মাত্র ৬ বছরের শিশু হাসপাতালে অসুস্থ দাদুর স্ট্রেচার ঠেলছে

কেউ একজন স্মার্টফোনে সেই ভিডিয়ো তুলে, ছেড়ে দিয়েছিল সোশ্যাল প্ল্যাটফর্মে। অবিশ্বাস্য এ ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হতে সময় লাগেনি! নজর এড়ায়নি যোগী প্রশাসনেরও। মাত্র আট সেকেন্ডের ভাইরাল ভিডিয়োর জেরে সাসপেন্ড করা হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালের অভিযুক্ত ওয়ার্ড বয়কে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলা হাসপাতালে।
জানা যায়, নেটপাড়ায় কয়েক সেকেন্ডের ভিডিয়ো ক্লিপিংসটি ছড়িয়ে পড়ার পরেই, দেওরিয়া জেলা হাসপাতালে হাজির হন খোদ জেলাশাসক। ভিডিয়োর সত্যতা খতিয়ে দেখতে হাসপাতল কর্তৃপক্ষকে ঘটনার তদন্তের নির্দেশ দেন। তার পরেই জেলাশাসকের নির্দেশে সাসপেন্ড করা হয় অভিযুক্ত ওয়ার্ড বয়কে।
জানা গিয়েছে, হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে কর্তব্যরত ওই ওয়ার্ড বয়। অভিযোগ, প্রতিটি ট্রিপের পরিষেবা দিতে ৩০ টাকা করে দাবি করেছিলেন ওই ওয়ার্ড বয়। আর্থিক সামর্থ্যে না-কুলনোয় মহিলা নিজেই একরত্তি ছেলেকে সঙ্গে নিয়ে, অসুস্থ বাবাকে স্ট্রেচারে করে এক ওয়ার্ড থেকে আর এক ওয়ার্ডে নিয়ে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দেওরিয়ার গৌরা গ্রামের চেদি যাদব দু-দিন আগেই হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হন। তিনি পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। চেদি যাদবের স্ত্রী পার্বতী দেবী আগের দিন সারাক্ষণ হাসপাতালে ছিলেন। পরদিন ওই বৃদ্ধের কাছে ছিলেন মেয়ে বিন্দু ও একরত্তি নাতি।
বিন্দু সাংবাদিকদের জানান, ওই ওয়ার্ড বয় প্রত্যেক বার স্ট্রেচার করে বাবাকে নিয়ে যাওয়ার সময় ৩০ টাকা করে দাবি করছিলেন। সে কারণেই টাকা দিতে আপত্তি করি। তাতেই বেঁকে বসেন ওই হাসপাতাল স্টাফ। মুখের উপর বলে দেন, টাকা না দিলে, স্ট্রেচারে করে তিনি নিয়ে যাবেন না। অগত্যা, ছেলে শিবমকে সঙ্গে নিয়েই আমি স্ট্রেচার ঠেলেছি।
জানা গিয়েছে, দেওরিয়ার জেলাশাসক অমিত কিশোর সোমবার হাসপাতালে হাজির হন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি চেদি যাদবের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। এর পরেই সদর এসডিএম ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিক্যাল অফিসারের সমন্বয়ে একটি টিম তৈরি করে, তদন্তের নির্দেশ দেন। যত দ্রুত সম্ভব এই টিমকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে জেলাশাসক বলেন, খোঁজখবর নিয়ে জানা গিয়েছে, ভিডিয়োটি দু-দিন আগে তোলা। চেদি যাদব জেলা হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এই ঘটনায় ওয়ার্ড বয় কালপ্রিট। চিফ মেডিক্যাল অফিসার ইতিমধ্যে ওই ওয়ার্ড বয়কে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। ঘটনার তদন্ত রিপোর্ট হাতে আসার পরেই পরবর্তী শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।
- যে কারনে ট্রেন থেকে ঝোলানো হলো অটোরিকশা চালককে, ভাইরাল হলো ভিডিও
- কঠোর হুঁশিয়ারি দিল বাংলাদেশ সেনাবাহিনী
- পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিলো ১ মিনিট ৩০ সেকেন্ডের এই ভিডিও
- একে একে ১০টি বড় বাধা! ইশরাকের শপথ নিয়ে যে তথ্য দিলেন উপদেষ্টা আসিফ
- মারা গেছে পরীমনি, বেরিয়ে এলো আসল ঘটনা
- টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, আঘাত হানবে যে সকল এলাকায়
- ইশরাককে নিয়ে সারজিস আলমের আবেগঘন স্ট্যাটাস
- স্বর্ণের দামে নতুন রেকর্ড! ২২ ক্যারেটের দাম বেড়েছে ১,৩৬৪ টাকা
- বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের ম্যাচ সংখ্যা বাড়াল বিসিবি
- এই ধরণের নারীর প্রতি ছেলেদের আগ্রহ কখনোই কমে না
- নুসরাত ফারিয়াকে নিয়ে কঠিন সিদ্ধান্ত জানালো আদালত
- প্রবাসীর বাসায় পাঁচ বছর ধরে বন্দি থাকা গৃহকর্মী উদ্ধার
- বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- অর্থ উপদেষ্টার অফিসে কর্মচারীদের অবস্থান, স্লোগানে তোলপাড়