মালয়েশিয়ার প্রবাসীদের একটাই ভয়

এভাবে জীবনের ‘ঘানি টেনে’ চলা প্রবাসী বাংলাদেশি কর্মীদের একটি বড় অংশের সামনে এখন সেই আয়ের সুযোগটুকুও হাতছাড়া হওয়ার শঙ্কা। ছুটিতে বা করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশে এসে আটকেপড়া এই প্রবাসী কর্মীরা আবার কবে ফিরতে পারবেন, তা নিয়ে দুশ্চিন্তা আর কাটছে না।
বিভিন্ন দেশের দূতাবাসে ধর্না দিয়েও কোনো আশ্বাস ছাড়াই ফিরে যেতে হচ্ছে অনেককে। ভিসা ও ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে কী হবে, সেই ভয় তাড়িয়ে বেড়াচ্ছে তাদের।এদেরই একজন মালয়েশিয়ায় একটি রেস্তোরাঁর ব্যবস্থাপক শাহ রাসেল আহমেদ মার্চে ছুটি নিয়ে দেশে আসার পর এপ্রিলে তার ফিরে যাওয়ার কথা ছিল।
মহামারীর মধ্যে বিমান চলাচল বন্ধ হওয়ায় আর ফিরতে পারেননি তিনি। এখন বিভিন্ন দেশে বিমান চলাচল শুরু হওয়ায় তিনিও নিজের কর্মস্থলে ফিরে যেতে চান। রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ভিসার মেয়াদ সেপ্টেম্বরে শেষ হয়েছিল। কর্মস্থলে ফিরে যেতে চাই বলে সেটা নবায়ন করে বাড়িয়েছি।
তবে কবে কীভাবে ফিরে যাব সেই তথ্য কোথাও পাচ্ছি না। দূতাবাসে গেলে তারা কোনো তথ্য দেয় না, এমনকি তাদের কারও সঙ্গে দেখা করে কথাও বলা যায় না।” আরেকজন শরীয়তপুরের খালেক মুন্সী প্রায় এক যুগ ধরে মালয়েশিয়ায় থাকেন, সেখানকার একটি রেস্তোরাঁর পাচক তিনি।তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মার্চে দুই মাসের ছুটিতে দেশে আসার পর এখন আর ফিরতে পারছেন না।
তার ভিসার মেয়াদ আছে আর এক মাস। এই ৬-৭ মাসে দেশে থেকে অনেক ধার দেনা হয়ে গেছে। শরীয়তপুর থেকে বৃহস্পতিবার সকালে বনানীতে মালয়েশিয়া দূতাবাসে এসে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ভেতরে প্রবেশ করতে না পেরে অনেকটা হতাশ হয়েই বাড়ি ফিরে যান খালেক। তিনি বলেন, “বাংলাদেশের মালয়েশিয়া দূতাবাসে বার বার যোগাযোগ করলেও তারা কোনো কথাই বলছে না। আমাদের মানুষই মনে করছে না। আমার মতো প্রবাসীরা এখন তাই চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আমরা কবে ফিরে যেতে পারব, সেই তথ্যটা জানতে চাই।”
- মিশা সওদাগরকে রাস্তায় মারধর, ভাইরাল ভিডিওর আসল রহস্য ফাঁস করলেন জায়েদ খান
- দাম কমলো জ্বালানি তেলের
- ১ বা ৩ কোটিতে নয় আকাশ ছোয়া মুল্যে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
- ৩ ম্যাচে খেলবেন মুস্তাফিজ, প্রতি ম্যাচের জন্য যত টাকা করে দিবে দিল্লি ক্যাপিটালস
- মুস্তাফিজের পর দল পেলো সাকিব
- সুখবর প্রবাসীদের জন্য : নতুন ভিসা চালু করল আমিরাত
- এবার হঠাৎ কেন লাফিয়ে লাফিয়ে কমছে স্বর্ণের দাম, যা জানা গেল
- বড় সুখবর! হঠাৎ কমে গেল পেঁয়াজ-আলুর দাম, বাজারে ফিরছে স্বস্তি
- বাংলাদেশি শ্রমিকের মরদেহ আটকে রাখলেন সৌদি মালিক
- আরব আমিরাত থেকে সরাসরি আইপিএলে মুস্তাফিজের খেলতে যাওয়া নিয়ে যা বলছে বিসিবি
- প্রবাসীদের জন্য দারুন সুখবর ঘোষণা
- ৩ অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
- ডেসটিনির বিনিয়োগকারীরা কীভাবে টাকা ফেরত পাবেন, জানালেন রফিকুল আমীন
- সাকিব কান্ড নিয়ে হাতেনাতে সব প্রমান দিলেন ইমরুল কায়েস
- আজ নির্ধারিত হচ্ছে ১২ লাখ প্রবাসী শ্রমিকের ভাগ্য