| ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

আজ যেন আবারও ফিরে এলো ৮ বছর আগের সেই জয়

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জুলাই ১৬ ২৩:১০:৫৩
আজ যেন আবারও ফিরে এলো ৮ বছর আগের সেই জয়

তবে আনন্দের মাঝে শঙ্কার খবর হলো, ওই সিরিজে এমন দাপুটে শুরু করেও পরের দুই ম্যাচে আর পারেনি বাংলাদেশ।

৬ এবং ৭ উইকেটের দুটি সহজ জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছিল ব্রেন্ডন টেলরের দল। এবার কি ভাগ্য বদলাবে? বলার অপেক্ষা রাখে না, ২০১৩ সালের ওই সিরিজের পর আর জিম্বাবুয়ে সফরেই যায়নি বাংলাদেশ দল। ৮ বছর পর এবারই প্রথম জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ খেলছে টাইগাররা।

মাঝের ৮ বছর জিম্বাবুইয়ানদের বিপক্ষে বাংলাদেশ অংশ নিয়েছে ১৬ ওয়ানডেতে। সবকটি খেলাই হয়েছে দেশের মাটিতে। আর সবগুলো ম্যাচই জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। আজ আবার জিম্বাবুয়ের মাটিতে খেলতে নেমে সহজ ও অনায়াস জয় টাইগারদের।

ইতিহাস-পরিসংখ্যান জানাচ্ছে, ২০১৩ সালের ৩ মে বুলাওয়েতে বাংলাদেশ ৮ উইকেটে করেছিল ২৬৯ রান। সর্বোচ্চ স্কোরার ছিলেন নাসির হোসেন (৬৭ বলে ৬৮)। এছাড়া রান করেছিলেন মুমিনুল হক (৩৮), তামিম ইকবাল (২৭), আশরাফুল (২৯) আর মাহমুদউল্লাহ (৩৬)। তবে তারা কেউই ম্যাচসেরা হননি।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছিল পেসার জিয়াউর রহমানের হাতে। নিজের ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিং (৯-১-৩০-৫) করে বাংলাদেশের জয়ের রূপকার ছিলেন জিয়া। তার দুর্দান্ত বোলিংয়েই মাত্র ১৪৮ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ের ইনিংস।

আজ ১৬ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে এবারের সিরিজের প্রথম ওয়ানডেটি যেন সেই ম্যাচেরই চিত্রনাট্যে সাজানো। এবারও তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে বাংলাদেশ বিরাট জয়ে শুরু করেছে। ৮ বছর আগের সেই ম্যাচের মত আজও বাংলাদেশের এক বোলার ঠিক ৩০ রানে ৫ উইকেট দখল করেছেন।

এবারের সেই ৫/৩০ টিম বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের হাতে। ম্যাচে ৯.৫ ওভার বোলিং করে ৩ মেডেনসহ ৩০ রানে ৫ উইকেট শিকারি সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের বাঁহাতি স্পিনে মাত্র ১২১ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। পার্থক্য একটাই, ওই ম্যাচে টাইগারদের কেউ সেঞ্চুরি করতে পারেননি।

আজ শতরান করেছেন ওপেনার লিটন দাস। অধিনায়ক তামিম ইকবালের সাথে ব্যাট হাতে ইনিংসের সূচনা করে লিটন দাস উপহার দিয়েছেন ১১৪ বলে ১০২ রানের দারুণ ইনিংস। তার সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের চতুর্থ উইকেটে ৯৩ রানের ঘুরে দাঁড়ানো জুটি (মাহমুদউল্লাহর অবদান ৩৩)

আর শেষদিকে আফিফ হোসেনের ৩৫ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে ৯ উইকেটে ২৭৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। অন্যদিকে বোলিংয়ে যা করার সাকিব একাই করেছেন। তিনিই বাঁহাতি ভেল্কিতে জিম্বাবুইয়ান ইনিংসের অর্ধেকটা গুঁড়িয়ে দেন। বাকিদের কেউ ২ উইকেটও পাননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ইতিহাস গড়লেন শুভমান গিল

ভারতের ৯৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ইতিহাস গড়লেন শুভমান গিল

নিজস্ব প্রতিবেদক : শুভমান গিল—ভারতীয় ক্রিকেটের নতুন পোস্টার বয়। ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে ফেললেন এই ...

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৩ ওভারে ৬ উইকেট, নাটকীয় ভাবে শেষ হলো ম্যাচ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৩ ওভারে ৬ উইকেট, নাটকীয় ভাবে শেষ হলো ম্যাচ

নিজস্ব প্রতিবেদক:তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু বাস্তবে মিললো হঠাৎ ধস আর একতরফা ...

ফুটবল

ব্রেকিং নিউজ: গাড়ি দুর্ঘটনায় আরেক তারকার মৃত্যু

ব্রেকিং নিউজ: গাড়ি দুর্ঘটনায় আরেক তারকার মৃত্যু

স্পেনের জামোরায় আকস্মিক এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ইংল্যান্ডের ‘স্কাই ...

বিশ্বকাপের এক বছর আগেই ‘ফাঁস’ হলো আর্জেন্টিনার নতুন জার্সি

বিশ্বকাপের এক বছর আগেই ‘ফাঁস’ হলো আর্জেন্টিনার নতুন জার্সি

নিজস্ব প্রতিবেদক : ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে বাকি এখনও প্রায় এক বছর। কিন্তু ফুটবল ...



রে