ব্রাজিল-আর্জেন্টিনার আলোচিত সব ফাইনাল, পরিসংখ্যানে কারা এগিয়ে

নিজেদের মধ্যে এটি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার ১০৭তম ম্যাচ। যেখানে ব্রাজিল জিতেছে ৪৩টি ম্যাচ আর আর্জেন্টিনার জয় ৩৮টি। ড্রয়ে শেষ হয়েছে ২৫টি খেলা।
তবে ফাইনালে দুই দলের এটি মাত্র পঞ্চম সাক্ষাৎ। এই পরিসংখ্যানেও আছে ব্রাজিল আধিপত্য। আগের ৪ ফাইনালে সেলেসাওরা আর্জেন্টাইনদের বিপক্ষে জিতেছে ৩টি ম্যাচে, আর হেরেছে মোটে একটিতে।
নিজেদের মধ্যে মাত্র পঞ্চম ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ব্রাজিলের। আগামী রোববার ব্রাজিলের ঐতিহ্যবাহী এস্তাদিও দে মারাকানায় হবে বহুল আকাঙ্ক্ষিত সেই ফাইনাল। সেই মহারণের আগে দেখে নেওয়া যাক আগের ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালগুলো...
১৯৩৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ (বর্তমান কোপা আমেরিকা)দুই সেরা খেলোয়াড় ডিফেন্ডার ডমিঙ্গোস দে গুয়া আর স্ট্রাইকার ‘দ্য ব্ল্যাক ডায়মন্ড’ লিওনাইডাসকে ছাড়াই এ টুর্নামেন্টে খেলছিল ব্রাজিল। রাউন্ড রবিন সিস্টেমে খেলা টুর্নামেন্টের সেরা দুই দল হিসেবে ফাইনালে খেলেছিল ব্রাজিল আর আর্জেন্টিনা। সে টুর্নামেন্টে অবশ্য শিরোপা নির্ধারণী ফাইনাল খেলা হতো না, যদি না দুই দল সমান পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করত।
সান লরেঞ্জোর সেই ফাইনালে শুরু থেকেই লড়াইটা ছিল বেশ হাড্ডাহাড্ডি। অগুণতি ফাউলের সেই ম্যাচে দুই দলই খেলছিল বেশ আক্রমণাত্মক, যুদ্ধংদেহী ফুটবল। ৩৬ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডমিঙ্গোস স্পিতালেত্তি আর্জেন্টিনার ফ্রান্সিসকো ভারালোকে ফাউল করে বসলে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় ম্যাচটা।
বেশ কয়েক মিনিট বাকযুদ্ধের পর অবশেষে ম্যাচটা মাঠে গড়ায় ৪০ মিনিট থেকে। এর দুই মিনিট পরই ব্রাজিলের কুনহা আর্জেন্টিনার চেরোর মুখে মেরে বসলে আবারও দাঙ্গা বাঁধে।
নির্ধারিত সময়েও শেষ হয়নি দুই দলের জয়সূচক গোলের অপেক্ষা। বদলি হিসেবে মাঠে আসা আর্জেন্টাইন স্ট্রাইকার ভিসেন্তে দে লা মাতা এরপর গড়ে দেন ব্যবধান। চার মিনিটের ব্যবধানে করেন দুই গোল। অবশেষে আর্জেন্টাইন স্থানীয় সময় রাত দুটোয় আর্জেন্টিনা জেতে তাদের পঞ্চম দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ শিরোপা। সে ম্যাচটা দিয়েই ব্রাজিল আর্জেন্টিনার দ্বৈরথ পেয়েছিল ভিন্ন মাত্রা।
কোপা আমেরিকা ২০০৪সেবারের সেই স্মরণীয় লড়াইয়ের প্রায় ৬৭ বছর পর আবারও কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল আর আর্জেন্টিনা। সেবার মার্সেলো বিয়েলসার আর্জেন্টিনা শুরুটা করেছিল দারুণ। কিলি গঞ্জালেসের পেনাল্টি থেকে এগিয়েই গিয়েছিল দলটি। এরপর লুইসাওয়ের গোলে ব্রাজিল সমতা ফেরায় ম্যাচে।
নির্ধারিত সময়ের তিন মিনিট আগে আর্জেন্টিনা যখন এগিয়ে গিয়েছিল, আলবিসেলেস্তেদের ১৫তম শিরোপাকে তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু তখনই ঘটল অ্যান্টি ক্লাইম্যাক্স। আদ্রিয়ানোর গোলে সমতা ফেরায় ব্রাজিল। এরপর পেনাল্টি শুট আউটে জিতে নেয় শিরোপা।
২০০৭ কোপা আমেরিকা২০০৭ কোপা আমেরিকার ফাইনালে আলবিসেলেস্তে আর সেলেসাওরা মুখোমুখি হয়েছিল। তবে এবারও ঘটল ২০০৪ এর পুনরাবৃত্তি। এবার ফলাফল নির্ধারণে খেলাটা টাইব্রেকার পর্যন্ত গড়াল না। নির্ধারিত সময়েই হুলিও ব্যাপতিস্তা, ও দানি আলভেজের লক্ষ্যভেদ ও রবার্তো আয়ালার আত্মঘাতী গোলে শিরোপা নিশ্চিত করে সেলেসাওরা। ভেনেজুয়েলার মাটিতে সে আসরে দারুণ খেললেও ফাইনালে খুঁজেই পাওয়া যায়নি লিওনেল মেসি আর হুয়ান রোমান রিকেলমেকে।
২০০৫ কনফেডারেশন্স কাপ ফাইনালকোপা আমেরিকার বাইরে একবারই ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। ২০০৫ সালে সেই ফাইনালেও শেষ হাসি হেসেছে ব্রাজিল।
সেবার অবশ্য খেলার উত্তেজনা মিলিয়ে গিয়েছিল শুরুর অর্ধেই। আদ্রিয়ানোর জোড়া গোল, কাকা আর রোনালদিনহোর লক্ষ্যভেদে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে গিয়েছিল সেলেসাওরা। এরপর পাবলো আইমারের গোলে কেবল ব্যবধান কমিয়ে সান্ত্বনাটাই পেতে পেরেছে আলবিসেলেস্তেরা।
- হাসপাতাল থেকে ফিরে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন মিশা সওদাগর
- ছাড়া পেয়ে মুখ খুললেন উপদেষ্টার মাথায় বোতল ছোড়া সেই ছাত্র
- ১ দিনের ব্যবধানেই মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো বিসিবি
- নতুন বিপদে পড়েছেন ভারতে আশ্রয় নেওয়া আ. লীগ নেতারা
- আজ থেকে আইপিএল শুরুর কথা থাকলেও শুরু হলো নতুন জল্পনা
- এইমাত্র শেষ হলো বাংলাদেশবনাম নিউজিল্যান্ডের ম্যাচ, জেনেনিন ফলাফল
- নতুন ঘোষণা দিয়েই দিলো তাসকিন
- মেয়ে কুমারী বা ভার্জিন কিনা যেভাবে বুঝবেন
- টাইগারদের ঘূর্ণিতে শেষ দক্ষিণ আফ্রিকা,বাংলাদেশের অবিশ্বাস্য সিরিজ জয়
- প্রবাসীদের দেশে টাকা পাঠাতেও দিতে হবে ৫ শতাংশ কর
- কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যেসব ফল
- এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে বড় পরিবর্তন
- ২-১ গোলে জিতে ফাইনালে বাংলাদেশ
- শিক্ষার্থীদের যে সকল দাবি মেনে নিল সরকার
- বড় দুঃসংবাদ পেল মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস