| ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মাত্র ৬ বছরের শিশু হাসপাতালে অসুস্থ দাদুর স্ট্রেচার ঠেলছে

বিশ্ব ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ জুলাই ২২ ১৯:৪৭:১৪
মাত্র ৬ বছরের শিশু হাসপাতালে অসুস্থ দাদুর স্ট্রেচার ঠেলছে

কেউ একজন স্মার্টফোনে সেই ভিডিয়ো তুলে, ছেড়ে দিয়েছিল সোশ্যাল প্ল্যাটফর্মে। অবিশ্বাস্য এ ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হতে সময় লাগেনি! নজর এড়ায়নি যোগী প্রশাসনেরও। মাত্র আট সেকেন্ডের ভাইরাল ভিডিয়োর জেরে সাসপেন্ড করা হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালের অভিযুক্ত ওয়ার্ড বয়কে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলা হাসপাতালে।

জানা যায়, নেটপাড়ায় কয়েক সেকেন্ডের ভিডিয়ো ক্লিপিংসটি ছড়িয়ে পড়ার পরেই, দেওরিয়া জেলা হাসপাতালে হাজির হন খোদ জেলাশাসক। ভিডিয়োর সত্যতা খতিয়ে দেখতে হাসপাতল কর্তৃপক্ষকে ঘটনার তদন্তের নির্দেশ দেন। তার পরেই জেলাশাসকের নির্দেশে সাসপেন্ড করা হয় অভিযুক্ত ওয়ার্ড বয়কে।

জানা গিয়েছে, হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে কর্তব্যরত ওই ওয়ার্ড বয়। অভিযোগ, প্রতিটি ট্রিপের পরিষেবা দিতে ৩০ টাকা করে দাবি করেছিলেন ওই ওয়ার্ড বয়। আর্থিক সামর্থ্যে না-কুলনোয় মহিলা নিজেই একরত্তি ছেলেকে সঙ্গে নিয়ে, অসুস্থ বাবাকে স্ট্রেচারে করে এক ওয়ার্ড থেকে আর এক ওয়ার্ডে নিয়ে যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দেওরিয়ার গৌরা গ্রামের চেদি যাদব দু-দিন আগেই হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হন। তিনি পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। চেদি যাদবের স্ত্রী পার্বতী দেবী আগের দিন সারাক্ষণ হাসপাতালে ছিলেন। পরদিন ওই বৃদ্ধের কাছে ছিলেন মেয়ে বিন্দু ও একরত্তি নাতি।

বিন্দু সাংবাদিকদের জানান, ওই ওয়ার্ড বয় প্রত্যেক বার স্ট্রেচার করে বাবাকে নিয়ে যাওয়ার সময় ৩০ টাকা করে দাবি করছিলেন। সে কারণেই টাকা দিতে আপত্তি করি। তাতেই বেঁকে বসেন ওই হাসপাতাল স্টাফ। মুখের উপর বলে দেন, টাকা না দিলে, স্ট্রেচারে করে তিনি নিয়ে যাবেন না। অগত্যা, ছেলে শিবমকে সঙ্গে নিয়েই আমি স্ট্রেচার ঠেলেছি।

জানা গিয়েছে, দেওরিয়ার জেলাশাসক অমিত কিশোর সোমবার হাসপাতালে হাজির হন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি চেদি যাদবের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। এর পরেই সদর এসডিএম ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিক্যাল অফিসারের সমন্বয়ে একটি টিম তৈরি করে, তদন্তের নির্দেশ দেন। যত দ্রুত সম্ভব এই টিমকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে জেলাশাসক বলেন, খোঁজখবর নিয়ে জানা গিয়েছে, ভিডিয়োটি দু-দিন আগে তোলা। চেদি যাদব জেলা হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এই ঘটনায় ওয়ার্ড বয় কালপ্রিট। চিফ মেডিক্যাল অফিসার ইতিমধ্যে ওই ওয়ার্ড বয়কে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। ঘটনার তদন্ত রিপোর্ট হাতে আসার পরেই পরবর্তী শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।

ক্রিকেট

শেষ বলের উত্তেজনায় শেষ হলো বাংলাদেশের ম্যাচ

শেষ বলের উত্তেজনায় শেষ হলো বাংলাদেশের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক:শেষ বলের নাটকীয়তায় ২ উইকেটে জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০৬ রানের বড় লক্ষ্য ...

ঝড়ো ব্যাটিংয়ে রানের পাহাড় গড়লো বাংলাদেশ

ঝড়ো ব্যাটিংয়ে রানের পাহাড় গড়লো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শারজাহতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত ...

ফুটবল

২-১ গোলে জিতে ফাইনালে বাংলাদেশ

২-১ গোলে জিতে ফাইনালে বাংলাদেশ

যুব সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার দুর্দান্ত সুযোগ পেয়েছে বাংলাদেশ। আজ অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ...

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

IFFHS এর র‍্যাঙ্কিং অনুযায়ী সর্বকালের সেরা ১০ ফুটবলার

ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রশ্নে পেলে ও ম্যারাডোনাকে নিয়ে বিতর্ক চলেছে দীর্ঘকাল। স্বাভাবিকভাবেই এই বিতর্ক অমীমাংসিত থেকে ...



রে