেখি পাঁচ উইকেট পড়ে গেছে।’ তবে এই হারের পরও হাল ছাড়তে রাজি নন তাসকিন। বিশ্বাস করছেন, সিরিজের বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে দল।
তাসকিন বলেন, ‘আমি জানি সমর্থক যারা আছে, তারা চায় আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে, কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না। খারাপ লাগবেই। আমরা চেষ্টা করছি।
সমর্থকদের সরি বলছি, সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি।’তবে হতাশার মধ্যেও আশার কথা শুনিয়েছেন এই পেসার, ‘আমরা সব সমস্যা দ্রুত কাটিয়ে উঠব। আমরা ভালো জয় উপহার দেব। স্বপ্ন দেখা ছাড়া তো সামনে এগোনো যায় না। আমরা কষ্ট করছি।’
বাংলাদেশ দল একেবারে হালকা প্রতিপক্ষ নয় মনে করিয়ে দিয়ে তাসকিন বলেন, ‘আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটাও বাজে দল না। আমাদের সবারই ভালো খেলার সামর্থ্য আছে।’
সেই সামর্থ্যের প্রমাণ দেওয়ার সুযোগ এবার খুব কাছেই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৫ জুলাই, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। সেই ম্যাচ এখন বাংলাদেশের জন্য ফাইনালের মতো। হেরে গেলে হাতছাড়া হবে সিরিজও।
- ভয়াবহ দুর্ঘটনা! রোনাল্ডোর গাড়ি দুমড়ে মুচড়ে গেল, মৃ’ত্যু’র পথে রোনাল্ডো,জেনেনিন আসল তথ্য
- সাহাবুদ্দিন চুপ্পু আউট কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি
- আজ এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা
- হঠাৎ পাল্টে গেল স্বর্ণের দর
- ৩ গোলে শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল
- একলাফে কমে গেলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম
- পাঁচ দিন বন্ধ থাকবে যে ব্যাংকের সকল কার্যক্রম
- ইরানের কাছ থেকে লিখিত বার্তা পেল সৌদি আরব, যা যা লেখা আছে সেই চিঠিতে
- প্রবাসে যেতে আগ্রহীদের জন্য সুখবর : ৪০ হাজার কর্মী নেয়ার ঘোষণা দিলো যে দেশ
- শেষ আটে কঠিন প্রতিপক্ষ পেল রিয়াল ও পিএসজি, দেখেনিন সূচি
- মুশফিক-মাহমুদউল্লাহর জায়গায় যাদের ভাবছেন মিরাজ, জানলে চমকে যাবেন
- ২২ ক্যারেট সোনার দাম: বাংলাদেশে আজ স্বর্ণের মূল্য কত
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৩ ওভারে ৬ উইকেট, নাটকীয় ভাবে শেষ হলো ম্যাচ
- ওমান প্রবাসীরা সকলেই সাবধান
- শেখ হাসিনাকে যত দিনের কারাদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল