নতুন ঘোষণা দিয়েই দিলো তাসকিন

অ্যাচিলিস ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে আগামী জুনে শ্রীলংকা সফরে ফেরার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ।
ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে অস্ত্রোপচারের প্রয়োজন নেই নিশ্চিত হবার পর বর্তমানে পুনর্বাসনে আছেন তাসকিন। ইতোমধ্যেই হালকা বোলিং শুরু করেছেন তিনি। এতে শারীরিকভাবে ভালো অনুভব করেছেন এই পেসার।
তাসকিন জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও এবং প্রশিক্ষক এবং যুক্তরাজ্যের একজন বিশেষজ্ঞের দ্বারা নির্ধারিত পুনর্বাসন পরিকল্পনা অনুসরণ করছেন।
আজ পুনর্বাসন সেশনের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত পাঁচটি সেশন সম্পন্ন করেছি এবং হালকা বোলিংও শুরু করেছি। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে। তবে আমার প্রত্যাবর্তনের জন্য নির্দিষ্ট তারিখ ঠিক করা কঠিন।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোন সমস্যা নেই। যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে, তাহলে আমার জন্য ভালো হবে।’
শ্রীলংকা সিরিজ দিয়ে ফেরার ব্যাপারে আশাবাদী তাসকিন, ‘সত্যি বলতে, আমরা শ্রীলংকা সফরকে লক্ষ্য করছি। ঐ সিরিজে প্রত্যাবর্তনের ব্যাপারে খুবই আশাবাদী।’
ইনজুরি সমস্যা থাকলেও দুর্দান্ত ফর্মে আছেন তাসকিন। নিজের ইনজুরি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, দুই পায়েই সমস্যা থাকলেও বাম পায়ে ব্যথা হয়। তিনি বলেন, ‘পেসারদের জন্য ইনজুরি স্বাভাবিক। আমার ক্ষেত্রে দুই পায়েই সমস্যা আছে। কিন্তু বাম পায়ে ব্যথা হয় কারণ এটি আমার ল্যান্ডিং ফুট।’
আন্দ্রে এডামসের পরিবর্তে সদ্য বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শন টেইট।
তাসকিনের মতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য সুফল বয়ে আনতে পারেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।
তাসকিন বলেন, ‘টেইট একজন ভালো মানের পেসার ছিলেন এবং অস্ট্রেলিয়ার হয়ে অনেক ম্যাচ খেলেছেন।
ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুততম বোলার ছিলেন। আধুনিক যুগে বড় বড় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তার অভিজ্ঞতা আছে। সবচেয়ে ভালো দিক হলো এই বছর আমাদের অনেক টি-টোয়েন্টি ক্রিকেট আছে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই আসরে যুক্ত ছিলেন টেইট। বিপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছেন এবং খেলেছেনও। বাংলাদেশের খেলোয়াড়দের সাথে তার পরিচিতি জাতীয় দলের জন্য কাজে দেবে বলে মনে করেন তাসকিন।
তিনি বলেন, ‘যখন জাতীয় দলে থাকেন, তখন একজন কোচ খেলা সম্পর্কে সচেতনতা এবং কিছু প্রযুক্তিগত দিক নিয়ে সাহায্য করে। টেইটের মতো একজন বড় মাপের কোচ পাশে থাকলে অনেক কিছুই সহজ হয়ে যায়। আশা করি, তার অন্তর্ভুক্তি আমাদের উপকার করবে।’
- ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার! হামজা চৌধুরীর মুখে চাঞ্চল্যকর তথ্য
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি : ২৫, ২৩, ২১, ১০ দিন
- করোনা বাড়ায় এইচএসসি পরীক্ষা নিয়ে আছে যে বিকল্প চিন্তা
- যে ৮ প্রকার নারীর সঙ্গে ভুলেও বিছানায় যাবেন না
- কঠিন রোগে আক্রান্ত হয়ে মহা সংকটে মেহেদী মিরাজ, সবার কাছে চাইলেন দোয়া
- হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান, এলাকায় ব্যাপক.,,
- অভিমানেই বড় সিদ্ধান্ত! আর ফিরতে চান না মুমিনুল
- আর্জেন্টিনাকে হারিয়ে দিল ব্রাজিল ফুটবল
- জেনেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম
- আইএল টি-20 ইতিহাস গড়তে যাচ্ছেন মুস্তাফিজ, টার্গেট এখন শুধু ‘ফিজ’
- এইচএসসি পরিক্ষা পেছানো হবে কিনা, যা বলছে শিক্ষা বোর্ডগুলো
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
- বিমানবন্দর বন্ধ ঘোষণা করলো যে দেশ
- ভিসা নিয়ে চরম দু:সংবাদ
- আজকের সৌদি রিয়াল রেট