| ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

১০ টাকায় চাল বিক্রি ‘আগামী সপ্তাহে’

জাতীয় ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২০ এপ্রিল ০২ ১৮:১৫:৫১
১০ টাকায় চাল বিক্রি ‘আগামী সপ্তাহে’

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থতিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন- ‘বিনামূল্যে ভিজিডি, ভিজিএফ ও ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ কর্মসূচি অব্যাহত থাকবে।’ এর পরিপ্রেক্ষিতে সরকার নতুন করে ১০ টাকা কেজিতে চাল বিক্রিতে গাইডলাইন তৈরি করছে।

খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম সারাবাংলাকে বলেন, ‘আগামী সপ্তাহে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হতে পারে। এর জন্য ব্যাংকিং কার্যক্রম প্রয়োজন হয়। তাই এটি আগামী সপ্তাহ পর্যান্ত গড়বে।’

এক প্রশ্নের উত্তরে খাদ্য সচিব বলেন, ‘ওএমএস চাল যেসব স্থানে বিক্রি হয় সেখানে এই চাল বিক্রি হবে। মহানগর ও সিটি করপোরেশনে এ কার্যক্রম চলবে। আমরা কয়েকটি সেন্টার খোলার চেষ্টার করছি। সেখানে থেকেও এই চাল বিক্রি হতে পারে। এখনও গাইডলাইন তৈরি না হওয়ায় কার্যক্রমটির পুরো বিষয় এখনওই জানানো যাচ্ছে না।’

এ প্রসঙ্গে জানতে চাইলে খাদ্য অধিদফতরের মহাপরিচালক সারোয়ার আলম সারাবাংলাকে বলেন, ‘১০ টাকা কেজিতে চাল বিক্রি করতে একটি গাইডলাইন তৈরি হচ্ছে। এখনও গাইডলাইন তৈরির কাজ চলছে। গাইডলাইন তৈরি শেষেই বিক্রির কার্যক্রম শুরু হবে।’

কবে থেকে চাল বিক্রি শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা কাজটি শুরু করতে চাই। কিন্তু করোনার কারণে এখন তো অনেক কাজ স্থবির হয়ে আছে। সব কাজ আমরা দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে পারছি না।’

তবে চাল বিক্রির কাজটি আগামী সপ্তাহের মধ্যে শুরু হতে পারে বলে জানান তিনিও।

জানা গেছে, স্বল্পমূল্যের এই চাল নিয়ে মাঠে নামবেন ওএমএস ডিলাররা। বর্তমানে ওএমএসে ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি হচ্ছে। তবে আটার বিক্রিই সবচেয়ে বেশি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অর্থবছরটিতে ওএমএসের জন্য চালের বরাদ্দ ৫৫ হাজার টন। আর গমের বরাদ্দ তিন লাখ টন। এর মধ্যে দুই লাখ টনের উপরে গম বিক্রি হয়ে গেছে। তবে বাজারে চালের দাম কম থাকায় এর বিক্রি এখনও ১ হাজার টনের নিচে রয়েছে। তবে ১০ টাকায় চাল বিক্রি শুরু হলে এর চাহিদা বেড়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ক্রিকেট

শেষ হলো টস : জেনেনিন বাংলাদেশ জিম্বাবুয়ের একাদশ

শেষ হলো টস : জেনেনিন বাংলাদেশ জিম্বাবুয়ের একাদশ

নিজস্ব প্রতিবেদক: আজ (২৮ এপ্রিল) শুরু হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ, যা ...

অভিষেকে বাজিমাত, মাসাকেসার ঘূর্ণিতে কাঁপলো টাইগাররা

অভিষেকে বাজিমাত, মাসাকেসার ঘূর্ণিতে কাঁপলো টাইগাররা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট অভিষেকে নেমেই নিজের উপস্থিতি জানান দিচ্ছেন জিম্বাবুয়ের লেগ স্পিনার ...

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে