| ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

টুর্নামেন্টের স্পটলাইটে থাকবেন বাংলাদেশী সহ এই ৭ ফুটবলার

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০১৯ অক্টোবর ১৯ ১৫:৩৭:৫২
টুর্নামেন্টের স্পটলাইটে থাকবেন বাংলাদেশী সহ এই ৭ ফুটবলার

টুর্নামেন্টের স্পটলাইট থাকবে বেশ কিছু খেলোয়াড়ের উপর। যারা নিজের দিনে চুরমার করে দিতে পারে প্রতিপক্ষকে। চলুন দেখে নেয়া যাক কারা আলো ছড়াবেন এবারের টুর্নামেন্টে।

জামাল ভুঁইয়া (চট্টগ্রাম আবাহনী)বাংলাদেশ অধিনায়ক। ক্লাব কাপে খেলবেন আয়োজক দলের হয়ে। সাইফ স্পোর্টিংয়ের এই খেলোয়াড়কে ধারে এনেছে চট্টগ্রাম আবাহনী। সর্বশেষ ভারতের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করা জামাল কেড়ে নিতে পারেন এই টুর্নামেন্টের সব আলো। চট্টগ্রাম আবাহনীর মধ্যমাঠ এবং অধিনায়কের আর্মব্যান্ড- এই দুটোই এখন জামালের হাতে।

দানিয়েল কোলিনদ্রেস (বসুন্ধরা কিংস)রাশিয়া বিশ্বকাপে খেলে এসে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন গত মৌসুমে। আর প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স। নবাগত বসুন্ধরাকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিতে কোলিনদ্রেসের অবদান ১১টি গোল। এর আগে স্বাধীনতা কাপেও জ্বলে উঠে দলের শিরোপা জয়ে ভূমিকা রেখেছেন কোস্টারিকার এই স্ট্রাইকার। নিজে গোল করার পাশাপাশি অ্যাসিস্টেও তিনি দারুণ দক্ষ।

প্রিন্স ট্যাগো (চট্টগ্রাম আবাহনী)কোলিনদ্রেসেরও আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা হয়েছে প্রিন্স ট্যাগোর। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ঘানার জার্সিতে খেলেছিলেন তিনি। আফ্রিকান দেশটির হয়ে ৩৬ ম্যাচে এই স্ট্রাইকারের গোল সংখ্যা ৭টি। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন লিগে অংশ নেওয়া ট্যাগো এবারই প্রথম খেলছেন চট্টগ্রাম আবাহনীর হয়ে। তাকে পেয়ে টুর্নামেন্টের আয়োজক দলের আক্রমণভাগ এখন দারুণ শক্তিশালী।

লি টাক (তেরেঙ্গানু এফসি)ঢাকার ফুটবলে বিদেশিদের অবদান নতুন কিছু নয়। তবু তার মাঝে আলাদা মহিমায় উজ্জ্বল ইংলিশ মিডফিল্ডার লি টাক। ২০১৫-২০১৬ মৌসুমে ঢাকা আবাহনীর প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে তার ছিল বিশাল ভূমিকা। মাঝমাঠে খেললেও গোল করেছিলেন ১০টি। শুধু তাই নয়, সানডে চিজোবার ১৯ গোলের অধিকাংশই ছিল তার অ্যাসিস্টে। আকাশি-হলুদ সমর্থকদের হৃদয় জয়ের পর চলে যান মালয়েশিয়ায়। দেশটির ক্লাব তেরেঙ্গানুর অন্যতম ভরসা তিনি।

পেদ্রো মানজি (চেন্নাই এফসি)গত মৌসুমে ভারতের পেশাদার লিগে (আই-লিগ) চেন্নাই সিটি এফসি শিরোপা জিতেছে পেদ্রো মানজির দুর্দান্ত নৈপুণ্যে। মাত্র ২১ ম্যাচে ২৫ গোল করেছেন উরুগুয়ের এই স্ট্রাইকার, যেখানে হ্যাটট্রিকের সংখ্যা চারটি! শেখ কামাল ক্লাব কাপে মানজির দিকে তাই আলাদা নজর রাখতেই হবে।

দানিল সাইরাস (মোহনবাগান)ভারতের ঐতিহ্যবাহী দল মোহনবাগানের ডিফেন্সের বিশাল ভরসা তিনি। ত্রিনিদাদের জার্সিতে ৭৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ সাইরাস। দীর্ঘদেহী (৬ ফুট ৩ ইঞ্চি) এই ডিফেন্ডার এ মৌসুমেই যোগ দিয়েছেন মোহনবাগানে।

ইয়াসিন খান (বসুন্ধরা কিংস)গত মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ইয়াসিন খান এই টুর্নামেন্টে খেলবেন বসুন্ধরা কিংসের জার্সিতে। সেন্ট্রাল ডিফেন্সে দৃঢ়তার সঙ্গে খেলে অনেকদিন পর ফিরেছেন জাতীয় দলে। প্রত্যাবর্তনটা এক কথায় দুর্দান্ত। এ মাসের শুরুতে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ডিফেন্স সামলানোর পাশাপাশি জোড়া গোল করে জয় এনে দিয়েছেন বাংলাদেশকে। এরপর ভারতের বিপক্ষে শুরুতে মাথায় আঘাত পেলেও ব্যান্ডেজ বেঁধে পুরো ম্যাচ খেলেছেন বীরত্বের সঙ্গে। সুনীল ছেত্রীর মতো সফল স্ট্রাইকারও সেদিন জাল খুঁজে পাননি ইয়াসিনের দৃঢ়তায়।

ক্রিকেট

শেষ হলো টস : জেনেনিন বাংলাদেশ জিম্বাবুয়ের একাদশ

শেষ হলো টস : জেনেনিন বাংলাদেশ জিম্বাবুয়ের একাদশ

নিজস্ব প্রতিবেদক: আজ (২৮ এপ্রিল) শুরু হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ, যা ...

অভিষেকে বাজিমাত, মাসাকেসার ঘূর্ণিতে কাঁপলো টাইগাররা

অভিষেকে বাজিমাত, মাসাকেসার ঘূর্ণিতে কাঁপলো টাইগাররা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট অভিষেকে নেমেই নিজের উপস্থিতি জানান দিচ্ছেন জিম্বাবুয়ের লেগ স্পিনার ...

ফুটবল

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

মাঠের মধ্যেই হামলার শিকার হামজা চৌধুরী, হতবাক ফুটবল দুনিয়া

সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া দল ফিল্ড ইউনাইটেডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরী একা ...

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

আর্জেন্টিনা: ৫, ব্রাজিল: ১

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে ...



রে