ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে ৫৭২ জন এবং শনাক্ত রোগী ১৮ হাজার। এর পরের অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু ৫৬৮,আক্রান্ত ৪৮ হাজার ৬৮৮ জন।
হঠাৎ করে করোনায় মৃত্যু বেড়েছে কলম্বিয়াতে, দেশটিতে একদিনে মৃত্যু ৩৬৭, মেক্সিকো ২৭৪, ইরানে ২১৫, আর্জেন্টিনা ১৬৫, পেরু ১৯৭, সাউথ আফ্রিকা ১৭৩ জন।
অন্য দেশের তুলনায় ভারতে আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। ভারতে মৃত্যুর হার ৩.০৭ শতাংশ।যুক্তরাষ্ট্রে মৃত্যু হার ৬.১০ শতাংশ আর ব্রাজিলে ৪.৭২ শতাংশ। বিশ্ব জুড়ে করোনায় মৃতের হার ৫.৬৪ শতাংশ। করোনাভাইরাসের মহামারিতে বর্তমানে শীর্ষ আক্রান্ত তিন দেশ হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত।