| ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আজ মাঠে নামছে মুশফিক-তামিমরা

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২১ জুলাই ০১ ১৩:১৩:৪৩
আজ মাঠে নামছে মুশফিক-তামিমরা

কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হারারেতে পৌঁছে একদিন বিশ্রাম নিলেন মুশফিকুর রহিম আর তামিম ইকবালরা। গত স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে দেশটিতে পা দিয়ে অবশ্য করাতে হয়েছে করোনা টেস্ট। যেখানে ক্রিকেটার থেকে কোচিং স্টায়-কর্মকর্তা পুরো দলের সবাই করোনা টেস্টে নেগেটিভ।

বুধবার পুরোটা দিন ক্রিকেটাররা হারারের হোটেলেই বিশ্রামে কাটালেন। তবে এবার মাঠে নামার পালা। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল থেকে শুরু হবে টেস্ট লড়াইয়ের জন্য প্রস্তুতি। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৭ জুলাই শুরু সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি।

তার আগে করোনা শঙ্কা কাটিয়ে মাঠে নামতে পারছে দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘দলের সাপোর্ট স্টাফ ও কোচরাসহ সকল সদস্য কোভিট নেগেটিভ হয়েছেন। আজ (বৃহস্পতিবার) বিকেল থেকে শুরু হবে অনুশীলন।’

তার আগে বুধবার অবশ্য কোচিং স্টাফরা বেশ আনন্দেই সময় কাটিয়েছেন। দলের সঙ্গে যোগ দিয়েছেন সদ্য নিয়োগ প্রাপ্ত দুই কোচ রঙ্গনা হেরাথ ও অ্যাশওয়েল প্রিন্স। স্পিন কোচ হেরাথ দোহা থেকেই সঙ্গী হয়েছেন মুশফিকুর রহিমদের। দক্ষিণ আফ্রিকান প্রিন্স জোহানেসবার্গ থেকে তামিম ইকবালদের সঙ্গে যোগ দিয়েছেন।

এরইমধ্যে সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্র থেকে হারারেতে চলে আসার কথা। আজ বৃহস্পতিবার অনুশীলনের প্রথম দিন থেকেই দলের সঙ্গে থাকবেন এই অলরাউন্ডার। ভিসা জটিলতা কাটিয়ে সাদমান ইসলামেরও যোগ দেওয়ার কথা। সব মিলিয়ে টেস্টের আগে প্রস্তুতি নিতে বেশ কয়েকদিন সময় পাচ্ছে মুমিনুল হকের দল।

এবার প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে গেল বাংলাদেশ দল। তিন ফরম্যাটে খেলতে খেলতে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবে টাইগাররা। ৩ ও ৪ জুলাই দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলবেন তামিমরা। তারপর ৭ জুলাই দুই দলের একমাত্র টেস্ট শুরু।

১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরবে টাইগাররা। টেস্ট দল-

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

কফি খাচ্ছিলাম, চিল করছিলাম—মুহূর্তেই দেখি পাঁচ উইকেট নেই : তাসকিন

কফি খাচ্ছিলাম, চিল করছিলাম—মুহূর্তেই দেখি পাঁচ উইকেট নেই : তাসকিন

ওয়ানডে ক্রিকেটে ২৪৫ রানের লক্ষ্য এখনকার সময়ে আর খুব একটা চ্যালেঞ্জিং মনে হয় না। বিশেষ ...

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৩ ওভারে ৬ উইকেট, নাটকীয় ভাবে শেষ হলো ম্যাচ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৩ ওভারে ৬ উইকেট, নাটকীয় ভাবে শেষ হলো ম্যাচ

নিজস্ব প্রতিবেদক:তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু বাস্তবে মিললো হঠাৎ ধস আর একতরফা ...

ফুটবল

৩ গোলে শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

৩ গোলে শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আজকের রাত শুধু ফুটবলের নয়, এটি এক জাতির গর্বের রাত। এটি সেই মুহূর্ত, ...

আজ মিয়ানমারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, জেনেনিন সময়

আজ মিয়ানমারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, জেনেনিন সময়

নিজস্ব প্রতিবেদক: আকাশে রোদ, হৃদয়ে আশার ঝলক। আজ (২ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে মিয়ানমারের ...



রে