শেষ একদিনে ভারতে মৃত্যুর রেকর্ড
বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ আগস্ট ০৭ ১১:২১:০৬

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মোট মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ৬৯৯ জন। গত ৩০ দিনে ভারতে ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে, খবর এপির।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ১৪ দিনে সুস্থতার হার ৬৩ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬৭ শতাংশ হয়েছে। এখনো প্রায় ছয় লাখ রোগী চিকিৎসাধীন রয়েছেন। দেশটিতে মৃত্যুর হার দাঁড়িয়েছে ২.০৯ শতাংশ।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশ।