| ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সতর্কতা জারি : ওমানে তুমুল ঝড় ও বৃষ্টিপাত

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ আগস্ট ০৭ ১৫:৫১:২৯
সতর্কতা জারি : ওমানে তুমুল ঝড় ও বৃষ্টিপাত

পূর্বাভাস দিয়েছে ওমানের আবহাওয়া অফিস। এতে দেশটির উপকূলীয় অঞ্চল প্লাবিত হতে পারে বলেও আশংকা প্রকাশ করেছে তারা। ওমানে আবহাওয়া কর্মকর্তা নাসের আল ইসমাইলি সংবাদ মাধ্যমে বলেন “নিম্নচাপের প্রভাব ওমানের বিভিন্ন প্রদেশজুড়ে দেখা দিতে পারে।

টানা ২৪ ঘন্টায় বৃষ্টিপাত সর্বোচ্চ ১০০ মিলিমিটার হওয়ার আশংকা রয়েছে যার কারণে উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হবে। ”আরব সাগরের কিছু উপকূলীয় এলাকায় ইতিমধ্যেই ঢেউয়ের উচ্চতা পাঁচ মিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এ কারণে আবহাওয়া কর্মকর্তা নাসের আল ইসমাইলি সতর্ক করে বলেন, “বৃষ্টিপাতের কারণে আকস্মিক জলোচ্ছাস দেখা দিতে পারে।

তাই এসময় সমুদ্র চ্যানেলে চলাচল এড়িয়ে চলা উচিত।” উপকূলীয় এলাকাজুড়ে ঢেউয়ের উচ্চতা তিন থেকে পাঁচ মিটার পর্যন্ত হবে জানিয়ে সকল নৌযানকে নিরাপদে থাকার নির্দেশ দেন তিনি। এছাড়া নিম্নচাপটি আকস্মিক বন্যা, শিলাবৃষ্টিসহ তুফানের সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেন তিনি।

বলেন, “উপকূলীয় অঞ্চল প্রধানত মাসকাট, দক্ষিণ এবং উত্তর আল বাতিনা এবং মুসান্দামের পূর্ব উপকূল উচ্চ ঢেউয়ের কারণে সমুদ্রের পানিতে প্লাবিত হতে পারে। ”

ধোফার প্রদেশের উপকূলীয় এলাকা এবং সংলগ্ন পর্বতমালার উপর আকাশ মেঘলা এবং আংশিক মেঘলা থাকতে পারে। সালতানাতের বাকি অংশে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি থাকলেও মেঘ জমার আশংকাকে উড়িয়ে দিচ্ছেনা না আবহাওয়াবিদরা।

এছাড়া আল হাজার পর্বতমালা এবং সংলগ্ন প্রদেশে সন্ধ্যার দিকে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দেশটির ফাহুদ অঞ্চলে নিম্নচাপের কারণে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস এবং জাবাল শামস ও জাবাল সামহানে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস ধারণ করা হয়েছে।

এদিকে, পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স (পিএসিডিএ) এই দূর্যোগ মোকাবেলায় তাদের প্রস্তুতির কথা নিশ্চিত করেছে।

উদ্ধারকারি দল থেকে শুরু করে নিম্নচাপের প্রভাব মোকাবেলায় কার্যকর পদ্ধতি প্রয়োগ করার সব পরিকল্পনা করেছে তারা।ারে

ক্রিকেট

টি-টোয়েন্টিতে এমন হার আগে দেখেনি ক্রিকেটের দুনিয়া

টি-টোয়েন্টিতে এমন হার আগে দেখেনি ক্রিকেটের দুনিয়া

টি-টোয়েন্টি ২০০ রান চেজ করা জেতাটাই হয়ত অনেক বড় একটা গল্প। হালের টি-টোয়েন্টিতে এমন চিত্রটা ...

ঝড়ো ব্যাটিংয়ে রানের পাহাড় গড়লো বাংলাদেশ

ঝড়ো ব্যাটিংয়ে রানের পাহাড় গড়লো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শারজাহতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত ...

ফুটবল

২-১ গোলে জিতে ফাইনালে বাংলাদেশ

২-১ গোলে জিতে ফাইনালে বাংলাদেশ

যুব সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার দুর্দান্ত সুযোগ পেয়েছে বাংলাদেশ। আজ অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ...

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রশ্নে পেলে ও ম্যারাডোনাকে নিয়ে বিতর্ক চলেছে দীর্ঘকাল। স্বাভাবিকভাবেই এই বিতর্ক অমীমাংসিত থেকে ...



রে