| ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ব্রাজিলের বিপক্ষে মেসির সঙ্গে আক্রমণভাবে থাকবেন যে দুইজন

খলাধুলা ডেস্ক . স্পোর্টস ওয়ার ২৪
২০২১ জুলাই ১০ ২২:৫৪:৩৬
ব্রাজিলের বিপক্ষে মেসির সঙ্গে আক্রমণভাবে থাকবেন যে দুইজন

ছক এঁটে ফেলেছেন স্কালোনি। ৪-৩-২- ১ ফরম্যাশনে খেলার সম্ভাবনা বেশি মেসিদের। এখন পর্যন্ত কোন ১১ জনকে নিয়ে নামবেন মাঠে তা ঘোষণা করেননি তিনি।

তবে একাদশে কয়েকজনের নাম চূড়ান্ত এমনিতেই। যেমন গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ থাকছেন তা নিশ্চিতভাবেই। তাকে না নিলে স্কালোনিকে অবিবেচক বা বোকার খাতায় ফেলবে সমর্থকরা। টাইব্রেকারে কলম্বিয়াকে অবিশ্বাস্যভাবে রুখে দিয়ে দলকে ফাইনালে যে তিনিই এনেছেন।

এদিকে রক্ষণভাগে নিকোলাস ওতামেন্দির উপস্থিতিও নিশ্চিত। মাঝ মাঠে গুইদো রদ্রিগেজ ও রদ্রিগো ডি পল নিশ্চিত। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজের থাকাও নিশ্চিত। মোটামুটি ১১ জনের মধ্যে ৬ জন চূড়ান্ত।

যাদের থাকা নিয়ে সংশয় তারা হলেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরো। ইনজুরির কারণে গত ম্যাচে অনুপস্থিত থাকা রোমেরো ফাইনালে খেলবেন বলে ধারণা করা হচ্ছে। আর না পারলে তার জায়গা জার্মান পেজ্জেল্লা নিশ্চিত। অথবা রোমেরোকে প্রথম অর্ধে খেলিয়ে দ্বিতীয়ার্ধে পেজ্জেল্লাকে নামাতে পারেন স্কালোনি। সেমিতে পেজেল্লা ঠিকঠাকভাবেই দায়িত্ব নিভিয়েছিলেন।

রক্ষণের অন্য দুইটি পজিশনে নাহুয়েল মোলিনা ও গনজালো মন্টিয়েল এবং নিকোলাস তালিয়াফিকো ও মার্কস আকুনার মধ্যে লড়াই হবে । এ চারজনের মধ্যে দুজনকে দেখা যাবে চূড়ান্ত একাদশে। মোলিনো ও আকুনাকেই দেখা যেতে পারে বলে ধারণা।

মাঝ মাঠে শুধুমাত্র জিওভানি লো সেলসো ও লেয়ান্দ্র পারেদেসকে নিয়ে সংশয়। এ দুজনের যেকোনো একজনকে নামানো হবে মাঠে।

তৃতীয় ফরোয়ার্ড হিসেবে অ্যাঞ্জেল ডি মারিয়া নাকি নিকোলাস গনজালেজ- সে বিষয়েই সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচের ঠিক আগে।

তবে ডি মারিয়াকে আগের ম্যাচের মতো বদলি হিসেবে দেখা যেতে পারে। বদলি নেমে দুর্দান্ত খেলেছিলেন তিনি। মাঠে নেমে ১০ মিনিটের মধ্যে প্রতিপক্ষের রক্ষণ নড়বড়ে করে দিয়েছিলেন। যার ফলশ্রুতিতে গোলও পায় আর্জেন্টিনা।

ক্রিকেট

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০: সম্ভাব্য একাদশ, ম্যাচের সময়সূচী ও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০: সম্ভাব্য একাদশ, ম্যাচের সময়সূচী ও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! আবারও মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল—বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টি-২০ ...

ভারতের লজ্জার হারের পর বেরিয়ে এলো ভেতরের খবর

ভারতের লজ্জার হারের পর বেরিয়ে এলো ভেতরের খবর

নিজস্ব প্রতিবেদক | লন্ডনের লর্ডস টেস্টে ভারতের হার যতটা না হতাশাজনক, তার চেয়েও বেশি আলোচনার ...

ফুটবল

চেলসির রাজত্ব ঘোষণা! গোল্ডেন বল,ও গোল্ডেন বুট জিতলেন যে ফুটবলাররা

চেলসির রাজত্ব ঘোষণা! গোল্ডেন বল,ও গোল্ডেন বুট জিতলেন যে ফুটবলাররা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়ল ইংলিশ জায়ান্ট চেলসি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ ...

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তে গোল করে নেপালকে ৩–২ ...

Scroll to top

রে
Close button